সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের জেল |
তারাপুর বিড়ি শ্রমিক কল্যাণ হাসপাতালে সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত দুই হাসপাতাল কর্মীর ১৪ দিনের জেল হাজতের নিদের্শ দিল জঙ্গিপুর আদালতের ভারপ্রাপ্ত এসিজেএম ইপ্সিতা রায়। শুক্রবার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী প্রতাপ দাস এবং নিরাপত্তা রক্ষী সুকুরুদ্দিন শেখকে আদালতে তোলা হলে অভিযুক্তদের পক্ষ সমর্থন করতে চাননি কোনও আইনজীবী। মঙ্গলবার ধুলিয়ানের বাসুদেবপুরের কাছে এক দুর্ঘটনায় আহতদের তারাপুরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এলাকার গ্রামবাসীরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালের করিডরে পড়ে থাকলেও আহতদের চিকিৎসাই এগিয়ে আসেননি চিকিৎসকেরা, এমনই অভিযোগে আশপাশের গ্রামের মানুষ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে ছবি তুলতে গিয়েছিলেন স্থানীয় চিত্র সাংবাদিকেরা। সেই সময়ে লাঠি, বাঁশ, লোহার রড দিয়েও তাদের যথেচ্ছ পেটান হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় এক সাংবাদিকের ল্যাপটপও। কেড়ে নেওয়া হয় এক চিত্র সাংবাদিকের ক্যামেরাও। ঘটনার ৩ দিন পরে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে পুলিশ হাসপাতালের এক কর্মী প্রতাপ দাস ও নিরাপত্তারক্ষী সুকুরুদ্দিন শেখকে গ্রেফতার করে।
|
শুক্রবার রাতে রাঁধুনির কাজ সেরে বাড়ি ফেরার পথে ৪ সন্তানের জননী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বহরমপুর থানার শিয়ালমারা গ্রামের কাছে রেলগেট লাগোয়া এলাকার ওই ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক। ধৃত সাইদুর রহমান ওরফে বাচ্চুর বাড়ি ঘটনাস্থল লাগোয়া এলাকায়। পলাতক লুৎপল শেখ ওরফে লুতুরও বাড়ি ওই এলাকায়। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগকারী ওই মহিলা ও অভিযুক্ত ওই ধৃত ব্যক্তির এ দিন ডাক্তারি পরীক্ষা করানো হয়।” ধৃতকে বহরমপুর আদালতে শুক্রবার হাজির করানো হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কর্ণসুবর্ন এলাকায় অন্নপ্রাশনের একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন ওই মহিলা। তিনি থাকেন ঘটনাস্থল থেকে প্রায় দু’কিলোমিটার দূরের মাঝেরপাড়ায় তাঁর দিদির বাড়িতে। অনুষ্ঠান বাড়ির রান্নার কাজ সেরে আর এক ব্যক্তির সাইকেলে চেপে কর্ণসুবর্ন থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই ব্যক্তিও ওই এলাকাতেই রান্নার কাজ করেন। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টা নাগাদ শিয়ালমারা রেলগেটে পৌঁছলে ওই ব্যক্তিকে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই মহিলাকে দুই দুষ্কৃতী রেলগেট লাগোয়া কান্দি-বহরমপুর রাজ্য সড়কের পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলার চিৎকারে পথচারীরা ছুটে গেলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
|
দুষ্কৃতীর ছোড়া বোমায় ১৪ বছরের কিশোরী নাসরিন পারভিনে মৃত্যুর তিন দিন পরেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার রাতে বহরমপুর থানার পোল্লাডাঙা গ্রামের ওই ঘটনায় নাসরিনের মা, বাবা ও বছর চারেকের ভাই গুরুতর জখম হয়। তাঁরা এখনও বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বছর চারেকের শিশু সরফরাজ শেখের অবস্থা আশঙ্কাজনক। সেই দিন রাতে রফিক শেখের বাড়ির খোলা জানালা দিয়ে ঘরের ভিতরে বোমা ছোড়া হয়। ওই ঘটনায় অভিযুক্ত এক মহিলা। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায়। বহরমপুর থানার আই সি মেহাইমেনুল হক বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করতে ইসলামপুরে পুলিশি অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযুক্ত মহিলাকে পাওয়া যায়নি।”
|
দুঘর্টনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বহরমপুর আসার পথে রেজিনগরের লোকনাথপুরে লরি থেকে পড়ে মারা যান তিনি। নাম সোমনাথ মোদক (৩৪)। বাড়ি হাওড়ায়। জখম হন ৩ জন। লোকনাথপুর মোড়ে লরির চাকার একটি যন্ত্রাংশ ভেঙে যায়। পড়ে যান তাঁরা। বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে গেলে মারা যান সোমনাথবাবু।
|
জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাজিউল হুদা। সম্পাদক হয়েছেন মুর্শেদ জাহাঙ্গির। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নতুন কমিটি গঠিত হয়। |