টুকরো খবর
ডাক-কর্মীদের জেলা সম্মেলন
‘ন্যাশনাল ইউনিয়ন অফ পোস্টম্যান’-এর চতুর্থ শ্রেণির কর্মীদের ২২তম দ্বিবাষির্ক জেলা সম্মেলন হল শুক্রবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সম্মেলনের পাশাপাশি ওই সংগঠনেরই তৃতীয় শ্রেণির কর্মীদের সাধারণ সভাও হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি ও শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সম্মেলনে চতুর্থ শ্রেণির সংগঠনে বিশেষ রদবল হয়নি। সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন অনুপ দত্ত। ডাক-কর্মীদের দক্ষিণপন্থী এই সংগঠন দীর্ঘদিনের হলেও এতদিন এ রাজ্যে সে ভাবে সক্রিয় ছিল না। ‘মেদিনীপুর ডিভিসন পোস্টাল কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি’ বাম সমর্থকদের দখলে ছিল। রাজ্যে পরিবর্তনের পরেও ওই সমবায় বামপন্থী সংগঠন ‘অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নে’র দখলে। তবে এ বার জাতীয়বাদী সংগঠন প্রতিটি আসনে লড়াই করতে পেরেছে। আগের তুলনায় বেশি ভোটও পেয়েছে। একেই বড় সাফল্য হিসাবে দেখছে তারা। এ দিনের সভায় দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ডাক ব্যবস্থা চালু করার জন্য সকলকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন সংগঠনের নেতারা।

সিপিএম কর্মী ধৃত
পুরনো একটি মামলায় এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৈয়াদুল শা। বাড়ি পিংলার কুসুমদা অঞ্চলের হাটমলিদা গ্রামে। শুক্রবার সকালে মুণ্ডুমারি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ দিন দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে ২০ এপ্রিল পর্যন্ত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। স্থানীয় সূত্রে খবর, ২০০০ সাল থেকে নিখোঁজ রয়েছেন মালিগ্রাম অঞ্চলের মনোরঞ্জন গুছাইত। তাঁর পরিবারের তরফে অপহরণ করে গুমখুনের অভিযোগ জানানো হয়েছিল। তৃণমূলেরও বক্তব্য, সিপিএমের ‘সশস্ত্র’ বাহিনীই সেই সময় মনোরঞ্জনবাবুকে অপহরণ করে খুন করেছে। এই ঘটনাতেই অভিযুক্ত সৈয়াদুল। দীর্ঘদিন ‘পলাতক’ ছিলেন। এ দিন সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত তৃণমূল
জমি সংক্রান্ত বিবাদের জেরে এক লোধা যুবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনদের বিরুদ্ধে। প্রহৃতের নাম তাপস প্রামাণিক। বাড়ি বেলদা থানার পাতলি গ্রামে। বৃহস্পতিবার রাতে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি হন ওই যুবক। কেন এই ঘটনা? তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি সূর্য অট্ট বলেন,“ অভিযোগ শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক।” ঘটনার নিন্দা করেছেন লোধা শবর কল্যাণ সমিতির জেলা সম্পাদক বলাই নায়েক। তাঁর কথায়,“ ওঁদের পরিবার আমাদের সংগঠন করে। এমন ঘটনা অনভিপ্রেত।”

কাঁসাইয়ে যুবতীর দেহ
কাঁসাইয়ের জলে ভেসে উঠল এক যুবতীর দেহ। শুক্রবার সকালে মেদিনীপুর কোতয়ালি থানার শ্রীরামপুরের কাছে নদীতে ভেসে ওঠে অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ। পুলিশ জানিয়েছে, বছর তিরিশেকের ওই মহিলার এক-দু’দিন আগেই মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে পরিচয় জানার চেষ্টাও চলছে।

মেদিনীপুরে শুভেন্দু
একটি বেসরকারি সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার মেদিনীপুর শহরে এসেছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। ‘মেদিনীপুর অরবিন্দ সমাজ কল্যাণ কেন্দ্র’ নামে শহরের অরবিন্দনগরের এই সংস্থাটি এ দিন প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল প্রদান, গুণিজন সংবর্ধনা ও বস্ত্র বিলির আয়োজন করেছিল। গুণিজন হিসেবে প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা, বিশ্বেশ্বর সরকার, চিকিৎসক হৃষিকেশ দে, গোলোক মাঝি, শিল্পী বিশ্বরূপ পাল-সহ বেশ কয়েকজনকে সংবর্ধনা জানানো হয়। এ দিনের অনুষ্ঠানে শুভেন্দু, ছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.