|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
|
মেষ: বাক্যালাপে অসতর্কতার জন্য স্বজনমহলে ভুল বোঝাবুঝির আশঙ্কা। শেয়ারে
আপাতত বাড়তি লগ্নি না-করাই ভাল। রহস্যবিদ্যার অনুশীলনে ব্যুৎপত্তি। |
|
|
|
বৃষ: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সম্পত্তি-বিবাদে
আত্মীয়স্বজনের ব্যবহারে মানহানি। বেদ-পুরাণের চর্চায় আত্মিক অগ্রগতি। |
|
|
|
মিথুন: প্রতিদ্বন্দ্বীর কূট চালে ব্যবসা হঠাৎ নিম্নমুখী হওয়ায় বিপত্তি। অন্যের উপকার
করেও স্বীকৃতি না-পাওয়ায় খেদ। গুরুজনের স্বাস্থ্যহানিতে বহু ব্যয়। |
|
|
|
কর্কট: কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় পদোন্নতি বিলম্বিত হওয়ায় হতাশা। দুর্ঘটনায় পড়ে
গিয়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে। সন্তানের মতিগতি ও আচরণে অশান্তি বৃদ্ধি। |
|
|
|
সিংহ: কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা। নতুন গৃহ নির্মাণের
সূচনায় হঠাৎ ব্যাঘাত আসতে পারে। রক্তচাপের হেরফেরে নানা শারীরিক দুর্বলতা। |
|
|
|
কন্যা: বাক্সংযমের অভাবে কর্মস্থলে বিপদ ঘনিয়ে আসতে পারে। প্রিয়জনের
হীনস্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। |
|
|
|
তুলা: সমস্যার মধ্য দিয়ে কর্মোন্নতির সুযোগ মিলতে পারে। তৃতীয় কাউকে
ঘিরে দাম্পত্য অশান্তি। জ্যোতিষ ও রহস্যবিদ্যার অনুশীলনে ব্যুৎপত্তি। |
|
|
|
বৃশ্চিক: প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা। উন্নতি ব্যাহত হতে পারে।
বিষয়সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। |
|
|
|
ধনু: কর্মে সংস্থা পরিবর্তনের চেষ্টায় সাফল্যের যোগ। গুপ্তশত্রুতায় ক্ষতির আশঙ্কা।
আত্মীয়স্বজনের বাগড়ায় কাজকর্ম ব্যাহত হতে পারে। |
|
|
|
মকর: প্রতিদ্বন্দ্বীর কলকাঠিতে ব্যবসা সম্প্রসারণে বাধা। ফাটকা বা
লটারিতে প্রাপ্তিযোগ। শিল্পচর্চায় কৃতিত্বের স্বীকৃতি মিলতে পারে। |
|
|
|
কুম্ভ: স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত উপার্জন বৃদ্ধি। শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দেওয়া
যেতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। |
|
|
|
মীন: মৌলিক চিন্তাধারার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে
পরিবারে মতানৈক্য। আধ্যাত্মিক বিকাশের আশায় তীর্থযাত্রার পরিকল্পনা। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|