|
|
|
|
|
|
কী নেই কী চাই |
উন্নত পরিবহণ ব্যবস্থা |
হাওড়ার বিভিন্ন অঞ্চলে পরিবহণ ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ। দ্বিতীয় হুগলি সেতু তৈরি হওয়ার পরে ধর্মতলা ও বিবাদী বাগ যাওয়ার বেসরকারি বাসের সংখ্যা পর্যাপ্ত ছিল না। শিবপুর মন্দিরতলা, দানেশ শেখ লেন, চ্যাটার্জি হাট প্রভৃতি অঞ্চল থেকে কলকাতার সংযোগকারী কোনও বেসরকারি বাসরুট নেই। ট্রাম কোম্পানির বাসগুলি প্রায় বন্ধ। কোথাও কোথাও ১১/১২টির জায়গায় ২/১টি চলছে। শিবপুর মন্দিরতলায় স্থায়ী বাসস্ট্যান্ডের জন্য স্থান নির্বাচন এবং নোটিস পড়ার পরেও পরিকল্পনা কোনও কারণে বাতিল হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। |
শুভ্রা ঘোষ, শিবপুর, হাওড়া ২
|
ওভারব্রিজ |
হাওড়ায় টিকিয়াপাড়া রেল স্টেশনে রোজ লক্ষ লক্ষ সাধারণ মানুষ যাতায়াত করেন। ওভারব্রিজ না থাকায় তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ এখানে একটি ওভারব্রিজ তৈরি হোক। |
সিদ্ধার্থ সরকার, হাওড়া ৬
|
আমাদের লিখুন:
আপনার পাড়ার নাগরিক সমস্যা
জানিয়ে অনধিক ১৫০ শব্দে লিখে পাঠান।
ঠিকানা:
কী নেই কী চাই,
হাওড়া,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা- ১
আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর অবশ্যই লিখবেন। |
|
|
|
|
|
|