শো-কজের জবাব দিলেন ৫১ জন কর্মী |
শো-কজের জবাব দিলেন ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটে গরহাজির পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৫১ জন কর্মী। বৃহস্পতিবার মিছিল করে গিয়ে কর্তৃপক্ষকে তাঁরা জানালেন, ধর্মঘট সমর্থন করেছিলেন বলেই ওই দিন কাজে যোগ দেননি। পাশাপাশি ওই দিন ছুটিও চেয়েছেন তাঁরা। গত ২৮ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটের দিন কাজে না আসায় এই ৫১ জন কর্মীকে শো-কজ চিঠি পাঠানো হয়েছিল গত ৩০ মার্চ। অনুপস্থিতির কারন দর্শানোর নির্দেশ দিয়েছিলেন জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক সাগর সিংহ। ৫ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। সেই মতো এ দিন মিছিল করে এসে অতিরিক্ত নির্বাহী আধিকারিকের দফতরেই শো-কজের জবাব জমা দন কর্মীরা। |
স্থায়ী-অস্থায়ী মিলিয়ে যে ৫১ জন কর্মী ওই দিন কাজে যোগ দেননি, তাঁরা সকলেই সিপিএম প্রভাবিত ‘ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়ন’- এর সদস্য। এ দিন দুপুরে জেলা পরিষদ চত্বরে সংগঠনের একটি সভাও হয়। এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, “অতীতে ধর্মঘটের দিন অনুপস্থিতির জন্য এমন চিঠির মুখোমুখি হতে হয়নি।” এ দিন শো-কজের জবাবে জেলা পরিষদের ওই ৫১ জন কর্মী অতিরিক্ত নির্বাহী আধিকারিকের দফতরে যে লিখিত বক্তব্য পেশ করেছেন, সেখানে একদিন ছুটির আবেদন করা হয়েছে। সেই সঙ্গে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আবেদন জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে।
|
রেলের সরঞ্জাম চুরি, গ্রেফতার ৫ |
রেলের লোহালক্কড়-সহ নানা সরঞ্জাম চুরি করে নিজের গোডাউনে মজুত করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতের নাম শেখ নৌসাদ। বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ায়। সম্প্রতি নিমপুরা রেল-ইয়ার্ড থেকে ওই সব সরঞ্জাম চুরি যায় বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায়, পাঁচবেড়িয়ার নৌসাদের গোডাউনেই খোওয়া যাওয়া সরঞ্জাম মজুত করা হয়েছে। এর পরেই সেই গোডাউনে হানা দেওয়া হয়। উদ্ধার হয় খোওয়া যাওয়া সরঞ্জাম। বৃহস্পতিবার ৫ জনকে গ্রেফতার করে রেল-পুলিশ।
|
বাসন্তী মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল গোয়ালতোড়ের টাইগার অ্যাথলেটিক ক্লাব। আদিবাসী নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ‘ফোন অন কল’ প্রভৃতির আয়োজন করা হয়। বুধবার বিজয়ী প্রতিযোগীদের এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক শিশির হাজরা, কংগ্রেস নেত্রী হেমা চৌবে প্রমুখ। ক্লাব সম্পাদক কালোবরণ দুলে জানান, স্থানীয়দের উৎসাহ দিতেই এই আয়োজন।
|
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে খড়্গপুর লোকাল থানার চৌরঙ্গির কাছে। মৃতের নাম শান্তনু বেরা (২৫)। পুলিশ সূত্রে খবর, এই যুবক সাইকেলে মেদিনীপুরের দিকে আসছিলেন। তখনই চৌরঙ্গিগামী একটি লরি মুখোমুখি ধাক্কা মারে। তাঁর মৃত্যু হয়। |