টুকরো খবর |
কসরত বিপর্যয়ে স্টান্টম্যানের মৃত্যু নয়ডায়, জখম অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা • নয়ডা |
জীবনের ঝুঁকি নিয়ে সকলকে চমকে দেওয়াই ছিল তাঁর কাজ। আর তাতেই চলে গেল তাঁর প্রাণ। এক শপিং মলের উদ্ধোধনের অনুষ্ঠানে দুর্ঘটনায় মৃত্যু হল এক স্টান্টম্যানের। নাম শৈলেন্দ্র কুমার (২৫)। এ ছাড়া একই অনুষ্ঠানে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী সয়ালি ভগত। এক জিপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায়। গ্রেটার নয়ডার এ এম আর গ্রেট অ্যাডভেঞ্চার মলের উদ্ধোধনের অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছিলেন শৈলেন্দ্র। পেশায় তিনি বাঞ্জি জাম্পিংয়ের প্রশিক্ষক। আজ দুপুর দুটো নাগাদ মলের কাচের দেওয়াল ঘেঁষে দড়ি বেয়ে নামছিলেন শৈলেন্দ্র। সাত তলা পর্যন্ত নামার পর হঠাৎ ছিড়ে যায় দড়ি। নিমেষের মধ্যে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে আহত হন বলিউড অভিনেত্রী সয়ালি ভগৎ। তিনি একটি জিপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পরই উল্টে যায় সয়ালির জিপটি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর হাত ভেঙে গিয়েছে।
|
মুক্তির আশা পাওলোর, মেয়াদ বাড়ল হিকাকার
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
নতুন মোড় নিল ওড়িশার অপহরণ কাণ্ড। অপহৃত ইতালীয় পর্যটক পাওলো বোসুস্কোকে মুক্তি দিতে পারে মাওবাদীরা। অন্য দিকে অপহৃত বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির সময়সীমা এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত বাড়াল তারা। যদিও এর জন্য ২৩ জনের পাশাপাশি আরও পাঁচ জনের মুক্তির দাবি জানিয়েছে মাওবাদীরা। উল্লেখ্য বোসুস্কো ও হিকাকাকে মাওবাদীদের দু’টি পৃথক গোষ্ঠী অপহরণ করেছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব ইউ এন বেহেরা সাংবাদিকদের জানান, বোসুস্কোর মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলে তাঁরা বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। মাওবাদীদের দাবি মতো, দু’পক্ষ একটি যৌথ বিবৃতিতে সই করেছে। তিনি আরও বলেন মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডার দাবি মেনে ছ’জনের মধ্যে পাঁচ জনকে মুক্তি দেওয়া হবে। ফলে পট্টনায়ক সরকার ও পণ্ডার মধ্যে বরফ গলবে বলে মনে করা হচ্ছে। এ দিকে বিজেডি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তির ব্যাপারে বিশেষ কিছু না হওয়ায় চাষি মুলিয়া আদিবাসী সংঘের তরফে অপহৃত বিধায়ককে ইস্তফা দিয়ে প্রতিবাদ করার দাবি জানান হয়েছে।
|
‘গরিব’ সংজ্ঞার সমালোচকদের আক্রমণ রমেশের
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
গরিব-এর সংজ্ঞা নির্ধারণ প্রসঙ্গে সুরেশ তেন্ডুলকর কমিটির সমালোচনারত সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। বললেন, সমালোচনা যাঁরা করছেন, তাঁরা সচিন তেন্ডুলকর সম্পর্কে হয়তো জানেন, কিন্তু সুরেশ তেন্ডুলকর সম্পর্কে নয়। কাদের গরিব বলা যেতে পারে সে সম্পর্কে ২০০৫ সালে সুরেশ তেন্ডুলকর কমিটির প্রস্তাব গ্রহণ করে যোজনা কমিশন। দৈনিক খাদ্য, শিক্ষা ইত্যাদি কয়েকটি ক্ষেত্রে কত টাকা এক জন খরচ করেন তার ভিত্তিতে গরিব নির্ধারণ পদ্ধতি তৈরি করে দেয় সুরেশ তেন্ডুলকর কমিটি। তারই ভিত্তিতে ২০১১ সালে যোজনা কমিশন জানিয়েছে, শহরে যে মানুষ দৈনিক ৩২ টাকা এবং গ্রামে ২৬ টাকা খরচ খরচ করতে পারেন তাঁকে গরিব বলা যায় না। তাই তাঁরা বিপিএল প্রকল্পের সুবিধা পাবেন না। কমিশনের এই মানক অনুযায়ী গত ১০ বছরে দেশে গরিবের সংখ্যা অনেকটা কমেছে। কমিশনের এই মতের জন্য সংসদের ভিতরে ও বাইরে বার বার বাম, বিজেপি ও সমাজবাদী পার্টির সাংসদদের সমালোচনার মুখে পড়েছেন কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। আজ তাঁরই সমর্থনে দাঁড়ালেন জয়রাম।
