সাইনার পরে উঠছেন ঋতু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সাইনা নেহওয়ালের পরে প্রবল ভাবে ভারতীয় ব্যাডমিন্টনে উঠে আসছেন হলদিয়ার মেয়ে ঋ
তুপর্ণা দাস। অনূর্ধ্ব ১৭ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁকে রবিবার সংবর্ধনা দিল বাংলা ব্যাডমিন্টন অ্যাকাডেমি। ক্লাস টেনের ঋতুপর্ণা এখন গোপীচন্দ অ্যাকাডেমিতে ট্রেনিং নেন হায়দরাবাদে। বিবিএ এবং কলকাতা গোপীচন্দ অ্যাকাডেমির উদ্যোগেই তাঁকে পাঠানো হয় সেখানে। অ্যাকাডেমির ফসল রিয়া মুখোপাধ্যায়, অরিন্তপ দাশগুপ্ত, শৌভিক ঘোষরাও ভারতে র্যাঙ্কিং প্লেয়ার। তাঁদেরকেও সংবর্ধনা দেওয়া হল।
|
রাজ্য দাবায় তরুণদের দাপট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য দাবায় প্রাক্তন অনূর্ধ্ব ১২ বিশ্ব চ্যাম্পিয়ন সায়ন্তন দাসের সঙ্গে ড্র করলেন সুমন বসু। ষষ্ঠ রাউন্ডের শেষে অভ্রতনু দত্ত, অভ্রপ্রতিম মান্না, রূপঙ্কর নাথ, নিলাদ্রী শেখর ভট্টাচার্যরা এগিয়ে। এ দিকে প্রাক্তন রাজ্য চ্যাম্পিয়ন স্বপন মিত্র রাজ্য মিটে খেলে ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েন। ঝড়ে টিন এসে পড়লে তিনি আহত হন। মাথায় চারটি সেলাই পড়ে। তিনি এখন দ্বিতীয় স্থানে।
|
চ্যাম্পিয়ন আইএফএ অ্যাকাডেমি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্বামী বিবেকানন্দ যুব কাপ জিতল আইএফএ অ্যাকাডেমি। রবিবার দেশপ্রিয় পার্কে ফাইনালে তারা টাইব্রেকারে হারাল ইস্টবেঙ্গলকে।
নির্ধারিত সময় মাচের ফল ছিল ১-১। ফাইনালের সেরা হলেন আইএফএ-র গোলকিপার মিলন ভৌমিক। টুর্নামেন্টের সেরা ফুটবলারের সম্মান পেলেন আইএফএ-র স্ট্রাইকার মিঠুন ওঁরাও।
|
আই লিগ
মঙ্গলবারে
মোহনবাগান : শিলং লাজং (যুবভারতী, ৩-৩০)
মুম্বই এফসি : পৈলান অ্যারোজ (পুণে), হ্যাল : পুণে এফসি (বেঙ্গালুরু)। |