টুকরো খবর |
সরকার মাওবাদীদের শর্ত মানায় ক্ষুব্ধ ওড়িশা পুলিশ |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
রাজ্য সরকার মাওবাদীদের মুক্তি দিতে রাজি হওয়ায় চরম ক্ষুব্ধ ওড়িশা পুলিশ। ইতালীয় পাওলো বোসুস্কো ও বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির বিনিময়ে ২৭ জন মাওবাদীকে মুক্তি দেওয়া হলে আর মাওবাদী অধ্যুষিত এলাকায় গিয়ে তারা কাজ করবে না বলে হুমকি দিয়েছে ওড়িশা পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশের বক্তব্য, যে সব কট্টর জঙ্গিকে মাওবাদীরা ছাড়িয়ে নিতে চাইছে তাদের হাতে নিরাপত্তাবাহিনীর বহু সদস্যের মৃত্যু হয়েছে। ঝিনার অপহরণকারীদের দেওয়া তালিকায় মাওবাদী ছেন্দাভূষণ ওরফে ঘাসির নাম রয়েছে। এই ঘাসির নামে কম করে ৫৫ জন নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। এমন জঙ্গিদের ছাড়া উচিত নয় বলে মনে করছে বলে মনে করছে পুলিশ। বেগতিক দেখে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গেই আলোচনা করতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এই ভাবে মাওবাদীদের মুক্তি দেওয়ার পক্ষপাতী নয়। মন্ত্রক চায়, ওড়িশা সরকার কঠোর মনোভাব নিক। আর এই ধরনের অপহরণের ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ করবে, সে ব্যাপারে একটি অভিন্ন বিধি তৈরি করতে চায় কেন্দ্র। তা নিয়ে মুখ্যমন্ত্রীদের আসন্ন সম্মেলনে আলোচনায় আগ্রহী মন্ত্রক। ইতিমধ্যে মাওবাদীরা অপহৃতদের মুক্তি নিয়ে নতুন নতুন শর্ত চাপাচ্ছে। পাওলোর অপহরণকারীরা জানিয়েছে, কত জন মাওবাদীকে মুক্তি দেওয়া হবে তা যেন স্পষ্ট জানানো হয়। লখিমপুরের বিধায়কের অপহরণকারীরা জানিয়েছে, যেন অবিলম্বে তাদের পাঠানো তালিকার ৩০ জনকে মুক্তি দেওয়া হয়। গোটা বিষয়টি সম্পর্কে অবশ্য মুখ খুলতে চাইছেন না নবীন পট্টনায়ক প্রশাসন। মাওবাদীরা জানিয়েছে, তাদের শর্ত মানলে ঝিনাকে অবশ্যই মুক্তি দেওয়া হবে। কিন্তু মুক্তির সময়ে পুলিশ বা গোয়েন্দা থাকতে পারবেন না।
|
গঢ়বায় মাওবাদী হামলায় জখম সাত জওয়ান |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
লাতেহারের সীমানা লাগোয়া গঢ়বা জেলার সানিয়া জঙ্গলে আজ মাওবাদী জঙ্গিদের অতর্কিত আক্রমণে গুলিবিদ্ধ হয়েছেন যৌথবাহিনীর সাত জন জওয়ান। এর মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর আহত সাত জনকে এ দিন হেলিকপ্টারে রাঁচিতে উড়িয়ে এনে রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করানো হয়েছে। এই কথা জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র আইজি রাজকুমার মল্লিক।পুলিশের একাংশের ধারণা, গত ৫ এপ্রিল লাতেহারের বারওয়াডি থানার করমডি জঙ্গলে যৌথবাহিনীর আক্রমণে মাওবাদীদের বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছিল। তারই বদলা নিতে এ দিনের এই আচমকা হানা। এ দিন সকালে সানিয়া জঙ্গলে যৌথবাহিনীকে বৃত্তাকারে ঘিরে ধরে আক্রমণ চালায় জঙ্গিরা। পাল্টা আক্রমণের সুযোগই যৌথবাহিনী পায়নি। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে মাওবাদী জঙ্গিরা মুহূর্তে গভীর জঙ্গলে গা-ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গঢ়বা জেলার পুলিশ সুপার মাইকেল রাজ এস জানিয়েছেন, এ দিন ভাণ্ডারিয়া থানার সানিয়া জঙ্গলে যৌথবাহিনীর তল্লাশি চলকালীন জঙ্গিরা অতর্কিতে আক্রমণ চালায়। তার পরও জঙ্গিদের খোঁজে যৌথবাহিনীর অভিযান জারি রাখা হয়েছে।
