শাস্তির ভয়, কড়া পাহারা, পশুপ্রেমে উদ্বুদ্ধ করার প্রচার সবই জলে গেল। অসমে ফের গণপিটুনিতে মারা পড়ল বনের চিতাবাঘ। তার মাংসও খেলেন গ্রামবাসীরা। আজ সকালে এই ঘটনা ঘটেছে গোলাঘাট জেলার দেরগাঁওয়ে। বনবিভাগ ও পুলিশ সূত্রে খবর, কাল রাতেই চিতাবাঘটি লামচাপোড়ি এলাকায় চলে এসেছিল। আজ সকালে বাঁশগুড়ি গ্রামের বাসিন্দা মুলাই পেগু জঙ্গলে প্রাতঃকৃত্য করার সময় চিতাবাঘটি তাঁকে আক্রমণ করে। জখম মুলাইকে উদ্ধার করেন মৎস্যজীবীরা। খবর পেয়ে বন কর্মীরা এসে জখম মিলাইকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা, বল্লম নিয়ে চিতাবাঘের সন্ধানে নেমেছেন। ভীত চিতাবাঘটি গাছে উঠলে বাঁশ পেটা করে তাকে নামানো হয়। তখন মাথায় চিতাবাঘ পড়ে জখম হন সুলাই তাঁতি নামে এক গ্রামবাসী। চিতাবাঘকে ফেলে শুরু হয় গণপিটুনি। বনরক্ষীদের আটকে রেখে আধ ঘণ্টার মধ্যেই চিতাবাঘটিকে মেরে, মাংস ভাগ করে ফিরে যান গ্রামবাসীরা। পুলিশ ও বন দফতরের বাহিনী এসে চিতাবাঘটির হাড়গোড় ছাড়া কিছুই পায়নি। বাঘখেকো গ্রামবাসীদের নামে এফআইআর করেছে বনবিভাগ।
|
হাতির হানায় জখম হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার রাতে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি গ্রামের ঘটনা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মোহন কেরকেট্টা নামে ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন্যপ্রাণ-৩ বিভাগের চিলাপাতার রেঞ্জার গোপাল সরকার বলেন, “মোহনবাবুর চিকিৎসার খরচ বন বিভাগ থেকে দেওয়া হবে।” মেন্দাবাড়ি পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নার্জিনারি জানান, এলাকায় প্রায় রাতেই বাইসন ও হাতি বার হচ্ছে। মোহনবাবু এ দিন আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় দাঁতালটির সামনে পড়ে যান।
|
গভীর রাতে গৃহস্থের গোয়াল থেকে গরু, মোষ চুরি করে পিকআপ ভ্যানে তুলে চম্পট দিচ্ছিল একদল দুষ্কৃতী। হঠাৎ গৃহস্থের ঘুম ভেঙে যাওয়ায় তা ভেস্তে গেল। দুষ্কৃতীরা পালিয়ে গেলেও গরু, মোষ-সহ পিকআপ ভ্যানটি ধরে ফেলেন বাসিন্দারা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার রসুলপুর গ্রামে। পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। |