|
আলফার প্রতিষ্ঠা দিবসে আগুন শোধনাগারে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংগ্রামপন্থী ও আলোচনাপন্থী, আলফার দুই গোষ্ঠীই আজ পালন করল সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠা দিবস। আলফার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অসম ও মেঘালয়ে চূড়ান্ত সতর্কতা জারি ছিল। তার মধ্যেও সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ হাইড্রোক্র্যাকার প্ল্যান্টে বিস্ফোরণে আগুন লাগে নুমালিগড় শোধনাগারে। পরেশপন্থী আলফার দাবি, ঘটনাটি তারাই ঘটিয়েছে। আলফার প্রচার বিভাগের সদস্য জয় অসম জানান, দুলিয়াজান ও নুনমাটির মতো, নুমালিগড়েও চৌম্বকীয় যন্ত্র ব্যবহার করেছে আলফা। নুমালিগড়, বরপথার, গোলাঘাট থেকে দমকলবাহিনী আগুন নেভাবার চেষ্টা চালাচ্ছে। নুমালিগড় তৈল শোধনাগারের মুখপাত্র মধুছন্দা অধিকারী অবশ্য বলেন, “কী ভাবে বিস্ফোরণ হল তা এখনও নিশ্চিত নয়। আপাতত আগুন নেভানোই প্রধান কাজ। হতাহতের খবর নেই। এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।” নমনি অসমে বাক্সার তামুলপুরে একটি শক্তিশালী বোমাও উদ্ধার করে এসএসবি। নলবাড়ির ঘোঘরাপাড়ে পুলিশ আলফার একটি শিবির থেকে উদ্ধার করে অস্ত্র ও নথিপত্র।
|
চার দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ফ্রেজারগঞ্জ |
ডাকাতি করে পালানোর সময় জঙ্গল থেকে চার দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ এবং গ্রামবাসী। উদ্ধার হয়েছে লুঠ হওয়া টাকা ও গয়না। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পাতিবুনিয়া জঙ্গলে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ আলম, শেখ লাল্টু, শেখ জাহাঙ্গির এবং পচা শেখ। প্রথম দু’জনের বাড়ি নোদাখালিতে। জাহাঙ্গির উস্তি এবং পচা কাকদ্বীপের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অশোক মাঝির বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। শেষে বাড়ির লোকেদের ঘরে আটকে রেখে পালায়। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে অশোকবাবুদের চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। বিকেলে চার জন ধরা পড়ে।
|
দুর্ঘটনার বলি ৮ পুণ্যার্থী-সহ ৯
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিন রাজ্যে পথ দুর্ঘটনার বলি হলেন আজ আট পুণ্যার্থী-সহ ন’জন। তীর্থ যাত্রায় যাওয়ার পথে যাত্রী-বোঝাই এক ট্রাকের সঙ্গে ট্রলির ধাক্কায় মৃত্যু হল পাঁচ মহিলার। এঁরা সকলেই হিসারের মিল গেট অঞ্চলের বাসিন্দা। ট্রলির একটি অংশ আচমকাই বাইরে বেরিয়ে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। সিরসা-দিল্লি জাতীয় সড়কে বড়োপাল গ্রামের কাছে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত আরও ২৫। তীর্থযাত্রী-বোঝাই আর একটি বাস উল্টে গিয়েছে পঞ্জাবের দসুয়ার কাছে। যাত্রীরা দিল্লি থেকে বৈষ্ণোদেবী যাচ্ছিলেন। মারা গিয়েছেন তিন যাত্রী, আহত আরও আঠারো। সামনের দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে যায় বাসটি।
|
পণে ‘মুক্তি’ আদায়, গ্রেফতার ২ বনকর্তা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