|
যুদ্ধপ্রস্তুতি জানতে তিন বাহিনীর প্রধানকে তলব |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের প্রতিরক্ষার হাল জানতে স্থল, জল ও বিমান বাহিনীর প্রধানকে ডেকে পাঠাল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি। ২০ এপ্রিল তাঁদের কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সেনা যুদ্ধের জন্য যথেষ্ট প্রস্তুত নয় বলে যে অভিযোগ সেনাপ্রধান ভি কে সিংহ জানান, তারই ভিত্তিতে আজ এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তিন বাহিনীর প্রধানকে যাতে একই দিনে একই সঙ্গে পাওয়া যায় সে জন্য প্রয়োজনে হাজিরার দিন পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। আজই প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মা এবং স্থলবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস কে সিংহকে জিজ্ঞাসাবাদ করেন। তা ছাড়া, ২০১২-১৩ আর্থিক বছরে প্রস্তাবিত সামরিক বাজেট নিয়েও আলোচনা হয়। বয়স বিতর্ক নিয়ে জানুয়ারিতে সেনাপ্রধান ভি কে সিংহ যে দিন সুপ্রিম কোর্টে যান সে দিনই আগরা এবং হিসার থেকে দু’টি সেনা ইউনিট দিল্লির দিকে রওনা হয় বলে খবর প্রকাশিত হয়। খবর কতটা সত্যি সে সম্পর্কে জানতে চাওয়া হয় শর্মা ও সিংহের কাছে। বিশেষ করে এর মধ্যে সেনা বিদ্রোহের কোনও সম্ভাবনা ছিল কী না তা জানাই ছিল লক্ষ্য। দু’জনেই অবশ্য জানান, সংবাদপত্রে প্রকাশিত খবরটি একেবারেই বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। শশীকান্ত সিংহের যুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন কমিটির অন্যতম সদস্য মুখতার আব্বাস নকভি, মনীশ তিওয়ারি, নরেশ গুজরাল, উদয় সিংহ প্রমুখ।
|
অপহৃত ‘ভুল’ ব্যবসায়ী মুক্ত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভুল লোককে অপহরণ করেছে বুঝতে পেরে, চাংলাং জেলার অপহৃত ব্যবসায়ী বিক্রম অগ্রবালকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। তবে তার আগে জঙ্গিদের রেজিস্টার খাতায় রীতিমতো তাঁকে দিয়ে মুক্তির সময়-তারিখ লিখিয়ে সই করিয়ে নেওয়া হয়। গত ৪ এপ্রিল, ইনাও বাজার থেকে বিক্রমবাবুকে অপহরণ করা হয়েছিল। মুক্তি পাওয়ার পরে, বিক্রমবাবু জানান, প্রথমে তাঁকে টেঙাপানি অরণ্যে জঙ্গিরা নিয়ে যায়। সেখানকার তাঁবুতে বিক্রমকে তিন দিন রাখা হয়েছিল। জঙ্গিরা তাঁর মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা দাবি করলেও বিক্রমবাবু সাফ জানান, তিনি একটি ছোট দোকান চালান। তাঁর পরিবারের মুক্তিপণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি নেই। কড়া জেরার পরে জঙ্গিরা বোঝে ভুল লোককে তুলে এনেছে তারা। এরপর ৭ এপ্রিল সন্ধ্যায় তাঁর কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা নিয়ে বিক্রমবাবুকে একটি বাঁশ বোঝাই ট্রাকে তুলে দেওয়া হয়। গত কাল লাথাও এলাকায় ট্রাকটি তাঁকে নামিয়ে দেয়। তিনি এও জানান, জঙ্গিরা রীতিমতো রেজিস্টার খাতা রাখে। একটি ডায়েরিতে সব অপহরণের দিন-সময় লেখা ছিল। মুক্তির আগে, অপহরণের সময়, মুক্তির সময় ও সাড়ে ৯ হাজার টাকা দেওয়ার কথা লিখে বিক্রমবাবুকে দিয়ে জঙ্গিরা সই করিয়ে নেয়।
