পাশের বাড়িতে মুরগি ঢুকে পড়া নিয়ে বিবাদের জেরে এক মাঝবয়সী ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামের মাঠপাড়ায় ঘটনাটি ঘটে। রাতেই পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। শনিবার দুপুরে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের নাম শেখ শাহজাহান (৪০)। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই ওই খুন। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শেখ সামসুল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, ধৃতের ছেলে জিয়ারুলও এই খুনে অভিযুক্ত। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শাহজাহানের পোষা মুরগি তাঁর পড়শি বসির শেখ, জিয়ারুল শেখ ও জাকির শেখদের বাড়িতে ঢুকে উৎপাত করে। এ নিয়ে দু’তরফের মহিলাদের মধ্যে বচসা হয়। নিহতের ছেলে আনারুল শেখের অভিযোগ, “ওই নিয়ে দু’দিন ধরে গোলমাল চলছিল। শুক্রবার রাতে পাঁচ জন লাঠিসোঁটা নিয়ে পাঁচিল টপকে আমাদের বাড়িতে ঢোকে। আমার তিন বোন বারান্দায় শুয়ে ছিল। তাদের উত্ত্যক্ত করা হয়। বাবা ঘর থেকে বেরিয়ে বাধা দিতে যান। ওরা বাবাকে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে গেলে আমাদেরও ওরা খুন করার হুমকি দেওয়া হয়।”
আনারুলের দাবি, হামলাকারীরা এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত। তাই পড়শিরাও ভয়ে শাহজাহানকে বাঁচাতে এগিয়ে আসেননি। পরে আনারুল বেরিয়ে দেখেন, দরজার বাইরে তাঁরা বাবার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। শাহজাহান কংগ্রেস সমর্থক বলে এলাকায় পরিচিত ছিলেন। লাভপুরের ব্লক কংগ্রেস সভানেত্রী রত্না সেন বলেন, “উনি আমাদের দলের সমর্থক। তবে পারিবারিক বিবাদের জেরেই ওঁকে খুন করা হয়েছে বলে শুনেছি।”
|