বিশ্বভারতীর সমাবর্তন হবে আগামী ২৭ এপ্রিল। আম্রকুঞ্জে ওই অনুষ্ঠান আয়োজিত হবে। সমাবর্তনে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তবে বিশ্বভারতীর প্রধান হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল এম কে নারায়ণন। সোমবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।
|
মৃত্যু হল দুর্ঘটনায় জখম এক তরুণের। পুলিশ জানায়, মৃতের নাম শেখ কুরবান (১৭)। বাড়ি রাজনগরের জয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ তার এক আত্মীয়ের বিয়েতে খয়রাশোলে গিয়েছিল। সেই বিয়েবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে মিনি ট্রাকের ডালায় চড়ে রবিবার বিকেলে গ্রামে ফিরছিল। ওই ট্রাক জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের গেটে ধাক্কা মারে। তখন গুরুতর জখম অবস্থায় ওই তরুণকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার সকাল ১০টা নাগাদ কলকাতায় তার মৃত্যু হয়।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম রূপেন মাল (২৭)। বাড়ি মুরারই থানার গুসকিরা গ্রামে। গত ৪ এপ্রিল রামপুরহাট হাসপাতালে ওই যুবককে মারাত্মক জখম অবস্থায় ভর্তি করানো হয়েছিল। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ এপ্রিল তাঁকে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় দু’দিন পরে তাঁকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
|
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি-সহ ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কেনার দাবি জানাল রামপুরহাট ১ নম্বর ব্লকের অগ্রগামী কৃষাণ সভার সদস্যেরা। সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সনৎকুমার ভাণ্ডারীর নেতৃত্বে ১৩ দফা দাবির সমর্থনে রামপুরহাট ১ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা। বিডিও শান্তিরাম গড়াই বলেন, “দাবিগুলির অধিকাংশ ক্ষেত্রেই সরকারি নির্দেশ মেনেই কাজ চলছে। তবে তাঁদের কিছু দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায়, মৃতার নাম ইতি রায় (৩৮)। মল্লারপুর এলাকায় তাঁর বাড়ি। সোমবার তিনি রাজগ্রাম থেকে মল্লারপুরে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে রেলপুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। |