নিষিদ্ধ এক জঙ্গি সংগঠনের ছয় সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল চিন। আজ চিনের জন নিরাপত্তা মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। সরাসরি নাম না করলেও এই জঙ্গিদের প্রশিক্ষণের জন্য তাদের সহযোগী রাষ্ট্র পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে চিন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘পূর্ব তার্কিস্তান ইসলামি আন্দোলন’-এর সক্রিয় এই ছয় সদস্যের নামের তালিকা আজ প্রকাশ করে চিনের পুলিশবাহিনী। মুসলিম উইঘুর জনগোষ্ঠীর ওই ছয় জঙ্গিই এখন পলাতক। পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন চিনের জিনজিয়াং প্রদেশে একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত তারা। গত জুলাইতে জিনজিয়াংয়ের কাশগড়ে এদের হামলায় নিহত হন ছ’জন। চিনা প্রশাসনের দাবি, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে এই জঙ্গি সংগঠনটি এখনও সমান সক্রিয়।
|
কিডনির চেয়ে যন্ত্র প্রিয়। তাই আইপ্যাড, আইফোন কেনার জন্য ৩,৫০০ ডলারের বিনিময়ে একটি কিডনি বিক্রি করতে দ্বিধা করেনি আনহুই প্রদেশের হাই স্কুলের ছাত্র ওয়াং। ছেলের হাতে আইফোন এবং আইপ্যাডের মতো দামি গ্যাজেট দেখে সন্দেহ হয় তার মায়ের। যতক্ষণে মাকে সে আসল ঘটনা জানায় ততক্ষণে ওয়াংয়ের শরীরের অবস্থা অনেকটাই খারাপ। এই ঘটনায় যুক্ত এক সার্জেন এবং চার ব্যক্তিকে অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বছরেও এক স্কুলছাত্র অ্যাপলের আইপ্যাড-২ কেনার জন্য কিডনি বিক্রি করেছিল। জানা গিয়েছে, অনলাইন চ্যাটরুমেই এই দু’জনকে কিডনির বিক্রির জন্য প্রলুব্ধ করে পাচারকারীরা। |