টুকরো খবর |
উদাসীন সরকার, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বামফ্রন্ট সরকারের মতো তৃণমূল নেতৃত্বাধীন সরকারও উত্তরবঙ্গের ক্ষুদ্র চা শিল্পের প্রতি ‘উদাসীন’। সোমবার এমনই অভিযোগ করা হয়েছে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের পক্ষ থেকে। জলপাইগুড়ি প্রেস ক্লাবে কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টা), ইউনাইটেড ফোরাম অব স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালকমন্ডলী বৈঠক করেন। এই বৈঠকেই অভিযোগ করা হয়, বিধানসভায় রাজ্যের পালাবদলের পরে নতুন সরকার শিল্পের পরিবেশ ফিরিয়ে আনার কথা বললেও ক্ষুদ্র চাষিদের সামনে শিল্পবন্ধু মানসিকতা তুলে ধরতে পারছে না। সংগঠনের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পরে তাঁদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে রাজ্যের শিল্পমন্ত্রীর সাক্ষাত চেয়ে ৫ বার চিঠি পাঠানো হয়েছিল। তার একটি চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত সরকারের তরফে করা হয়নি বলে অভিযোগ। সংগঠন সূত্রে জানানো হয়েছে, ক্ষুদ্র বাগানগুলিকে ছাড়পত্র দেওয়া, কত ছোট চা বাগান রয়েছে তা জানতে নতুন করে সমীক্ষা শুরু করা, সেস ও কৃষি আয়কর স্থায়ী মকুব করার মতো বেশ কয়েক দফা দাবি জানিয়েই শিল্পমন্ত্রীর কাছে গত বছরের জুন মাস থেকে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হয়েছে। সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, “সাক্ষাৎ তো দূরের কথা, একটি চিঠির উত্তরও পায়নি। সরকার চিঠির প্রাপ্তিস্বীকার করেনি।” সাংবাদিক বৈঠকে ইউনাইটেড ফোরাম অব স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি রজত রায় কার্জি বলেন, “প্রায় ৪০ হাজার ক্ষুদ্র চা চাষি-সহ ৯১ বটলিফ চা কারখানা মিলিয়ে উত্তরবঙ্গে ক্ষুদ্র চা শিল্পে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। তাও রাজ্যের চোখে আমরা এখনও শিল্পের মর্যাদা পাইনি।”
|
বিরোধিতায় প্রস্তাব গ্রহণ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি জেলাকে ভাগ এবং জিটিএতে তরাই-ডুয়ার্সের অর্ন্তভুক্তির বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ করল জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস। শনিবার ও রবিবার দু’দিন কংগ্রেসের আলোচনা শিবির হয় জলপাইগুড়ির প্রয়াস হলে। সেই আলোচনা শিবিরে পাঁচ দফা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা-সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন। শিবিরের উদ্যোক্তা শহর ব্লক কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “জলপাইগুড়ি জেলা ও শহর সম্পর্কে নানা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবিতে আন্দোলন করার বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জিটিএ নিয়েও প্রস্তাব নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা ভাগের বিরোধিতা করেছে শিবির।
|
জলকষ্টে কালচিনি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পাহাড়ি ঝরনা যেখানে নেমে এসেছে, সেখানে দুটি দেড় ফুট গভীর কুয়োর রিং বসিয়েছেন এলাকার বাসিন্দারা। একটি রিংয়ের ভিতরে জমা জল খাবার কাজে ব্যবহার হয়। অন্যটি ব্যবহার হয় কাপড় কাঁচা ও স্নানের কাজে। ডুয়ার্সের কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের পানীয় জলের উৎস এটাই। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের ওই বনবস্তিতে এক সময়ে জল তোলার পাম্প বসানো হয়েছিল। পরে তা বিকল হয়ে যায়। তার পরে পানীয় জলের সমস্যা আর মেটেনি এই এলাকায়। কালচিনির জেলা পরিষদ সদস্য আরএসপি’র রামকুমার লামা অভিযোগ করেছেন, “পরিশ্রুত পানীয় জল কী সেটাই এই এলাকার বাসিন্দারা জানেন না। গাঙ্গুটিয়া বনবল্তির বাসিন্দাদের পানীয় জলের সমস্যার কথা প্রশাসনের সমস্ত স্তরে জানানো হলেও সুরাহা হয়নি।” কালচিনি ব্লকের বিডিও থেন্ডুপ শেরপা জানান, ব্লকের অধিকাংশ এলাকা বক্সা পাহাড় ও ভুটান পাহাড় সংলগ্ন। পাহাড়ি এলাকা বলে মাটির গভীরে নলকূপ বসাতে সমস্যা হচ্ছে। বনবস্তিগুলিতে ঝোরার জলই পাইপের মাধ্যমে সরবরাহের কাজে নামা হয়েছে। কয়েকটি এলাকার তা হয়েছে। গাঙ্গুটিয়া বনবস্তিতেও তেমনই পরিকল্পনা হচ্ছে।”
