|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
সংকটকে তুলে ধরেছেন স্বাভাবিকতায় |
মৃণাল ঘোষ |
পল্টু ঘোষ ও কৃষ্ণ পাল, দুই তরুণ শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। প্রদর্শনীর শিরোনাম- ‘বোনহোমি’ বা ‘বন্ধুতা’। পল্টু ইন্ডিয়ান আর্ট কলেজের ২০০৭ সালের স্নাতক। কৃষ্ণ স্বশিক্ষিত। পল্টুর ছবি কল্পরূপাত্মক।
মানুষ ও প্রকৃতিকে একাত্ম করে দিয়ে দ্বিমাত্রিক সুস্মিত ছন্দে তিনি সামগ্রিক এক সৌন্দর্যের সন্ধান করেন। তাঁর রূপবিন্যাসের স্বকীয়তা খুবই আকর্ষক। কৃষ্ণ-র ছবি স্বাভাবিকতা-আশ্রিত। স্বাভাবিকতার ভিতর দিয়েই তিনি এই সময়ের সংকটকে রূপ দিতে চান।
|
|
প্রদর্শনী
চলছে
সিমা: জয়শ্রী, রিনি প্রমুখ ২৮ এপ্রিল পর্যন্ত।
গ্যালারি ইন্ডিয়ান: পার্থসারথি দাস ৯ এপ্রিল পর্যন্ত।
তাজ বেঙ্গল: তমোজিৎ ভট্টাচার্য ৯ এপ্রিল পর্যন্ত।
নন্দলাল বোস গ্যালারি: ‘বন্ধন’ ১০ এপ্রিল পর্যন্ত।
অ্যাকাডেমি: পল্লবকান্তি মিত্র ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।
আকার প্রকার: শক্তি বর্মন ২৪ এপ্রিল পর্যন্ত।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: শক্তি বর্মন ২৯ এপ্রিল। |
|