|
সর্বসম্মত রাষ্ট্রপতি প্রার্থী চায় বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রণব মুখোপাধ্যায়কে যদি কংগ্রেস রাষ্ট্রপতি পদে প্রার্থী করে, তা হলে তাঁকে সমর্থন করতেও পারে বিজেপি এবং তার শরিক জেডি (ইউ)। তবে বিজেপির শর্ত, উপরাষ্ট্রপতি পদের জন্য তাদের দেওয়া প্রার্থীকে সমর্থন করতে এগিয়ে আসুক কংগ্রেস। গত কাল শরিক জেডি (ইউ)-এর নেতা নীতীশ কুমারের সঙ্গে অরুণ জেটলির আলোচনা হয়। সেখানেই বিষয়টি ঠিক হয়। কিন্তু কংগ্রেস এখনও এই নিয়ে উচ্চবাচ্য করেনি। বিজেপির এক শীর্ষ নেতার বক্তব্য, “কংগ্রেস সর্বসম্মত প্রার্থী চাইলে এখনই আলোচনা দরকার। বিজেপি সব সম্ভাব্য পথ ভেবে রাখছে।” সম্প্রতি জয়ললিতার সঙ্গে জেটলির বৈঠকেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। গত বার ভৈরোঁ সিংহ শেখাওয়াতকে শেষ পর্যন্ত সমর্থন জানিয়ে হারতে হয় এনডিএ-কে। এ বার বিজেপি নেতৃত্ব মনে করছেন, রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু কংগ্রেস এখনও মনোভাব খোলসা না করায় এগোতে পারছেন না তাঁরা।
|
দু’দেশে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ সমস্যা রোধে বিএসএফ এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয় রক্ষার সিদ্ধান্ত নিল। সোমবার দক্ষিণ দিনাজপুরে হিলিতে দু’দেশের বাহিনীর সেক্টর কমান্ডার স্তরে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। সম্প্রতি হিলি, বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর-সহ এই জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ও নেশার সামগ্রী পাচার বেড়ে যাওয়ায় উভয় তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। ওপার বাংলা থেকে অনুপ্রবেশ বন্ধ করতে গিয়েও নানা সমস্যায় পড়তে হচ্ছে বিএসএফকে। জেলায় ২৫২ কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত। তার মধ্যে ৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি। হিলিতে কাঁটাতার বসানো যায়নি ১৭ কিলোমিটার এলাকায়। ওই পথ ব্যবহার করে চোরাচালানের পাশাপাশি অনুপ্রবেশ রোধে সমস্যার বিষয়টি আলোচনায় তুলে ধরা হয়। পাচার ঠেকাতে চোরাকারবারিদের আক্রমণের মুখেও পড়তে হচ্ছে। বৈঠকে ঢাকার ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ ছাড়াও বিএসএফের মালদহ রেঞ্জের কমান্ডার অমরজিত সিংহের নেতৃত্বে ১১ জন সেক্টর কমান্ড্যান্ট এবং বিজিবি’র কমান্ডার মহম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সম সংখ্যক বিজিবি লেফটেন্যান্ট ও বিভিন্ন সেক্টরের আধিকারিকেরা ছিলেন।
|
আলফা-কেন্দ্র কথা ফলপ্রসূ, দাবি দু’পক্ষের