|
বেতন অমিল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মালবাজার পুরসভার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প অপারেটরদের দুইমাসের বেশি সময় ধরে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সোমবার পিএইচই-র ওয়াটার সাপ্লাই এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা মহকুমা শাসকের দফতরে একটি স্মারকলিপি দিয়েছে। সংগঠনের মালবাজার শাখার সম্পাদক সুধীন্দ্র নারায়ণ সাহা জানান, দুই মাস ধরে বেতন নেই। এমন চলতে থাকলে কর্মবিরতি করতে হবে। পুরপ্রধান সুপ্রতিম সরকার বলেন, “পাম্প অপারেটরেরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের মারফত বেতন পান। ওই বকেয়া মেটানোর ব্যাপারে পুরসভা উদ্যোগ নিয়েছে।”
|
কংগ্রেসের বিক্ষোভ শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা বাতিলের দাবিতে সোমবার শিলিগুড়ির হিলকার্ট রোডে কংগ্রেস একটি মিছিলের আয়োজন করে। সকাল সাড়ে ১১টা থেকে জেলা কংগ্রেস সভাপতি (সমতল) শঙ্কর মালাকারের নেতৃত্বে ওই মিছিল বের হয়। রাস্তা অবরোধও করেন তাঁরা। বেলা আড়াইটা নাগাদ অবরোধ ওঠে। এই দিন বীরভূমের সিউড়ি, নলহাটি ও দুবরাজপুরেও একই দাবিতে কংগ্রেস কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান।
|
আশ্বাস দিলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জয়গাঁয় মানি এক্সচেঞ্জ কাউন্টার খোলার ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার তিনি জয়গাঁয় কালচিনি ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশ নেন। সেখানে ব্যবসায়ীরা তাঁকে ভুটানি নোট লেনদেন নিয়ে তৈরি সাম্প্রতিক সমস্যার কথা জানান। তার পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে কথা বলব। রিজার্ভ ব্যাঙ্কের কোনও বাধা না-থাকলে জয়গাঁয় মানি এক্সচেঞ্জ কাউন্টার খোলা হবে।” সাধারণ সভায় বিধায়ক দেবপ্রসাদ রায়ও উপস্থিত ছিলেন।
|
বিজেপি-র মিছিল |
পুরোহিত এবং পাদ্রিদের মাসিক ভাতা দেওয়ার দাবিতে শিলিগুড়িতে মিছিল করল বিজেপি। সোমবার দলের দার্জিলিং জেলা কমিটির তরফে মিছিল করে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি নৃপেন দাস, সাধারণ সম্পাদক নন্দন দাস, বাপি পাল। বিজেপি’র অভিযোগ, কেবল ইমামদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপেশে সিদ্ধান্ত নিয়েছেন। পুরোহিত ও পাদ্রিদের ভাতার ব্যবস্থার দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
|
দাবি |
আদিবাসীর জমি দখলের অভিযোগের ব্যাপারে প্রশাসনিক তদন্তের মেয়াদ বাড়ানোর দাবি জানাল সারা ভারত কৃষক মজদুর সভা। সংগঠনের জেলা সম্পাদক গৌর বৈদ্য জানান, শিলিগুড়ির ফাঁসিদেওয়া ও লাগোয়া এলাকায় আদিবাসীদের জমি দখল চলছে। এই ব্যাপারে অভিযোগ জানানোর পর প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। এখনও অনেকে অভিযোগ জানাতেই পারেননি। মে মাস পর্যন্ত অভিযোগ জমা নিতে আর্জি জানানো হয়েছে।
|
নয়া বয়লার চালু |
বিদ্যুতের খরচ কমাতে হিমূলে নয়া বয়লার চালু করা হল। নতুন বয়লার তুষ দিয়ে চালানো হবে। ফলে হিমূল কর্তৃপক্ষের মাসে উৎপাদন খরচ প্রায় ৬ লক্ষ টাকা সাশ্রয় হবে। |
|