টুকরো খবর
বেতনের দাবিতে কর্মবিরতি কলেজে
বেতনের দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন কল্যাণী মহাবিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। তাদের দাবি, দু’মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে কোনও কাজ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। কলেজের অধ্যক্ষ অমিয় মোদি বলেন, “২০০২ সালের পর গত ২০ মার্চ পুনরায় এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি। বিষয়টি কলেজ পরিচালন সমিতির সভাপতিকে জানিয়েছি।” কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দোপাধ্যায় বলেন, “অমিয়বাবু যে পুনরায় অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন তা পরিচালন সমিতির ব্যাঙ্ক বা ট্রেজারিতে জানানো উচিত ছিল। কিন্তু তিনি তা না হওয়ায় অমিয়বাবু কোনও চেকে সই করতে পারছেন না। ফলে এই সমস্যা।” কলেজ সূত্রে খবর, গত ৯ মার্চ সুদীপ্ত সরকার টিচার ইনচার্জের পদ থেকে ছুটি নিয়েছেন। ফলে ১২ মার্চ ফেব্রুয়ারির বেতনের যে চেক এসেছিল তা তিনি তুলতে পারেননি। আবার অমিয়বাবুর অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার কথাটাও জানানো না হওয়ায় তিনিও ওই চেক তুলতে পারছেন না। ফলে সমস্যায় পড়েছেন শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় শতাধিক কর্মী। কলেজের পরিচালন সমিতির সভাপতি ও কল্যাণীর তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “অমিয়বাবুর অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। সেগুলি উচ্চ শিক্ষা মন্ত্রী-সহ অন্যদের কাছে জানতে চেয়েছি। উত্তর পেলে আমার দায়িত্ব পালন করব। তবে তার জন্য আর্থিক কোনও সমস্যা হওয়ার কথা নয়। ডিপিআই টিচার ইনচার্জকে সব কাজ চালিয়ে যেতে বলেছেন। তবে শুনেছি তিনি ছুটি নিয়েছেন।”

হাসপাতালে মার সাংবাদিককে, গ্রেফতার ২ কর্মী
মুর্শিদাবাদের তারাপুর হাসপাতালে সাংবাদিকদের মারধরের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের এক জন চতুর্থ শ্রেণির কর্মী, অপর জন নিরাপত্তারক্ষী। তবে চিফ মেডিক্যাল অফিসার এবং এক নার্স-সহ বাকিরা এখনও অধরা। এর আগে বর্ধমানে সাংবাদিকদের মারধরের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের ধরেনি। যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হাসপাতালের ‘দালাল’ বলে দাবি করেছিল পুলিশই। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় তারাপুরে চতুর্থ শ্রেণির কর্মী প্রতাপ দাস এবং রক্ষী সুকুরুদ্দিন শেখকে গ্রেফতার করে সমশেরগঞ্জ থানার পুলিশ। গত মঙ্গলবার দুপুরে আলোকচিত্রীদের মারধরে তাঁরা জড়িত ছিলেন বলে অভিযোগ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃতেরা সরাসরি মারধরে জড়িত ছিল। তাদের জেরা করে আরও কয়েক জনের নাম পাওয়া গিয়েছে। তাদেরও খোঁজ চলছে।” বর্ধমানের মতো এ ক্ষেত্রেও আলোকচিত্রীদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে কয়েকটি ক্যামেরা পাওয়া গিয়েছে বলে জেলা পুলিশ ইতিমধ্যে আদালতে জানিয়েছে। কিন্তু তারাপুরে খোয়া যাওয়া ক্যামেরাগুলির এখনও খোঁজ নেই।

নির্যাতনের অভিযোগ
স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে ধুবুলিয়ার সোনাতলার বাসিন্দা ফিরদৌসি খাতুন স্বামী মুজাফফ্র আহমেদ, শাশুড়ি মহুয়া আহমেদ, দুই ননদ পলি আহমেদ ও মৌসুমি আহমেদ, শ্বশুর মণিরুদ্দিন আহমেদের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য তাঁর উপরে নির্যাতন করেন স্বামী মুজাফফ্র আহমেদ। শশুর-শাশুড়ি ও দুই ননদও তাঁকে বধড়ক মারধর করতেন বলে করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সকলেই পলাতক। তবে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তিন মাসের গর্ভবতী ফিরদৌসির অভিযোগ, তাঁর সন্তান নষ্ট করার চেষ্টাও করেন শ্বশুরবাড়ির লোক জন। যদিও তিনি এখন বাপের বাড়িতে চিকিৎসাধীন। নবদ্বীপের ফকিরডাঙা-ঘোলাপাড়া পঞ্চায়েতের বাহিরচড়া গ্রামের একটি স্কুলের পার্শ্ব শিক্ষক মুজাফফ্রের সঙ্গে ফিরদৌসি ওরফে বর্নালির বিয়ে হয় ২০১১-র এপ্রিলে। ফিরদৌসির ননদ পলি আহমেদও ওই একই স্কুলের শিক্ষিকা। ফিরদৌসির বাবা আলাউদ্দিন শেখ বলেন, “বিয়েতে গয়না, ৬৫ হাজার টাকা দিই। টিভি, ফ্রিজ, কাপড় কাচার মেশিন, মোটর বাইক সবই দেওয়া হয়েছিল। তাতেও চাহিদা মেটেনি। বিয়ের ছ’মাস পরেও ৭০ হাজার টাকা দিয়েছি। মেয়ে গর্ভবতী হওয়ার পরেও ওকে বেধড়ক মারধর করে। ১৭ মার্চ মেয়েকে নিয়ে চলে আসি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) এবং ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মহিলাকে খুনের নালিশ
এক মহিলাকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম বীথিকা মণ্ডল (২৫)। বুধবার রাতে করিমপুরের সেনপাড়া গ্রামের বাসিন্দা বীথিকার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় নয় বছর আগে কৃষক সীমান্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল বিথীকার। তাদের পাঁচ বছরের একটি মেয়েও আছে। মৃতার বাবা মহাদেব মণ্ডলের অভিযোগ, ‘‘জামাই ও তাঁর বাড়ির লোকজন মেয়ের উপর অত্যাচার করত। আমার মেয়েটাকে ওরাই খুন করেছে।’’ পুলিশ জানিয়েছে, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তল্লাশি চালানো হচ্ছে।

