বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ‘বার্ধক্যে স্বাস্থ্য’ বিষয়ক সচেতনতা র্যালি হল শনিবার। শিলিগুড়ি মহকুমা জেলা স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ওই র্যালিতে যোগ দেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। এ ছাড়া ছিলেন জেলা স্বাস্থ্য দফতর, এসজেডিএ’র কর্মী আধিকারিকদের একাংশ, শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবের প্রতিনিধি এবং পড়ুয়াদের একাংশ। রুদ্রবাবু বলেন, “বয়স্ক বাসিন্দাদের স্বাস্থ্য ঠিক রাখার উপরেই এ বার প্রচারে জোর দেওয়া হয়েছে। কোনও পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।”
|
বিশ্ব-স্বাস্থ্য দিবসে স্বাস্থ্য সচেতনতা শিবির ও নিখরচায় চোখ পরীক্ষার আয়োজন করল ইন্ডিয়ান মেডিক্যাল আ্যাসোসিয়েশন। শনিবার রায়গঞ্জ পুরসভার সহযোগিতায় পুরসভার মাতৃসদন ভবনে চিকিৎসার ব্যবস্থা হয়। শহরের ২৫টি ওয়ার্ডের ১১০ জন প্রবীণ বাসিন্দার চোখ পরীক্ষা হয়। শহরের অন্তত তিনশো বাসিন্দাকে নিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবিরও হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃস্থদের পরিষেবা দিতে এখন থেকে বছরভর সংগঠনের তরফে শিবির হবে। |