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে তাঁদের সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে ভারতে ফেরানোর দাবি জোরদার করল আলফা নেতৃত্ব। পাশাপাশি, নিখোঁজ আলফা সদস্য ও নেতাদের সম্পর্কে বিশদ তথ্য চাইলেন আলফা সভাপতি অরবিন্দ রাজখোয়া। ১২ দফা দাবি সনদ ও শান্তি চুক্তি বিষয়ে আলোচনার জন্য রাজখোয়ার নেতৃত্বে গত কালই আলফার আটজন সদস্য দিল্লি আসেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজকুমার সিংহ ও মন্ত্রকের পদস্থ অফিসারদের সঙ্গে আলোচনায় বসেন আলফা নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের প্রতিনিধিরাও। আলফা সূত্রে জানা গিয়েছে, দাবি সনদ ও দুই তরফের মতপার্থক্যগুলি নিয়ে আলোচনা হয়। আলফার বিদেশ সচিব শশধর চৌধুরী জানান, বাংলাদেশের কারাগারে বন্দি অনুপ চেতিয়াকে অবিলম্বে প্রত্যার্পণের ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংবিধানে বদল ঘটানো প্রসঙ্গেও আলোচনা হয়। তবে এটি দীর্ঘ ও আলোচনাসাপেক্ষ প্রক্রিয়া। আলফার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিও দাবি করেছেন রাজখোয়ারা। আর কে সিংহ বলেন, “আলোচনা ইতিবাচক ও ফলপ্রসু হয়েছে। দাবি সনদ ও আলফার অন্যান্য দাবি নিয়ে কেন্দ্র বিবেচনা করছে।” রাজখোয়াও আলোচনা প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, “পরবর্তী বৈঠকে সর্ম্পূণ সংঘর্ষবিরতি চুক্তি ও দাবিসনদ নিয়ে সিদ্ধান্তগুলি আরও নির্দিষ্ট রূপ পেতে পারে।”
|
গোধরা-দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত ২৩ |
সংবাদসংস্থা • আনন্দ |
গোধরা-পরবর্তী দাঙ্গার একটি মামলায় আজ ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছে আনন্দের জেলা ও দায়রা আদালত। প্রমাণের অভাবে বাকি ২৩ জনকে মুক্তি দেন বিচারক পুনম সিংহ। ১২ এপ্রিল দোষীদের শাস্তি ঘোষণা হবে। ২০০২ সালের ১ মার্চ ওড় গ্রামের পিরওয়ালি ভাগোল এলাকায় হামলা চালায় দাঙ্গাকারীরা। মহিলা ও শিশুসহ ২৩ জনকে পুড়িয়ে মারা হয়। প্রথমে এই ঘটনার তদন্তের ভার ছিল রাজ্য পুলিশের হাতে। পরে পুলিশের কার্যকলাপ নিয়ে অভিযোগের জেরে তদন্তের ভার নেয় সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)। এই নিয়ে সিট-এর হাতে থাকা তিনটি মামলায় রায় দিল আদালত। ২০০৯ সালের শেষে পিরওয়ালি ভাগোল মামলার শুনানি শুরু হয়। কিন্তু, মামলা শেষ হওয়ার মুখে ইস্তফা দেন তৎকালীন বিচারক। ফলে বিচারক সিংহের এজলাসে নতুন ভাবে শুনানি শুরু করা হয়। বিশেষ সরকারি আইনজীবী পি এন পারমার জানান, পিরওয়ালি ভাগোলে ন’জন মহিলা, ন’টি শিশু ও পাঁচ জন পুরুষকে পুড়িয়ে মারার ঘটনা ‘বিরলতম’ অপরাধ বলে মন্তব্য করেছেন বিচারক। সরকারপক্ষ ২৩ জন দোষীকেই মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে। বিজেপি মুখপাত্র বলবীর পুঞ্জ বলেন, এই রায় গুজরাতের মানুষের জয়। তাঁর বক্তব্য, গুজরাতে নিরপেক্ষ বিচার সম্ভব নয় বলে প্রচার চলছিল। এই রায়ে তা ভুল প্রমাণিত হয়েছে।
|
‘সম্মান’ রক্ষায় খুন, গ্রেফতার বাবা ও কাকা |
সংবাদসংস্থা • জলগাঁও |
ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি। ‘সম্মান’ রক্ষায় খুন করেছেন মেয়েকেই। পুলিশের জেরার মুখে এ কথা স্বীকার করলেন জলগাঁওয়ের বাসিন্দা যুবরাজ। মহারাষ্ট্র আদালত আজ আদিবাসী পিতা যুবরাজ ও তাঁর ভাই রামকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। প্রতিবেশী মরাঠি ছেলের সঙ্গে মেয়ে মনীষার সম্পর্ক তৈরি হয়েছিল, বুঝতে পেরেছিলেন যুবরাজ। বারবার নিষেধ সত্ত্বেও সন্দীপের সঙ্গে সম্পর্ক শেষ করতে রাজি হয়নি মনীষা। তাঁরা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, জানতে পেরে যায় যুবরাজ। পুলিশ জানিয়েছে, যুবরাজ এর পরেই ঘুমের মধ্যে খুন করেন মেয়েকে। সাহায্য করেন ভাই রাম ও মনীষার ঠাকুমা। কেউ যাতে সন্দেহ না করে, তাই বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে মাটির তলায় চাপা দিয়ে দেয় মনীষার দেহটা। কিন্তু এত সব করেও গ্রামবাসীদের নজর এড়াতে পারেনি যুবরাজের পরিবার। পুলিশ জানিয়েছে, মনীষার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে উড়ো চিঠি পেয়ে তদন্তে নেমেছিল তারা। পরে জেরার মুখে সব স্বীকার করেন যুবরাজরা।
|
শ্রমিক নেতা গুলিতে খুন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বাড়ির অদূরে আততায়ীর গুলিতে নিহত হলেন পশ্চিম সিংভূম জেলার আইএনটিইউসি নেতা গোকুল গোপ। আজ সকালে খুনের ঘটনাটি ঘটেছে ঝিঁকপানি থানার জোড়াপুকুর রোডের উপরে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ৯ টা থেকে ঝিকপানি-জোড়াপুকুর রোড অবরোধ করে আইএনটিইউসি এবং কংগ্রেস কর্মীরা। ঘণ্টা দুয়েক পরে পুলিশি মধ্যস্থতায় অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ঝিঁকপানি-জোড়াপুকুর রোডের পাশে জুতো পলিশ করাচ্ছিলেন গোকুলবাবু। ওই সময়ে মোটরবাইকে তিন যুবক সেখানে হাজির হয়। গোকুলবাবুকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গোকুলবাবু ছুটে পালানোর চেষ্টা করলে আতাতায়ীরা বোমা ছোড়ে। বোমার ঘায়ে জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গোকুলবাবু। তখন আততায়ীরা গোকুলবাবুর মাথা ও বুকে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, এটা কোনও রাজনৈতিক খুনের ঘটনা নয়। হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। পৃথক ঘটনায় আজ চক্রধরপুর-চাইবাসা রোডে পাটিডা ফার্মের কাছে আততায়ীর গুলিতে খুন হন মঙ্গল সিংহ নামে এক পঞ্চায়েতসেবক। পুলিশ জানায়, আততায়ীরা একটি মোটর সাইকেল থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।
|
শিলচরের সড়কে অবরোধ উঠে গেল |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
এফসিআই-এর গুদাম নির্মাণ বিতর্কের জেরে আজ সকাল ৯টা থেকে শিলচরের দু’টি প্রধান সড়ক অবরোধ করে বৃহত্তর শালচাপড়া সংগ্রাম সমন্বয় সমিতি। ফলে বাইরের সঙ্গে শিলচরের সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। যাত্রী ও পণ্যবাহী অজস্র গাড়ি রাস্তায় আটকে পড়ে। বৃষ্টির মধ্যে মাঝপথে নামতে বাধ্য হওয়ায় যাত্রীদের অশেষ দুর্ভোগ পোহাতে হয়। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে পুলিশ জানিয়েছে।একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি হাজরিকা এ দিন শালচাপড়ায় গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বেলা আড়াইটায় জেলা প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। ধ্রুবজ্যোতিবাবু জানান, যে বিষয় নিয়ে বিতর্ক তা নিয়ে কথা বলতে জেলাশাসক হরেন্দ্রকুমার দেবমহন্ত এফসিআই কর্মকর্তাদের বৈঠকে ডেকেছেন। আন্দোলনকারীদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ জানান, আন্দোলনকারীদের আশা, বৈঠকে তাঁদের ন্যায্য দাবি উপযুক্ত গুরুত্ব পাবে। নইলে যে ফের অবরোধ শুরু হবে, সে কথাও তিনি আগাম শুনিয়ে রাখেন। এ দিকে স্থানীয় কংগ্রেস বিধায়ক রুমি নাথও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
