পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন রামপুরহাট ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর ইস্তফাপত্র জমা পড়ে। গত ২৬ মার্চ উপ-পুরপ্রধানের ‘উদ্ধত’ আচরণের প্রতিবাদ না করার অভিযোগ তুলে নির্মলবাবুর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তিন নির্দল কাউন্সিলর, দুই বিজেপি কাউন্সিলর, এক ফব কাউন্সিলর। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কাউন্সিলরের কথায়, “যদি ভোটাভুটি হত, তা হলে ১৭ সদস্যের রামপুরহাট পুরসভায় ১৫-২ ফলে পুরপ্রধান অপসারিত হতেন। কারণ এখানে দলগত অবস্থান- তৃণমূল ৭, নির্দল ৩, কংগ্রেস ২, সিপিএম ২, ফব ১টি আসন পায়।” |
তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “পদ থেকে নির্মলবাবু ইস্তফা দেওয়ায় যাঁরা অনাস্থা এনেছিলেন তাঁদের চক্রান্ত কার্যত ব্যর্থ হয়েছে।” আশিসবাবু আরও বলেন, “দলের মধ্যে কিছু ক্ষোভ-বিক্ষোভ ছিল, আলোচনার মাধ্যমে মেটানো হয়েছে। দল যা ভাল ভেবেছে সেই নির্দেশ মতো পুরপ্রধানকে ইস্তফা দিতে বলা হয়েছে। নির্মলবাবুও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন।” পুরপ্রধান নির্মলবাবু অবশ্য বলেন, “ব্যক্তিগত কারণে আমি ইস্তফা দিয়েছি।” প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বোলপুরে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উপস্থিতিতে দলের সাত কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পুরপ্রধান কে হবেন সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। |