‘কথা ও কবিতা’ সংস্থার উদ্যোগে আগামী ২১ ও ২২ এপ্রিল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সংস্থার পক্ষে অরুময় চক্রবর্তী জানান, দুদিন ধরে আবৃত্তি ও শ্রুতি নাটকের নানা অনুষ্ঠান, কর্মশালা হবে। প্রথম দিন কলকাতার প্রবীণ আবৃত্তি শিল্পী উৎপল কুণ্ডু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবেন সেখানকার আবৃত্তি শিল্পী সোমনাথ নাথ। দ্বিতীয় দিন আবৃত্তি বিষয়ক কর্মশালা হবে। ওই দিন সন্ধ্যায় শ্রুতি নাটক পরিবেশন করবেন কাজল শূর ও মানসী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কথা ও কবিতা এবং ‘স্বর ও শ্রুতি’র বাচিক শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
|
১ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে রবীন্দ্রসঙ্গীত কর্মশালার আয়োজন করেছিল সাহানা সাংস্কৃতিক কেন্দ্র। উদ্যোক্তারা জানান, ওই কর্মশালায় শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি, ইসলামপুর, দাসপাড়া, বাগডোগরা সহ নানা এলাকার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (সঙ্গীত ভবন) অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সাহানা সাংস্কৃতিক গোষ্ঠীর কর্ণধার সুমিতা মজুমদার জানান, এ ধরনের কর্মশালা আরও নিয়মিত হওয়া জরুরি। যাঁরা রবীন্দ্র চর্চা করেন ও তাঁদেরই দায়িত্ব রবীন্দ্র দর্শন ও রবীন্দ্র সঙ্গীতকে সম্যক ও সঠিক ভাবে প্রচারে উদ্যোগী হতে হবে। এই ধরনের কর্মশালা ছাড়াও প্রদর্শনী শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদির আয়োজন করার কথা জানিয়েছে সংস্থাটি। কর্মশালার শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেন সংস্থার সভাপতি অশ্রুকুমার শিকদার। |