টুকরো খবর
দুই দেশের সীমান্তরক্ষীর ভলির লড়াই
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভলিবল খেলা ঘিরে আনন্দে মাতল ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। শনিবার বিকেলে হলদিবাড়ির হুদুমডাঙা সীমান্তে রাধাবাড়ির বিএসএফ এবং বাংলাদেশের রংপুর বর্ডার গার্ডের মধ্যে ওই প্রীতি ম্যাচ হয়। বিএসএফ ২৫-১৬ এবং ২৫-১৫ পয়েন্টে বর্ডারগার্ড বাংলাদেশকে পরাজিত করে। ভারতের হুদুমডাঙা, সিঞ্জারহাট, ফিরিঙ্গিরডাঙা, হেমকুমারি, খালপাড়ার লোক যেমন ভিড় করেছিলেন তেমনই ছিলেন বাংলাদেশের বানিয়াপাড়া, সরকারপাড়া, ডাঙাপাড়া এবং ভোগাডাবুরি গ্রামের বাসিন্দারা। ভিড় সামলাতে দুইপারের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হিমসিম খেতে হয়। বিএসএফের কমাডেন্ট এসপি আনন্দ বলেন, “সীমান্তের বাসিন্দা এবং বাহিনীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজার রাখার জন্যই এই খেলার আয়োজন।” বাংলাদেশ বর্ডার গার্ডের কমান্ডেন্ট আনিসুর রহমান বলেন, “দুই পারের ভাষা সংস্কৃতি সব কিছু এক। মাঝে শুধু একটি কাঁটাতারের বেড়া। এই ধরনের খেলা, অনুষ্ঠান হলে পরিবেশ খুবই ভাল থাকে।”

লি-দের হারে অবনমন ভারতের
এশিয়া ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান ডেভিস কাপের সিঙ্গলসে জোড়া ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই ডাবলসেও বড় ধাক্কা ভারতের। ডেভিস কাপ টাইয়ে উজবেকিস্তানের কাছে হেরে গেলেন লিয়েন্ডার পেজ-রোহন বোপান্না জুটি। ৬(৪)-৭, ৪-৬, ৬-৩, ৩-৬ সেটে। এই হারের ধাক্কায় গ্রুপ ওয়ান থেকে গ্রুপ টুয়ে নেমে গেল ভারত। টাইয়ে ফেরার ব্যাপারে লি-বোপান্না জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত। কিন্তু শনিবার ডেনিস ইস্তোমিন-ফারুখ দুস্তভ জুটির কাছে হারের পরে সব আশা শেষ হয়ে গেল। লিয়েন্ডারদের হারে ফিরতি লেগে রবিবার ভারতের সিঙ্গলস ম্যাচগুলো এখন স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ হয়ে গেল।

শ্রীলঙ্কাকে হারিয়ে একেই ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে আইসিসি ক্রমপর্যায়ে এক নম্বর জায়গাটা ধরে রাখল ইংল্যান্ড। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও ১-১ ড্র রইল। শনিবার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৯৪। দলের শূন্য রানে স্ট্রসের উইকেট হারালেও আট উইকেটে জিতে যায় ইংল্যান্ড। অ্যালাস্টেয়ার কুক (৪৯) এবং কেভিন পিটারসেনের (৪২) দাপটে। পিটার সেন টি-টোয়েন্টির মেজাজে রানটি করেন মাত্র ২৮ বলে। তার আগে শ্রীলঙ্কাকে ২৭৮-এ বেঁধে রাখতে বড় ভূমিকা নেন ইংল্যান্ডের অফস্পিনার গ্রেম সোয়ান (৬-১০৬)। শ্রীলঙ্কার মাটিতে ২০০০-০১ মরসুমের পর এই প্রথম টেস্ট জিতল ইংল্যান্ড।

ইস্টবেঙ্গলের সামনে আইএফএ
দেশপ্রিয় পার্কে স্বামী বিবেকানন্দ যুব কাপের ফাইনালে রবিবার ইস্টবেঙ্গলের মুখোমুখি আইএফএ অ্যাকাডেমি। শনিবার শেষ চারে ইস্টবেঙ্গল টাইব্রেকারে ৫-৪ হারাল সাদার্ন সমিতিকে। অন্য সেমিফাইনালে আইএফএ অ্যাকাডেমি ১-০ হারিয়েছে এরিয়ানকে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মোহনবাগান শুক্রবার প্রথম ম্যাচে এরিয়ানের কাছে হেরেই বিদায় নিয়েছিল।

জয়ী শুভজিৎ, দিব্যা
এশিয়া কাপ টিটি-র দ্বিতীয় রাউন্ডে উঠলেন শুভজিৎ সাহা ও দিব্যা দেশপাণ্ডে। বিশ্বের ২৫৯ নম্বরে থাকা শুভজিৎ ৩-২ হারালেন হংকংয়ের জিয়াং টিয়ান ই-কে (১৮)। অন্য দিকে, দিব্যা ৩-১ হারালেন মালয়েশিয়ার বেহ লি ওয়েইকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.