পুলিশ ‘সেজে’গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদাতা |
পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার সরশুনায়। ধৃতের নাম অভীক গঙ্গোপাধ্যায়। বাড়ি বেহালা সত্যেন রায় রোডে। গত কয়েক মাস যাবৎ কলকাতার বিভিন্ন প্রান্তে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই, কেপমারি-সহ নানা অপরাধ করছে দুষ্কৃতীরা। শুক্রবার রাতেই পূর্ব যাদবপুর থানা এলাকায় পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাই করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল চারটে নাগাদ সরশুনা এলাকার বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে হাজির হন এক ব্যক্তি। পার্থবাবুর স্ত্রী রাখীর নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। পার্থবাবু পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তি নিজেকে ঠাকুরপুকুর থানার পুলিশ বলে পরিচয় দেন। কিন্তু কোনও পরিচয়পত্র তিনি দেখাতে পারেননি। পার্থবাবু জানিয়েছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। কখনও বলতে থাকেন, তাঁর একটি নাচের দল রয়েছে। সে কারণে তিনি রাখীর খোঁজ করছেন। আবার কখনও বলেন, তিনি কেটারিংয়ের ব্যবসা করেন। পার্থবাবু তাঁর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা এসে ব্যক্তিকে আটক করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। |
প্রয়াত হেমাঙ্গ বিশ্বাসের স্ত্রী |
গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের স্ত্রী রাণু বিশ্বাস প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৬ বছর। শনিবার সকাল ৮টা নাগাদ নাকতলার নবোদয় সঙ্ঘের পুকুরে তাঁর দেহ উদ্ধার হয়। কাছেই কেয়াতলা লেনে থাকতেন ওই বৃদ্ধা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ হয়ে রাণুদেবী পুকুরে পড়ে যান। তিনি দীর্ঘদিন ডায়াবিটিসে ভুগছিলেন বলে তাঁর ছেলে মৈনাক জানিয়েছেন। এলাকার লোকেদের থেকে খবর পেয়ে বৃদ্ধার মেয়ে তাঁকে শনাক্ত করেন। মৈনাকবাবু বলেন, “মা রোজ সকালেই বেড়াতে বেরিয়ে কিছু ক্ষণ ওই পুকুরের ধারে বেঞ্চে বসতেন। হয়তো তখনই মাথা ঘুরে পড়ে যান। মাঝেমধ্যে আমিও ওঁর সঙ্গে থাকতাম। কিন্তু এ দিন একাই বেরিয়েছিলেন।” |
বেআইনি বাড়ি ভাঙার দাবিতে অবরোধ |
বেআইনি বাড়ি ভেঙে ফেলার দাবিতে শনিবার সকালে আধঘণ্টা উত্তর কলকাতার কেশব সেন স্ট্রিট অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সকাল দশটা থেকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত এই অবরোধ চলে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবারের ঝড়ে কেশব সেন স্ট্রিটের নির্মীয়মাণ যে বহুতলের একাংশ ভেঙে পড়ে সেটি বেআইনি। ওই বাড়ির পাশে আরও কয়েকটি বাড়ি নিয়ম মেনে তৈরি হয়নি। তাঁদের দাবি, পুলিশ ও পুরসভাকে বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি। বহুতলটির একাংশ ভেঙে যে দু’জন মারা যান, তাঁদের পরিবারের ক্ষতিপুরণের দাবিও জানান তাঁরা।
কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপ্না দাস বলেন, “ক্ষতিগ্রস্ত বাড়িটি ভাঙার কাজ চলছে। এলাকার বেআইনি বাড়ি নিয়ে সমীক্ষা চলছে। তার পরে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টিও পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” এ দিনই সকালে নারকেলডাঙায় স্থানীয় একটি স্কুলে ছাত্রদের ফি-বৃদ্ধির প্রতিবাদে নারকেলডাঙা মেন রোডে ছাত্রদের অভিভাবকরা পথ অবরোধ করেন। সকাল দশটা থেকে কুড়ি মিনিট অবরোধ চলে। পরে, পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। |
দুই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার |
শহরতলির দু’টি পৃথক জায়গায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাগুইআটির রঘুনাথপুর এলাকার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাঁর নাম সুমিত কেজরিওয়াল (৩১)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে বেলঘরিয়ায় একটি বাড়ি থেকে আশিস রায় (২১) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর নাম বাড়ি নন্দননগর এলাকায়। ওই যুবক গেঞ্জি কারখানায় কাজ করতেন। |
গ্যাস সিলিন্ডার ফেটে আহত হলেন দম্পতি। শনিবার ঘটনাটি ঘটে শ্যামপুকুর থানা এলাকার রবীন্দ্র সরণিতে। আহতের নাম বিশ্বনাথ মণ্ডল ও তিলোত্তমা মণ্ডল। তাঁদের আরজিকরে ভর্তি করা হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। |
মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপাণীদেবী অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুস সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে । বর্তমানে তাঁর বয়স ৯২ বছর। |