মালগাড়ি উল্টে ব্যাহত রেল চলাচল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট স্টেশনের কাছে মালগাড়ির তিনটি বগি উল্টে সাহেবগঞ্জ-বর্ধমান আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হল। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কয়লাভর্তি ওই মালগাড়ির একটি বগি উল্টে যায়। অন্য দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এর জেরে আপ লাইনে উত্তরবঙ্গগামী ও ঝাড়খণ্ড-বিহারগামী এক্সপ্রেসগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। এদের মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে যায় আমোদপুরে। রামপুরহাট স্টেশন ম্যানেজার আনন্দ মুখোপাধ্যায় বলেন, “রিকভারি ভ্যান এনে বিপর্যয় মোকাবিলার চেষ্টা চলছে। মালগাড়ির বগিগুলি লাইনে তোলা হলে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
বাঁকুড়ার হিড়বাঁধ থানার নতুন ভবনের দ্বারোদঘাটন হল শনিবার। ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, বাঁকুড়া জেলা পুলিশ সুপার প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রজা প্রমুখ। |