ব্যাগ দুলিয়ে বুক ফুলিয়ে
টেটলি তাদের গ্রিন টি রেঞ্জে তিনটি নতুন ফ্লেভার এনেছে। সিনামন অ্যান্ড হানি, সাইট্রাস অ্যান্ড স্পাইস এবং অ্যালো ভেরা। দশটি চায়ের প্যাকেটের দাম ৫০ টাকা।
এল জি এনেছে ভ্যাক্যুয়াম ক্লিনিং রোবট, হোম বোট। এতে আছে ডুয়াল ক্যামেরা ম্যাপিং সিস্টেম, অটো রিচার্জ, ভয়েস অ্যালার্ট প্রভৃতি অত্যাধুনিক সুবিধা। হোম বোট আপনার সময় এবং পরিশ্রম তো বাঁচাবেই, শব্দও কম হবে। দাম ৪৩,৯৯০ টাকা। স্যামসাং এনেছে নতুন ডুয়াল সিম টাচ ফোন চ্যাম্প ডিলাক্স ডুয়োস। এর বৈশিষ্ট্য স্মার্ট টাচউইজ ইউজার ইন্টারফেস, পুশমেল উইথ অ্যাক্টিভসিনক,অপেরা মিনি ব্রাউজার প্রভৃতি। দাম ৪,৭৯০ টাকা।
লাক্সারি হোম ফ্যাশন টেক্সটাইল ব্র্যান্ড মাইশা এনেছে বেড লিনেন ও ফেব্রিকের ওয়েডিং কালেকশন। বেড লিনেনগুলিতে আছে ফুলের নকশা, ডুয়োটোন টেক্সটাইল প্যাটার্ন, ব্রোকেন চেকস। প্রতিটি প্রডাক্ট অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল। বেড লিনেন রেঞ্জ-এর দাম শুরু ১,৭৯৫ টাকা থেকে ও ফেব্রিকের দাম শুরু ১,৪০০ টাকা থেকে।
হোমটাউন কিছু বিশেষ প্রডাক্ট এনেছে। এগুলি বাড়ি নিরাপদ রাখবে। যেমন কালার ভিডিয়ো ফোন। এটির মাধ্যমে আপনি আগন্তুককে দেখতে পাবেন, কথা বলতে পারবেন। বাড়িতে বিপজ্জনক গ্যাস সম্বন্ধে জানাবে গ্যাস লিকেজ অ্যালার্ম। ধোঁয়ার সমস্যা হলে জানান দেবে ওয়্যারলেস স্মোক অ্যালার্ট। দাম যথাক্রমে ৭,৯৯৯ টাকা, ১,৪৯৯ টাকা ও ৫৯৯ টাকা।
নিকন এনেছে পৃথিবীর সব থেকে ছোট ও হালকা ক্যামেরা নিকন ওয়ান। এতে ইন্টারচেঞ্জেবল লেন্স, দ্রুততম কন্টিনিউয়াস শুটিং ও অটো ফোকাস সিস্টেম আছে। মডেলগুলির দাম শুরু ২৯,৯৫০ টাকা থেকে। ইনটেক্স টেকনোলজি ভারতে এনেছে নতুন ট্যাবলেট আই-ট্যাব। এই আট ইঞ্চির ট্যাবলেটটিতে অ্যান্ড্রয়েডের ২.৩ ভার্সন কাজ করে। দাম ১১,৯০০ টাকা। সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ইনটেক্স থ্রিজি ডেটা কার্ড, এলএএন অ্যাডাপ্টর, লেদার কভার ও রিবক সানগ্লাস।
হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালের ‘তথা’ সালোঁতে এসেছে আরগান অয়েল সমৃদ্ধ হেয়ার সিরাম (৮৫০ টাকা), সান প্রোটেক্টিং স্প্রে (২৬৫ টাকা), মাসাজ অয়েল ক্যান্ড্ল (দাম শুরু ৫৬০ টাকা থেকে) ইত্যাদি। ফ্র্যাগরেন্স লাইনের শাওয়ার জেল, বডি মিল্ক ও শ্যাম্পু ৬৩০ টাকা।
জনসন এনেছে স্টোনেক্স ওয়াল টাইল কালেকশন। এই টাইলগুলি পাথুরে ভূপ্রকৃতির অনুকরণে তৈরি। দাম শুরু ৭৫ টাকা থেকে। টাইটান আইপ্লাস-এ এসেছে শিমার আইওয়্যার চেন। এই সুদৃশ্য ফ্রেমগুলিতে সোয়ারোভস্কি ক্রিস্টাল বসানো। দাম ৩,০০০ টাকা থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত।
তোশিবার পাওয়ার টিভি লাইন আপে পাওয়া যাবে পিএসটোয়েন্টি এলইডিটিভি। এর বৈশিষ্ট্য হল রেগজা ইঞ্জিন প্রযুক্তি। দাম শুরু ৩২,৯৯০ টাকা থেকে।
• জেলাস টোয়েন্টিওয়ান এনেছে ম্যাজিক জিনস্। এই ট্রাউজার্স পরলেই রং পাল্টে যাবে। ল্যাভেন্ডার হবে গোলাপি, নেভি হবে সাদা, গ্রে হবে অফ হোয়াইট আর তুঁতে রং সবুজ হয়ে যাবে। দাম ২,৪৯৯ টাকা।

• ডিশ টিভিতে পাওয়া যাবে ট্রু এইচডি প্লাস রেকর্ডার সার্ভিস। রয়েছে বিল্ট-ইন রেকর্ডার সফ্টওয়্যার-ও। দাম ২,৬৯০ টাকা।

ট্যাং ফ্রুট জুসে এসেছে থিক ম্যাংগো ফ্লেভার।
২০০ গ্রামের দাম ৪০ টাকা।
শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর বা পাড়ার দোকান।
শহরে আনকোরা প্রডাক্ট চোখে পড়লেই খবর দিন আমাদের। ছবিসহ।
ঠিকানা: বাজারে নতুন কী, উৎসব,
সম্পাদকীয় বিভাগ, আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা- ৭০০০০১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.