|
ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের মামলা স্থগিত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বলিউডের প্রখ্যাত পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০৪ সালে মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন অভিনেত্রী প্রীতি জৈন। তাঁর অভিযোগ, বিয়ে করা এবং ছবিতে নায়িকা করার প্রতিশ্রুতি দিয়ে ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে ১৬ বার তাঁকে ধর্ষণ করেন মধুর। মুম্বইয়ের একটি নিম্ন আদালত এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু করার নির্দেশ দেয়। সেই নির্দেশর বিরুদ্ধে মধুর প্রথমে হাইকোটে এবং সেখানে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ সেই আবেদনের ভিত্তিতে মহারাষ্ট্র সরকার এবং প্রীতি জৈনের কাছে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে বিচারপতি এইচ এল দাত্তু এবং সি কে প্রসাদের বেঞ্চ।
|
আরুষি মামলায় ধাক্কা খেলেন নুপূর |
সংবাদসংস্থা • ইলাহাবাদ |
আরুষি হত্যা মামলায় ধাক্কা খেলেন অভিযুক্ত নুপূর তলোয়ার। তাঁর জামিনের আর্জি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে গাজিয়াবাদের আদালতকে নির্দেশ দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। আজ সিবিআইয়ের যুক্তি শোনার পরে সেই নির্দেশ স্থগিত রেখেছে হাইকোর্ট। সিবিআইয়ের আইনজীবী অনুরাগ খন্না জানিয়েছেন, আরুষির মা নুপূরের জামিন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ২০১১ সালের মার্চেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের কথা গোপন রেখে ফের একই আবেদন করেছিলেন নুপূর। এ কথা জানতে পেরে আজ নিজের নির্দেশ স্থগিত রেখেছেন বিচারপতি বালকৃষ্ণ নারায়ণ।
|
টুকতে বাধা, শিক্ষককে খুন |
সংবাদসংস্থা • সোনপত |
|
রাকেশ কুমার |
পরীক্ষায় নকল করতে দেননি তিনি। এই ছিল রামযশ পাবলিক স্কুলের হিন্দি শিক্ষক রাকেশ কুমারের ‘অপরাধ’। যার জন্য প্রাণ হারাতে হল তাঁকে। হরিয়ানা মুক্ত বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছিল। এক পরীক্ষার্থীকে টুকতে দেখে বাধা দেন রাকেশ। অভিযোগ, বন্ধুকে টুকতে দিতে হবে বলে রাকেশকে হুমকি দেয় বিক্রম ও হরিওম। গত শুক্রবার রাকেশ বাড়ি ফেরার সময় তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বিক্রমরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিক্রম আজ ধরা পুলিশের জালে পড়লেও হরিওম অধরাই।
|
বৃষ্টি, ধসে বিচ্ছিন্ন দিবাং |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
