পাক প্রেসিডেন্ট জারদারির সফরের আগে হাফিজ মহম্মদ সইদকে নিয়ে ভারত-পাকিস্তান টানাপোড়েন শুরু হল।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান সইদের বিরুদ্ধে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা। কিন্তু পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ সাফ জানিয়েছেন, সইদ প্রসঙ্গ পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’। সইদের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া গেলে তা পাকিস্তানের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। পাক পার্লামেন্টে তাঁর এই মন্তব্যের লক্ষ্য মূলত আমেরিকা হলেও ভারতের জন্য প্রচ্ছন্ন বার্তা রয়েছে। সইদ সম্পর্কে আজ ফের সুর চড়িয়েছে ভারতও। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ বলেছেন, সইদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাকিস্তানকে দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রক যে নথি ইসলামাবাদে পাঠিয়েছিল তা থেকে মুম্বই হামলার সঙ্গে সইদের যোগ নিয়ে সন্দেহই থাকে না। তবে কৃষ্ণের বক্তব্যকে আমল দিতে এখনও রাজি নয় পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আব্দুল বাসিত জানিয়েছেন, ভারত সইদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেয়নি।
বৃহস্পতিবার পাক পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন গিলানি। তখনই তিনি জানান, পাকিস্তানের বিচারবিভাগ স্বাধীন। তাই সইদের বিরুদ্ধে প্রমাণ থাকলে তা পাক আদালতেই পেশ করা উচিত। আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নীতি তৈরি করছে পাক পার্লামেন্ট। সে সময়ে হাফিজ সংক্রান্ত তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা দ্বিপাক্ষিক সম্পর্ক বিষিয়ে তুলতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। |