‘সন্দেহজনক’ উপায়ে কার্বি আংলংয়ে জঙ্গি কবল থেকে দুই বন অফিসারের ‘মুক্তি’ ঘিরে রীতিমতো নাটকের সৃষ্টি হয়েছে। কাল ধরা পড়া দুই কেপিএলটি জঙ্গির কাছ থেকে উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা। জেরায় তারা কবুল করে, মার্চের গোড়ায় অপহৃত মুখ্য বনপাল অভিজিৎ রাহা ও রেঞ্জার রঞ্জন বরুয়াকে ছেড়ে দেওয়ার ‘বিনিময়ে’ই বন বিভাগের কাছ থেকে এই টাকা নিয়েছিল তারা। এ কথা জানার পরই পুলিশ আজ গ্রেফতার করে রেঞ্জার রঞ্জন বরুয়া ও বন বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি ভূপেন্দ্রনাথ নার্জারিকে।
|
যাত্রী সুরক্ষায় জোর রেলবোর্ড কর্তার
নিজস্ব সংবাদদাতা |
যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের উপর আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিলেন রেলবোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল। শনিবার কলকাতায় এসে মিত্তল শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহের ডিআরএমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জি সি অগ্রবাল। মিত্তল রেল কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সময় মতো ট্রেন চালানোর দিকেও নজর দিতে বলেছেন। পূর্ব রেলের পক্ষে বলা হয়, শেষ আর্থিক বছরে (২০১১-১২) সংস্থার আয় হয়েছে প্রায় ৫৫৩৪ কোটি টাকা।
|
শিকারির বাড়িতে হানা, আটক বন্দুক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চোরাশিকারির বাড়িতে হানা দিয়ে আটক করা হল বন্দুক। কিন্তু পুলিশ আসার আগেই পালাল শিকারি। ঘটনাটি ঘটেছে শোণিতপুরের গোহপুরে। পুলিশ জানায়, লক্ষ পেগু নামে ওই শিকারি বহু গন্ডার শিকারের সঙ্গে যুক্ত। গোহপুরের পিসোলা আমগুড়ি এলাকায় তার বাড়ি। লক্ষ বাড়ি এসেছে খবর পেয়ে গত রাতে পুলিশ হানা দেয়। কিন্তু পিছনের দরজা দিয়ে সে পালিয়ে যায়। তার বাড়ি থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড গুলি ও একটি বাইক আটক করা হয়েছে।
|
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
অসমে বরাক উপত্যকায় করিমগঞ্জ জেলার নিলামগঞ্জে বজ্রাঘাতে মৃত্যু হল ১৪ বছরের একটি মেয়ের। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উষারানি গ্রামে ইমরানা বেগম নামে ওই কিশোরী আজ সকালে ঝড়বৃষ্টি দেখে বাড়ির উঠোনে নেমেছিল। সেখানে শুকোতে দেওয়া কাপড় তোলার সময়ে আচমকাই বজ্রাহত হয় সে। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
|
পরীক্ষার্থী অপহৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কোকরাঝাড়ের বালাজান তিনিয়ালি এলাকায় এক উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করল জঙ্গিরা। পুলিশ জানায়, গত কাল থেকেই নিখোঁজ ১৭ বছরের দেবজিৎ সেন। তাঁর বাবা দেবব্রত সেন জানান, আজ ছেলের মোবাইল থেকে বাড়িতে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা।
|
প্রয়াত অসমীয়া গায়ক-সুরকার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রবীণ অসমীয়া সুরকার ও গায়ক চারু গোহাই (৬১) মারা গেলেন। যকৃৎ-এ সংক্রমণ নিয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল পৌনে এগারোটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|
নিখোঁজ ঠিকাদারের মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক মাস আগে জয়গাঁও থেকে নিখোঁজ ঠিকাদারের দেহ মিলল কোকড়াঝাড়ের সামথাইবাড়িতে। সেমাল লামা নামে ওই ঠিকাদারকে অপহরণ করেছিল জঙ্গিরা। মুক্তিপণ দাবি করা হয় ১ কোটি টাকা। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। |
|