দমকলের ছাড়পত্র নিতে নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নার্সিংহোম ও হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি একটি বৈঠক হয়েছে আসানসোলে। পুরসভার এগজিকিউটিভ হলে এই বৈঠকে পৌরহিত্য করেন আসানসোল-দুর্গাপুরের এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায়। ছিলেন আসানসোলের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজিৎ দত্তশর্মা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মহকুমার যে সব স্বাস্থ্যকেন্দ্রে দমকলের ছাড়পত্র নেই তাদের নামের তালিকা তৈরি করবে দমকল। আগামি দু’মাসের মধ্যে সেই সব স্বাস্থ্যকেন্দ্রকে দমকলের ছাড়পত্র নিতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। যে সব স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যে দমকলের প্রাথমিক ছাড়পত্র নিয়েছে, তাদের দমকলের সঙ্গে যোগাযোগ করে নির্দেশ অনুসারে অগ্নি নির্বাপণ ব্যবস্থা করেছেন কি না তা দেখাতে হবে। দমকলের ওসি সেলিম জাভেদ জানান, চলতি সপ্তাহ থেকেই অভিযান শুরু হবে।
|
বাতানুকূল অ্যাম্বুল্যান্স |
রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিকে একটি বাতানুকূল অ্যাম্বুল্যান্স দিলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। বিধায়ক তহবিলের ৮ লক্ষ টাকায় অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে। সোমবার দুপুরে সেটা উদ্বোধন করেন বিধায়ক। অ্যাম্বুল্যান্স পরিচালনা করবে পঞ্চায়েত সমিতি। |