পূর্বাঞ্চলে ব্যবসা দ্বিগুণ করছে ভেল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস (ভেল)-এর পূর্বাঞ্চলীয় বিভাগ, তাদের ব্যবসা বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী যোজনায় ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যেই সংস্থার ব্যবসা কমপক্ষে ৫,৪০০ কোটি টাকায় নিয়ে যাওয়া যাবে বলে কর্তৃপক্ষ মনে করছে। শেষ আর্থিক বছরে (২০১১-’১২) সংস্থার মোট ব্যবসা হয়েছে ২,৭০০ কোটি টাকা। সম্প্রতি সাংবাদিক বৈঠকে সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার এগ্জিকিউটিভ ডিরেক্টর রাজীব কুমার জানান, পূর্ব ভারত ছাড়া তাঁরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছেন। এর পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও তাঁরা প্রকল্প হাতে নিয়েছেন। তিনি বলেন, “সংস্থার ব্যবসা নির্দিষ্ট এলাকার গণ্ডির মধ্যে যাতে আটকে না-থাকে, তার জন্যই চিরাচরিত ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়েও কাজ ধরছি। তার ফলও পাওয়া যাবে আগামী দিনে।” যদিও কুমার এ কথাও স্বীকার করেছেন, বিদ্যুৎ শিল্পে আর্থিক সঙ্কট-সহ কয়লার জোগান নিয়ে নানা সমস্যা দেখা দেওয়ায়, তাঁদের ব্যবসাতেও কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে। ভেল-এর কাছে যে পরিমাণ বরাত আসার কথা, তার চেয়ে কিছুটা কমই আসছে বলে তিনি মেনে নিয়েছেন।
|
|
বারুইপুরে স্যামসাং-এর নতুন বিপণি উদ্বোধনে অভিনেত্রী
লকেট চট্টোপাধ্যায় এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। |
|
কেজি বেসিনে উৎপাদন বাড়াতে উদ্যোগ |
কৃষ্ণা গোদাবরী অববাহিকা (কেজি বেসিন) থেকে তেল ও গ্যাস উত্তোলন বাড়াতে নতুন পরিকল্পনার কথা কেন্দ্রকে জানাল রিলায়্যান্স ও বিপি-র জোট। সংশ্লিষ্ট সূত্রে খবর, শুধু গ্যাস তোলার জন্য সেখানে আরও একটি নলকূপ খনন ও বন্ধ হয়ে থাকা দু’টি নলকূপে বালি ও জল সরিয়ে কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে তারা। এখন সেখানে ছ’টি নলকূপ থেকে তেল-গ্যাস তোলে সংস্থা। কিন্তু ক্রমেই তার পরিমাণ কমায় উদ্বিগ্ন কেন্দ্র। উত্তোলন বাড়াতে সংস্থাকে নয়া পরিকল্পনা পেশের নির্দেশও দেয় তারা।
|
|
নিউ ইয়র্কে আন্তর্জাতিক প্রদর্শনীতে ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি।
মার্কিন সংস্থা টেরাফুজিয়ার তৈরি ‘ট্রান্জিশন’ যানটি একই সঙ্গে
ব্যবহার করা যাবে বিমান এবং গাড়ি হিসেবে। ছবি: এএফপি। |
|