মিথ্যা পরিচয় দিয়ে টাকা আদায়, ধৃত |
পুলিশের পরিচয় দিয়ে টাকা তোলার সময় গ্রেফতার করা হল দু’জনকে। বর্ধমান শহরের নেড়োদিঘির কাছে। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, ধৃত বিবেক সাউয়ের বাড়ি বড়নীলপুরের আনন্দপল্লিতে। অপর জন, ইন্দ্রজিৎ বিষয়ীর বাড়ি বাদামতলায়। বৃহস্পতিবার রাতে নিজেদের পুলিশের লোক হিসাবে পরিচয় দিয়ে একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা আদায় করছিল তারা। সেই সময় তাদের হাতেনাতে ধরা হয়। শনিবার বর্ধমান থানার পুলিশ অবশ্য এই দু’জনকে সিজেএম আদালতে হাজির করিয়ে বলেছে, ওই দু’জন রাইটার্সের অফিসার বলে নিজেদের পরিচয় দিত। নানা অনিয়মের অজুহাত দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের ১৯ এপ্রিল পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে সিজেএম আদালত।
|
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে এক বালক। তার নাম নাসির শেখ। স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র সে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার ভুঁয়েরা গ্রামে। বোমা ফেটে ছেলেটির দু’হাতের আঙুল এবং মুখ ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। |