টুকরো খবর
ভোডাফোন বিতর্কে প্রণবের সঙ্গে কথা চায় বিদেশি বণিকসভা
ভোডাফোন বিতর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা চায় দু’টি আন্তর্জাতিক বণিকসভা। একটি ইন্টার- ন্যাশনাল চেম্বার অফ কমার্স ও অপরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয় সংক্রান্ত সংগঠন ওইসিডি-র বাণিজ্য শাখা। এ নিয়ে তারা চিঠি লিখেছে প্রণববাবুকে। বাজেটে আয়কর আইনের সংশোধনী প্রস্তাব অনুসারে ভারতে ব্যবসার যোগসূত্র থাকলে, ভারতীয়, অনাবাসী বা বিদেশি সবাই উৎসে কর কাটিয়ে তা এ দেশে জমা দিতে বাধ্য হবেন। লেনদেন বিদেশের মাটিতে হলেও করের আওতায় আসবেন তিনি। সংশোধনী কার্যকর ধরা হবে ১৯৬২-র ১ এপ্রিল থেকে। ২০০৭-এ হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার প্রায় ১,১০০ কোটি ডলারে হাতে নেয় ব্রিটিশ বহুজাতিক ভোডাফোন। কিন্তু বিদেশে চুক্তি সই করার কারণ দেখিয়ে ভারতে কর জমা দেয়নি তারা। প্রণববাবু আগেই বলেছেন, পুরনো মামলা নতুন করে শুরু করাহবে না। তা সত্ত্বেও আলোচনার মাধ্যমে বিতর্কের ইতি টানতে চায় ভোডাফোন।

পড়ুয়াদের জন্য
বাজারে ৭ ইঞ্চি স্ক্রিনের নয়া ট্যাবলেট কম্পিউটার ‘ফানবুক’ আনল মোবাইল নির্মাতা মাইক্রোম্যাক্স। তাদের দাবি, মূলত পড়ুয়াদের জন্যই অ্যানড্রয়েড আইস-ক্রিম স্যান্ডউইচ প্রযুক্তি চালিত ট্যাবলেটটি এনেছে সংস্থা। ট্যাবলেটটিতে এভারন, পিয়ারসন বা বৃতি-র মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে ডিগ্রি পাঠ্যক্রম পর্যন্ত বিভিন্ন বোর্ডের নানা বিষয়ে তথ্য পাওয়া যাবে। মিলবে টাটা ফোটন প্লাস সংযোগ। প্রথম দু’মাসে যার মাধ্যমে অতিরিক্ত ১ জিবি তথ্য ডাউনলোড করা যাবে। এতে ৪ জিবি মেমরি রয়েছে, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। দাম ৬,৪৯৯ টাকা।

ব্যাঙ্কের নয়া শাখা
দিল্লির মডেল টাউনে নয়া শাখা খুলল এলাহাবাদ ব্যাঙ্ক। এটি সারা দেশে ব্যাঙ্কের ২৫০০ তম শাখা। আর দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলে তা দাঁড়াল ৯৮-এ। বাংলাদেশ ও হংকঙে শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন নিয়োগ
বো শিন সেও ভারতে হুন্ডাইয়ের নতুন এমডি হয়েছেন। রাকেশ শ্রীবাস্তব ভাইস প্রেসিডেন্ট (বিপণন) হয়েছেন।
অনন্ত গোয়েন্কা সিয়াটের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন।
অনুপ ভার্গব ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের এমডি হলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.