উচ্ছেদের ঘোষণায় আতঙ্ক বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পুনর্বাসনের দাবিতে সরব হলেন বালুরঘাটের কালেক্টরেট ঘাটপাড়া কলোনির ১৮টি পরিবার। প্রথম দফায় আগামী সোমবারের মধ্যে ৪টি পরিবারকে ওই জায়গা থেকে উচ্ছেদ করা হবে বলে শুক্রবার প্রচার করেছে পূর্ত দফতর। প্রশাসন থেকে সংখ্যালঘু উন্নয়ন দফতরের ভবন তৈরির জন্য ওই সরকারি জায়গা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র তিনদিনের সময় দিয়ে উচ্ছেদের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ওই কলোনির প্রায় ৫০ বছরের পুরনো বাসিন্দারা। তাঁদের বক্তব্য, “পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ ঘরবাড়ি ভাঙলে আমরা কোথায় যাব?” জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “সরকারি জমি থেকে কলোনির বাসিন্দাদের সরে যেতেই হবে। সেখানে সংখ্যালঘু উন্নয়ন দফতরের ভবন তৈরি হবে। পুনর্বাসনের কোনও দায়িত্ব প্রশাসনের নেই।” প্রথম পর্যায়ে উচ্ছেদের মুখে পড়া বিধবা সবিতা কামেত বলেন, “স্বামী জেলাশাসকের দফতরে মালির কাজ করতেন। সেই সুবাদে দীর্ঘ প্রায় আড়াই যুগ ধরে ছেলেমেয়ে নিয়ে আমরা এখানে বাস করছি। পুনর্বাসনের ব্যবস্থা না হলে কোথায় যাব?” আশা কামেত, রামকৃষ্ণ কামেত ও মনোজ ঋষিরা জানান, ২০১০ সালে জমির পাট্টা চেয়ে ভূমি রাজস্ব দফতরে আবেদন করা হয়। আশ্বাস পেলেও পাট্টা মেলেনি। |
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে কোচবিহারে আন্দোলনে নেমেছে যুব কংগ্রেস। শনিবার সংগঠনের কর্মীরা নিগমের সদর দফতরে বিক্ষোভ দেখান। পরে নিগমের ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে পরিবহণমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “ম্যানেজিং ডিরেক্টর স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। এ জন্য যাদের অসুবিধা হচ্ছে তাঁরা ওই প্রশাসনিক কর্তাকে সরানোর চেষ্টা করছে। চেয়ারম্যানের মদত ছাড়া এটা সম্ভব নয়। নিগমের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে লাগাতার আন্দোলন চলবে।” উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ নিয়ে মুখ খোলেননি। তিনি বলেন, “সংস্থার কাজকর্ম নিয়ে বাইরে কে কোথায় কী বলছে তা নিয়ে কিছু বলব না।” যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নিগমের প্রশাসনিক কাজে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা শুরু হয়েছে। সংস্থার চেয়ারম্যান ওই কাজে যুক্ত। সম্প্রতি নিগমের ম্যানেজিং ডিরেক্টর কয়েকজন কর্মী ও আধিকারিকদের বদলির নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ স্থগিত রাখার জন্য চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দেওয়ায় বিতর্ক শুরু হয়। |
স্কুলের দাবি, ঘেরাও
নিজস্ব সংবাদাতা • শামুকতলা |
জাতীয় সড়ক তৈরির জন্য স্কুলবাড়ি-সহ আড়াই বিঘা জমি অধিগ্রহণ হয়েছিল। তার পরে ৬ বছর পেরিয়ে গেলেও নতুন শামুকতলার ধারসি চৌপথী চেপানি-২ প্রাথমিক স্কুলের ভবন তৈরি তো দূরে থাক, জমিই কেনা হয়নি। ফলে জাতীয় সড়ক লাগোয়া পুরানো জমির ছোট্ট একটি ঘরে স্কুল চলছে। প্রতিবাদে শনিবার আলিপুরদুয়ারের স্কুল পরিদর্শক পার্থসারথি রায়কে দুপুর ১২টা থেকে টানা ছয় ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অথচ স্কুলের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জাতীয় সড়ক কর্তৃপক্ষ জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষকে ১৩ লক্ষ টাকা দেন। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উৎপল বিশ্বাস বলেন, “বিষয়টি জানা নেই।” |
টিভি দেখার মাসুল, ফাঁসে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গলায় মাফলারের ফাঁস লেগে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রায়গঞ্জের চৌধুরীপাড়া এলাকার ঘটনা। আকাশ তালুকদার (১০) স্থানীয় বড়ুয়া প্রাথমিক স্কুলে পড়ত। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এ দিন স্কুলে যাওয়ার আগে বাড়ির চালের খুঁটিতে মাফলার পেঁচিয়ে খেলছিল আকাশ। কিন্তু গলায় ফাঁস লাগল কী করে? আকাশের কাকা গৌরাঙ্গবাবু বলেন, “টিভিতে বিভিন্ন দৃশ্য দেখে বিভিন্ন চরিত্রের অনুকরণও করত। এ দিন কোনও চরিত্রের অনুকরণ করতে গিয়েই গলায় মাফলার জড়িয়ে ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।” |
ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। শনিবার বালুরঘাটের বিজয়শ্রীর বেলঘরিয়ার ঘটনা। পুলিশ জানায়, অভিযুক্ত নিরঞ্জন সরকার পলাতক। ওই বধূর অভিযোগ, “স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রায়ই ভাসুর কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ দিন সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে স্বামী মাঠে গেলে ভাসুর ঘরে ঢুকে অত্যাচার চালান।” |