১১২টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার |
অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা করার অভিযোগ উঠল আরামবাগের কালীপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মহকুমা প্রশাসন এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন আলি খান নামে ওই ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ১১২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে তাঁর দুই কর্মীকে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
মহকুমাশাসক অরিন্দম নিয়োগীর নির্দেশে ওই অভিযানে নেতৃত্ব দেন এসডিপিও (আরামবাগ) আকাশ মাগারিয়া। মহকুমাশাসকের প্রতিনিধি হিসেবে ছিলেন আরামবাগের বিডিও মৃণালকান্তি গুঁই। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে সব গ্রাহকের গ্যাস কম খরচ হয় কিংবা যাঁদের একাধিক সিলিন্ডার রয়েছে, তাঁদের কার্ডগুলি নিজের কাছে রেখে দিতেন মহসিন। অভিযোগ, ওই কার্ডের সিলিন্ডার তুলে অতিরিক্ত দামে তা বিভিন্ন মিষ্টির দোকান, গাড়ি চালানো ইত্যাদি ক্ষেত্রে কাজে লাগিয়ে ব্যবসা করছিলেন মহসিন। মহকুমাশাসক এ দিন জানিয়েছেন, সিলিন্ডারের অবৈধ ব্যবসা রুখতে অভিযান লাগাতার জারি থাকবে।
|
বৃহস্পতিবার রাতে খানাকুলের পিলখাঁ গ্রামে শীতলা মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গয়না চুরি হল। পুলিশ জানায়, মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে চুরি যাওয়া গয়ার তালিকা এবং পরিমাণ জানতে চাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
চলছে প্রতিবন্ধীদের সাহায্যার্থে সাংস্কৃতিক মেলা। গত ১ এপ্রিল মেলার উদ্বোধন হয় হাওড়ার উনসানি শক্তিনগরে। মেলা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা-সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শক্তিনগর মিলন সঙ্ঘের পরিচালনায় মেলা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। |