সেমিফাইনালে রিয়াল, চেলসি
সংবাদসংস্থা • মাদ্রিদ |
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেতে কাকা-রোনাল্ডোদের এ বার হারাতে হবে রবেন-রিবেরির বায়ার্ন মিউনিখকে। সেমিফাইনালে আবার মেসিদের সামনে পড়লেন ল্যাম্পার্ডরা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবৌতে রিয়াল মাদ্রিদ ৫-২ হারাল সাইপ্রাসের অ্যাপোয়েলকে। রিয়ালের গোলগুলি করেন রোনাল্ডো (২), কাকা, কাইয়েহোন ও দি’মারিয়া। দু’লেগ মিলে মোট ৮-২। লন্ডনে চেলসি ২-১ হারিয়েছে বেনফিকাকে। চেলসির হয়ে গোল করেন ল্যাম্পার্ড ও রাউল মেইরেলেস। দু’পর্ব মিলে মোট ৩-১।
|
প্রয়াগ সাতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পৈলান অ্যারোজকে ২-১ হারিয়ে আই লিগে সাত নম্বর জায়গা ধরে রাখল প্রয়াগ ইউনাইটেড। যুবভারতীতে বৃহস্পতিবার প্রয়াগের হয়ে গোল করেন ইয়াকুবু ও ম্যাচের সেরা তুলুঙ্গা। পৈলানের গোলটি সি এস সাবিথের। অন্য ম্যাচে স্পোর্টিং ক্লুব ২-০ হারিয়েছে এয়ার ইন্ডিয়াকে। যুবভারতীতে ম্যাচের পাঁচ মিনিটে প্রয়াগের তিন বিদেশি গোলের রাস্তা তৈরি করেন। ভিনসেন্টের পাস ধরে ইয়াকুবুকে দিয়েছিলেন জোসিমার। ছ’গজের বক্সের সামনে থেকে গোল করেন ইয়াকুবু। বিরতির পর প্রীতম কোটালের অসাধারণ ক্রসে হেড করে সমতায় ফেরান পৈলানের সাবিথ। তার মিনিট তিনেকের মধ্যেই অবশ্য ম্যাচের সেরা গোল করেন তুলুঙ্গা। ইয়াকুবুর লব ধরে ডান পায়ের আউটস্টেপে তুলুঙ্গা চিপ করেন গোল ছেড়ে বেরিয়ে আসা পৈলানের গোলকিপার নবীন কুমারের মাথার উপর দিয়ে।
|
• সুবার্বান ক্লাবের ট্রায়াল ৬ ও ৭ এপ্রিল টাউন মাঠে দুপুর ৩ টায়।
• শ্যামবাজার উত্তর প্রান্তিক ক্লাবের উদ্যোগে মনোহর আইচের সংবর্ধনা ৬ এপ্রিল, সকাল সাড়ে ন’টায়।
• বেহালা ইউথের ট্রায়াল হাইকোর্ট মাঠে ৭ ও ৮ এপ্রিল, সকাল ৭ টায়। |