আইনজীবীদের অনির্দিষ্টকালের ‘কর্মবিরতি’র জেরে বিধাননগরে পিছিয়ে গেল স্পেশাল এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর কাজ। ঘটনাটি ঘটেছে সোমবার। বিধাননগর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই কর্মবিরতির ডাক দেন। পুলিশ জানায়, সরকারি নির্দেশ মেনে এ দিন থেকেই ওই কোর্ট চালুর ঘোষণা হয়। বিধাননগরের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীরকুমার দাস জানান, পুলিশ কমিশনারের একটি চিঠিতে জানা গিয়েছে এই কোর্ট চালু হচ্ছে। অথচ আলোচনা হয়নি। তাঁদের দাবি, এই কোর্ট চালু হলে অভিযোগকারী থেকে আইনজীবী, সকলেরই হয়রানি হবে। কারণ, এই সংক্রান্ত বিভিন্ন আদালত আছে বিভিন্ন জায়গায়। সেগুলি এক জায়গায় চালু করতে হবে বলে দাবি বার অ্যাসোসিয়েশনের। বিধাননগরের ডিসি (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি নির্দেশ মেনে আদালত চালুর কাজ হচ্ছে। কিন্তু আইনজীবীদের কর্মবিরতির জেরে আজ এই কাজ স্থগিত রাখা হয়েছে। আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা চালাচ্ছি।” পুলিশ সূত্রে খবর, এই সপ্তাহের শেষে ওই কোর্ট চালু হতে পারে। এ বিষয়ে মহকুমাশাসক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করতে চাননি। যদিও মহকুমা প্রশাসন সূত্রে খবর, মহকুমাশাসক পুলিশ কমিশনারের চিঠি পেয়েছেন। কিন্তু ওই ধরনের কোর্ট চালু সম্পর্কে সরকারি নির্দেশিকা পাননি।
|
সোমবার সন্ধ্যায় শহরের বুকে আছড়ে পড়ল এই মরসুমের চতুর্থ কালবৈশাখী। এ দিন দমদমের উপরে ভেঙে পড়ে উল্লম্ব মেঘটি। তাই সেখানে ঝড়ের গতিবেগ ছিল সব থেকে বেশি। দমদমে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার থাকলেও কলকাতায় অবশ্য তার গতিবেগ ছিল ৪২ কিলোমিটার। গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পরপর দুই দিন কলকাতার উপর দিয়ে বয়ে গিয়েছিল ঘণ্টায় ৯২ এবং ৭০ কিলোমিটার বেগের কালবৈশাখী। সোমবারের ঝড়ে বিমান চলাচল বিঘ্নিত হয়। কলকাতার আকাশে আটকে পড়ে ১২টি বিমান। বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেনও।
|
কালবৈশাখীর জেরে পৌনে রাত আটটা নাগাদ কবি সুভাষ স্টেশনের আপ লাইনে গাছ পড়ে যায়। ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে মেট্রো বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে উপচে পড়ে মানুষের ভিড়। রাত ন’টা নাগাদ ফের স্বাভাবিক হয় পরিষেবা। দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় গাছ পড়ে যানজট হয়। মনোহরপুকুর রোড, লাউডন স্ট্রিট, লেক কালীবাড়ি, হাজরা রোড, সল্টলেক, বাইপাস, মুকুন্দপুর-সহ বহু জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। গড়িয়াহাট উড়ালপুলে সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। এ দিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান, সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে বিমানবন্দরে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেই গতিবেগ অনেকক্ষণ ধরে স্থায়ী হয়।
|
প্রোমোটারদের একটি গোষ্ঠীর উপরে বিরুদ্ধ গোষ্ঠী হামলা চালাতে পারে, এই আশঙ্কাতেই মেটিয়াবুরুজের মসজিদতলা লোহাগলির একটি বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ। রবিবার ওই বোমা ফেটে মারা যান এক মহিলা-সহ দু’জন। পুলিশ জানায়, স্থানীয় কয়েক জন প্রোমোটার অংশীদারি ব্যবসা করেন। পুলিশের অনুমান, তাঁরা ওই বাড়ির একতলায় কয়েকটি বোমা মজুত করেন। পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং ওই প্রোমোটারদের ম্যানেজারকে সোমবার গ্রেফতার করেছে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “শেখ জাহিদুর নামে ওই ম্যানেজারকে গ্রেফতার করে জেরা শুরু হয়েছে। খোঁজ চলছে তিন প্রোমোটারের।” তিনি জানান, প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে অনুমান, ওই অফিস ঘরে ৫-৬টি বোমা রাখা ছিল। |