টানা বৃষ্টি ও ধসের জেরে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অরুণাচলের দিবাং উপত্যকা। গত কয়েকদিন ধরে এই এক এলাকায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সঙ্গে নামছে ধস। আনিনি-রোইং রোড ধসের কারণে বিচ্ছিন্ন। মন্দ আবহাওয়ায় মেরামতির কাজও এগোচ্ছে না। সেই সঙ্গে ডিসেম্বরের হড়কা বানে ভেসে যাওয়া দেওপানি সেতু পুনর্নির্মাণের কাজ এখনও চলছে। ফলে দিবাং উপত্যকার সঙ্গে যোগাযোগের সব রাস্তা বন্ধ। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তিন দিক থেকে চিন-সীমান্ত দিয়ে ঘেরা এই জেলার এন্ডুলিন নালা, মায়োডিলা, ১৭ ক্যাম্প, ৮৩ ক্যাম্প এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মায়োডিলা থেকে এন্ডুলিন অবধি ১২০ কিলোমিটার রাস্তাটি বন্ধ। বৃষ্টি বন্ধ না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন জেলা কর্তারা।
|
আলফা-কেন্দ্র কথা ফলপ্রসূ, দাবি দু’পক্ষের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে তাঁদের সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে ভারতে ফেরানোর দাবি জোরদার করল আলফা নেতৃত্ব। পাশাপাশি, নিখোঁজ আলফা সদস্য ও নেতাদের সম্পর্কে বিশদ তথ্য চাইলেন আলফা সভাপতি অরবিন্দ রাজখোয়া। ১২ দফা দাবি সনদ ও শান্তি চুক্তি বিষয়ে আলোচনার জন্য রাজখোয়ার নেতৃত্বে গত কালই আলফার আটজন সদস্য দিল্লি আসেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজকুমার সিংহ ও মন্ত্রকের পদস্থ অফিসারদের সঙ্গে আলোচনায় বসেন আলফা নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের প্রতিনিধিরাও। আলফা সূত্রে জানা গিয়েছে, দাবি সনদ ও দুই তরফের মতপার্থক্যগুলি নিয়ে আলোচনা হয়। আলফার বিদেশ সচিব শশধর চৌধুরী জানান, বাংলাদেশের কারাগারে বন্দি অনুপ চেতিয়াকে অবিলম্বে প্রত্যার্পণের ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
|
সুপোলে বাস উল্টে মৃত ৮ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
যাত্রী ভর্তি একটি বাস উল্টে যাওয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে অন্তত ২০ জন। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে সুপোল জেলার ত্রিবেণীগঞ্জ থানা এলাকার জদিয়ায়। এই ঘটনায় নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন সুপোলের জেলাশাসক। পুলিশ জানিয়েছে, করিয়াপট্টি থেকে একটি যাত্রী বোঝাই বাস সহর্ষ যাচ্ছিল। এমন সময় বাসটি রাস্তার পাশে একটি গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, বাকি দু’জন হাসপাতালে মারা যায়। যাত্রীরা পঞ্জাবে কাজের জন্য যাচ্ছিলেন। সহর্ষ থেকে রাতের ট্রেন ধরার জন্যই তাঁরা যাচ্ছিলেন। জেলার পুলিশ সুপার বিনোদ কুমার বলেন, “বাসের খালাসি গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি উল্টে যায়।” পুলিশ বাসটি আটক করেছে। চালককেও গ্রেফতার করা হয়েছে।
|
আদি উপজাতি ভাষায় পাঠ্যবই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভাষা সংরক্ষণের লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে অরুণাচলের সব আদি উপজাতি অধ্যূষিত এলাকার স্কুলগুলিতে আদি ভাষার পাঠ্যপুস্তক পাঠানো হবে। গত কাল নাহারলাগানে, আদি আগোম কেবাং (আদি সাহিত্য সমাজ)-এর বৈঠকে এই কথা জানানো হয়। সংস্থার সভাপতি, অধ্যাপক টামো মিবাং জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষের জন্য আদি ভাষায় বই লিখে ছাপতে দেওয়া হয়েছে। এই উদ্যোগে আদি সমাজের সার্বিক সাহায্য চাওয়া হয়। ২০০১ সালেই রাজ্যের স্কুল গুলিতে আদি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু উপযুক্ত ও পর্যাপ্ত পাঠ্যবই ছিল না। আদি সাহিত্য সভার আশা, এ বার সমস্যার অনেকটাই সমাধান হবে। সেই সঙ্গে আদি ক্যালেন্ডার ও আদি বর্ণমালা নিয়ে কিছু গরমিল বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