ঝড়ে বাড়ি ভাঙল শান্তিপুরে
বুধবার সন্ধ্যার ঝড়ে শান্তিপুর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি, বহু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্তও হয়েছে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের অনুপ ঘোষ বলেন, “ঝড়ে প্রতিটি পঞ্চায়েত এলাকায় কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ির চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে দেওয়াল। ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।” শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সুমি বিশ্বাস বলেন, “কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। পঞ্চায়েতগুলির কাছে তালিকা চেয়ে পাঠিয়েছি। তবে গয়েশপুর ও হরিপুর পঞ্চায়েত এলাকাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে।”

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল উরবান শেখ (৪২) নামে এক ব্যক্তির। বাড়ি নওদার এলিয়েট নগরে। বৃহস্পতিবার বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে আমতলাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক। বুধবারেও ওই রাস্তায় একটি বাস দুর্ঘটনায় ১৮ জন জখম হয়েছিলেন। এ দিন এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গেলে বাস চলাচল স্বাভাবিক হয়।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিপ্লব দাস (১২) নামে এক ছাত্রের। বাড়ি বার্নপুর-বেলেমাঠ পাড়ায়। কৃষ্ণগঞ্জের মাটিয়ারি হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। বুধবার সন্ধ্যায় বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বিপ্লবের কাকা বাসুদেব দাস বলেন, “এ দিন বাড়িতে কেউ ছিল না। সেই সময়েই ওই অঘটন হয়। তবে ও কেন এমন করল তা আমাদের কাছে স্পষ্ট নয়।”

স্বামীকে ‘খুনে’ গ্রেফতার স্ত্রী
স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগে বিলকিস নাহার নামে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ২৮ মার্চ নওদার পাটিকাবাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে একটি কলাবাগান থেকে অর্ধেক পুড়ে যাওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ মেলে। পরে জানা যায় ওই ব্যক্তির নাম জাকির হুসেন (৩৬)। বাড়ি তেহট্টের অভয়নগরে। পুলিশের দাবি, জাকিরের স্ত্রী বিলকিস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং আরও কয়েক জনের সঙ্গে মিলে তার স্বামীকে পুড়িয়ে মারেন। বুধবার তেহট্টের অভয়নগর থেকেই বিলকিসকে গ্রেফতার করে পুলিশ।

বাস উল্টে জখম ৯
বহরমপুর থেকে করিমপুরগামী একটি বেসরকারি বাস উল্টে জখম হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে চার জনকে ডোমকল মহকুমা হাসপাতাল থেকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি খুবই জোরে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে তা উল্টে যায়।

ব্যবসায়ীদের ধর্মঘট নবদ্বীপে
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নবদ্বীপ শাখা এবং নবদ্বীপ স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী সমিতির ডাকে বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ব্যবসা বন্ধ শুরু হয়েছে। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক অসিত পোদ্দার বলেন, “কেন্দ্রীয় বাজেটে সোনার উপরে একাধিক কর বসানো হয়েছে। এর প্রতিবাদে সারা দেশেই আন্দোলন শুরু হয়েছে। আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছি। অন্য দিকে নবদ্বীপ স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি গোপালচাঁদ মল্লিক বলেন, “সব মিলিয়ে এ বারের বাজেটের পরে নতুন নিয়মে প্রতি গ্রাম সোনার দাম প্রায় দেড় হাজার টাকা বেড়ে গিয়েছে। করের বোঝা চাপানো হয়েছে স্বর্ণশিল্পীদের উপরেও। সরকার যাতে এ ব্যাপারে আবার বিবেচনা করেন সেই জন্যই দেশ জুড়ে ধর্মঘট চলছে। এ দিন নবদ্বীপে প্রতিবাদ মিছিলে প্রায় পাঁচশো স্বর্ণ ব্যবসায়ী যোগ দেন।

স্কুল থেকে চাল চুরি
স্কুলের জানলার শিক খুলে মিড-ডে মিলের সাত বস্তা চাল চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। কৃষ্ণগঞ্জ জিএসএস প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বৃহস্পতিবার স্কুলে আসার পর শিক্ষকেরাই প্রথম বিষয়টি জানতে পারেন। স্কুলের প্রধান শিক্ষক অধীর বিশ্বাস বলেন, “ছ’বস্তা নতুন চাল ও এক বস্তা পুরোনো চাল চুরি হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.