টুকরো খবর
জল না মেলায় ক্ষোভ পুরসভায়
বাঁ দিকে, জলের দাবিতে অবরোধ আসানসোলের রেলপাড় এলাকায়।
ডান দিকে, পানীয় জলেই ধুলো ওড়া রোখার চেষ্টা কল্যাণপুরে। ছবি: শৈলেন সরকার।
গরম পড়তেই শুরু হয়েছে পানীয় জলের অভাব। নিয়মিত সাফাই হয় না নিকাশি। রেশন দোকানগুলিতে মেলে না কেরোসিন। এমনই অভিযোগে আসানসোলের ১৯ নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা সোমবার পুরসভায় বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে। বাসিন্দাদের বহু দূর থেকে জল আনতে হচ্ছে। বেহাল নিকাশিও। বিপিএল তালিকায় প্রকৃত গরিবদের নাম নেই। এলাকার রেশন দোকানগুলি থেকে নিয়মিত কেরোসিন মেলে না। তাঁদের দাবি, অবিলম্বে এই সমস্যাগুলির সমাধান করতে হবে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, জলসঙ্কটের অভিযোগে এ দিন পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কে টি রোড অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও বাসিন্দারা রাজি হননি। সন্ধের দিকে অবরোধ উঠে যায়।

বিদ্যুৎ বিভ্রাট রানিগঞ্জে
বিদ্যুৎ সরবরাহে ঘাটতির জেরে সাত ঘণ্টার বেশি সময় ধরে অন্ধকারে রইল রানিগঞ্জ শহর। রবিবার সন্ধ্যার ঘটনা। স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলি রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মিতেশ দাশগুপ্তের কাছে সহকারী ইঞ্জিনিয়ার ব্রততী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকায় না থাকার অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বিদ্যুৎ বিপর্যয়ের সময়ে ব্রততীদেবী ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। ব্রততীদেবী পাল্টা দাবি, “বিদ্যুৎ বণ্টন সংস্থার ২০ কিলোমিটারের মধ্যে সহকারী ইঞ্জিনিয়ারের থাকার কথা। আমি ওই সময়ে আসানসোলে ছিলাম। আসানসোল ২০ কিলোমিটারের মধ্যেই পড়ে। আমাদের কোনও যান্ত্রিক ত্রুটি না থাকায় আমি ঘটনাস্থলে যাইনি।” তিনি জানান, ডিপিএসসি বিদ্যুৎ সরবরাহ করে। এ দিন বিদ্যুৎ সরবরাহে ৪ মেগাওয়াট ঘাটতি থাকায় এমন বিপত্তি হয়েছে। ডিপিএসসিকে বিষয়টি দেখতে বলা হয়েছে। মিতেশবাবু জানান, বিধায়কের অভিযোগ পাওয়ার পরে তিনি ব্রততীদেবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

কম চাল দেওয়ার অভিযোগ রানিগঞ্জে
পরিমাণে কম চাল দেওয়া হচ্ছে এই অভিযোগে চাল বিলি বন্ধ রেখে বিক্ষোভ দেখাল তৃণমূল। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের কোড়াপাড়ায় একটি রেশন দোকানে। তৃণমূলের অভিযোগ, ৩০৫ জনকে ১৬ কেজি করে চাল দেওয়ার কথা হলেও এখন পর্যন্ত ২০ জনকে ১২ কেজি করে চাল দেওয়া হয়েছে। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র জানান, বিপিএল তালিকায় নাম নেই কিন্তু ওই স্তরে বসবাসকারী পরিবার পিছু ১৬ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “এক ডিলার ১২ কেজি করে চাল দিচ্ছেন বলে শুনেছি। যাঁদের কম চাল দেওয়া হয়েছে, আগামিকাল তাঁদের বাকি চালও দিতে হবে।” যদিও কম পরিমাণে চাল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার এস চক্রবর্তী। তিনি বলেন, “ওঁরা কী বলতে চাইছেন বুঝতে পারছি না।”

ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ বণিকসভার
উন্নতি, বাজার এলাকায় পার্কিং সমস্যার সমাধান চেয়ে সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আসানসোল বণিকসভা একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি সুব্রত দত্ত জানান, বাজার এলাকায় যত্রতত্র গাড়ি দাঁড় করানোর জন্য কেনা বেচায় অসুবিধা হচ্ছে। পাশাপাশি বাজার এলাকায় প্রবল যানজট হচ্ছে। ব্যবসার স্বার্থেই এলাকার এই দু’টি সমস্যার সমাধান চেয়েছেন তাঁরা। আসানসোলের পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, পুলিশ এই সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা নিয়েছে।

বেতন সমস্যা মিটল
বেতন নিয়ে সমস্যা মিটতে চলেছে বারাবনি ব্লকের পানুড়িয়া পঞ্চায়েতের কর্মীদের। বারাবনির বিডিও জুলফিকার হাসান জানিয়েছেন, কর্মীদের কাজ নিয়ে অসন্তুষ্ট প্রধান সই না করায় গত আট দিন ধরে বেতন পাচ্ছিলেন না কর্মীরা। সমস্যা সমাধানের জন্য সোমবার বিডিও পঞ্চায়েত প্রধান ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিডিও জুলফিকার হাসান বলেন, “সমস্যা মিটে গিয়েছে। মঙ্গলবারই বেতন দেওয়া হবে কর্মীদের।”

স্বাস্থ্যবিমার দাবি
পরিচিতিপত্র, স্বাস্থ্যবিমা-সহ অন্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে সোমবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেয় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁরা এই দাবি জানালেও কোনও ফল মিলছে না। মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাসের ছাদে পণ্য পরিবহণ, অভিযান
যাত্রিবাহী বাসের ছাদে পণ্য পরিবহণ আটকাতে সোমবার আসানসোল-দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালাল পুলিশ। প্রায় দশটি দূরপাল্লার বাস দাঁড় করিয়ে ছাদ থেকে পণ্য নামিয়ে দেওয়া হয়েছে বলে জানান কমিশনারেটের এডিসিপি (ট্রাফিক) ভাস্কর মুখোপাধ্যায়। তিনি জানান, যাত্রিবাহী বাসে পণ্য পরিবহণ করার জন্য যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তা রুখতেই এই অভিযান শুরু করেছে পুলিশ।

‘পক্ষপাত’, বিক্ষোভ
জমির বিনিময়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে ইসিএল পক্ষপাতিত্ব করছে এই অভিযোগে সোমবার ঝাঁঝড়া কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জামগড়া ও চক লাউদোহা মৌজার প্রায় ৩৯৪ একর জমির মালিকদের চাকরি দেওয়া হয়নি। সেখানে অন্য এলাকার জমি মালিকদের চাকরি দিয়েছে ইসিএল। প্রতিবাদে এ দিন তাঁরা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাজি আটক, ধৃত ২
লক্ষাধিক টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। অবৈধ ভাবে বাজি রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সোমবার দুপুরে আসানসোলের মুন্সিবাজার এলাকার ঘটনা। আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ শব্দবাজিগুলি বাজেয়াপ্ত করে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার পানাগড় স্টেশনের ঘটনা। রেল পুলিশ এখনও মৃতের নাম ও পরিচয় জানতে পারেনি। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশের ধারণা।

আলোচনাসভা
এক বছর পর্যন্ত শিশুদের খাদ্য পরিচর্যা বিষয়ক আলোচনা শিবির আয়োজিত হল আসানসোল রবীন্দ্রভবনে। বক্তৃতা করেন জাতীয় মাতৃদুগ্ধ পান ও শিশু খাদ্য নিগমের প্রশিক্ষক কমলেন্দু চক্রবর্তী, শিশু বিশেষজ্ঞ বিবেক রায়। এই শিবিরের উপদেষ্টা প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় জানান, সামাজিক বিকাশে জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্যই তাঁরা এই কর্মসূচী নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.