|
গুলিতে জখম সরকারি কর্তা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
এক দল দুষ্কৃতী কাল রাতে ঔরঙ্গবাদের জামহোর এলাকায় রাজ্যের বালিকা কল্যাণ পরিষদের উপাধ্যক্ষকে হত্যার চেষ্টা করে। তাদের চালানো গুলিতে অজিত সিংহ নামে ওই উপাধ্যক্ষ গুরুতর ভাবে জখম হন। পুলিশ জানিয়েছে, রাত ৯টা নাগাদ অজিতবাবু বাড়ির কাছেই একটি কাজে যাচ্ছিলেন। এমন সময় আগ্নেয়াস্ত্রধারী জনা চারেক দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়। তাদের ছোড়া গুলি অজিতবাবুর ডান কানে লাগে। প্রাণে বেঁচে গেলেও তিনি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কেন তাঁকে গুলি করা হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে। তবে আক্রমণকারীদের তিন জনকে অজিতবাবু চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তাদের নামও পুলিশকে দিয়েছেন তিনি।
|
সড়ক নির্মাণ সংস্থায় মাওবাদী হামলা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে মাওবাদীরা ফের হামলা চালাল একটি ঠিকাদারি সড়ক নির্মাণ সংস্থার কর্মীদের উপর। ঘটনাটি ঘটেছে কাল রাতে অরওয়াল জেলার কারপি থানার রোহাই এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই নির্মাণ সংস্থায় ঠিকাদারের অধীনে ১২ জন কর্মী রাতে ছিলেন। মাওবাদীরা তাঁদের উপরে চড়াও হয়। রাস্তা তৈরির একটি বড় মেশিনে আগুন ধরিয়ে দেয় তারা। যাঁরা কাজ করছিলেন তাঁদের লাঠি দিয়ে পেটানোও হয়। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে মাওবাদীদের কিছু প্রচারপত্র উদ্ধার হয়। অরওয়ালের এসডিপিও সাকিল আহমেদ খান বলেন, “ঘটনার তদন্ত চলছে। ঠিকাদার সংস্থার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় মাওবাদীরা নির্মাণ সংস্থার উপর হামলা চালিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে এই হামলার উদ্দেশ্য ভয় দেখিয়ে সংস্থার মালিকের থেকে টাকা আদায়।
|
আইআইটিতে মৃত্যু ছাত্রের |
সংবাদসংস্থা • চেন্নাই |
মাদ্রাজ আইআইটিতে অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রের। রবিবার সকালে কুলদীপ যাদব নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ পাওয়া যায় তার ঘর থেকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান প্রণয় ঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। কুলদীপের ঘর থেকে কোনও সুইসাইড নোট না পাওয়া গেলেও মিলেছে ইংরেজি হরফে হিন্দিতে লেখা এক রোম্যান্টিক কবিতা। সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র কুলদীপ উত্তর প্রদেশের ইটা থেকে মাদ্রাজ আইআইটিতে পড়তে এসেছিল। তার বাবা কৃষক। আগাগোড়াই ভাল ছাত্র বলে পরিচিত সে। আইআইটির পরীক্ষাতেও তার ভাল নম্বর রয়েছে। |
|