টুকরো খবর
খন্যানে নিহত দম্পতির মেয়ে জেল হেফাজতে
পাণ্ডুয়ার খন্যানে প্রাক্তন সেনাকর্মী ও তাঁর স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত তাঁদের মেয়েকে ১০ দিনের জেল হাজতের নির্দেশ দিল আদালত। নিহত ওই প্রাক্তন সেনাকর্মী মোহিত সরকারের মেয়ে মৌসুমীকে পুলিশ গ্রেফতার করে। তাঁর ‘প্রেমিক’ এবং তাঁর ভাড়া করা দুষ্কৃতীরা ওই খুন করেছে জেনেও মৌসুমী তথ্য গোপন করেন বলে তদন্তকারীদের দাবি। সেই অভিযোগেই তাঁকে ধরা হয়। বৃহস্পতিবার মৌসুমীকে চুঁচুড়া আদালতের এসিজেএম মঞ্জুশ্রী মণ্ডলের এজলাসে তোলা হয়। বুধবারই রিষড়া থেকে ধৃত ‘ভাড়াটে দুষ্কৃতী’ রবীন দাসকেও এ দিন আদালতে তোলা হয়। বিচারক তাকে ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে মৌসুমীর ‘প্রেমিক’ শেখ মইদুল ইসলাম ওরফে রিপন-সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ দুষ্কৃতী
বৃহস্পতিবার ভোরে হুগলির কামারকুণ্ডুর দলুইগাছা থেকে আগ্নেয়াস্ত্র-সমেত ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রভাত পাত্র এবং রঞ্জন চক্রবর্তী। দু’জনেরই বাড়ি সিঙ্গুরের মিল্কি গ্রামে। এ দিন ভোরে দলুইগাছা এলাকায় ওই দুই দুষ্কৃতীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষ সিঙ্গুর থানায় খবর দেন। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে উন্নত মানের একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি গ্যাস কাটার এবং তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার হয়। জেলা পুলিশের এক কর্তা বলেন, “সম্ভবত কোনও বাড়িতে হানা দিতেই দুষ্কৃতীরা ওখানে গিয়েছিল।” পুলিশের দাবি, ধৃত দু’জন অনেক দিন ধরেই অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। হুগলির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই-সহ নানা অভিযোগ রয়েছে।

আগামী সপ্তাহেই হতে পারে ডানলপ নিয়ে ত্রিপক্ষ বৈঠক
ডানলপ কর্তৃপক্ষের আর্জি মেনে আগামী সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি ডানলপ কারখানার জট খুলতে রাজ্য সরকার এবং শ্রমিক ইউনিয়নগুলিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চেয়ে যুগ্ম শ্রম কমিশনারকে চিঠি দেন কর্তৃপক্ষ। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মহাকরণে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “ডানলপ কর্তৃপক্ষের সঙ্গে আমরাও বৈঠকে বসতে চাই। ওখানকার শ্রমিকরা যাতে দ্রুত তাঁদের বকেয়া পান, সেটা দেখা আমাদেরও লক্ষ্য।” একই সঙ্গে মন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহেই এই ত্রিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করছে রাজ্য সরকার।

ট্রাকের ধাক্কা বাসে, মৃত ১, জখম ২২
উদ্ধার করা হচ্ছে ট্রাকের চালককে। ছবি: হিলটন ঘোষ।
একটি ট্রাক একটি সরকারি বাসকে পিছন থেকে ধাক্কা মারলে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। ট্রাকের চালকও গুরুতর জখম হন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার পীরতলায় মুম্বই রোডে। পুলিশ জানায়, সিটিসি-র বাসটি শ্যামপুরের দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল একটি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়িই অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। পীরতলা স্টপেজের কাছে বাসটি ট্রাকটিকে ওভারটেক করেই দাঁড়িয়ে যায়। নিয়ন্ত্রণ সামলাতে না পেরে বাসের পিছনে ধাক্কা মারে ট্রাকটি। আশপাশের লোকজন ছুটে আসেন।

গাঁজা-সহ ধৃত ১
গাঁজা-সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে সিঙ্গুরের জয়মোল্লা গ্রাম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃত প্রবীর পাত্র দাদপুরের বাসিন্দা। সে বিভিন্ন জায়গায় গাঁজা সরবরাহ করত। এ দিন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে সাড়ে ৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় যার মূল্য প্রায় ১৪ হাজার টাকা। তদন্তকারীদের দাবি, কারও কাছে গাঁজা পৌঁছে দিতেই ওই গ্রামে গিয়েছিল প্রবীর। হাইওয়েতে গাড়ি থামিয়ে ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

দুই পাড়ায় সংঘর্ষ
ট্রান্সফর্মার বসানোকে ঘিরে বৃহস্পতিবার সকালে দু’পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হল হাওড়ার বাঁকড়া এলাকা। বোমাবাজি, ইট ছোড়াছুড়ি হয়। ভাঙচুর হয় অন্তত তিনটি বাড়ি। ক্লাস চলাকালীন একটি নার্সারি স্কুলের সামনেও বোমা ও ইট পড়ে বলে অভিযোগ। পুলিশ জানায়, এলাকায় বিদ্যুৎ আনার কাজ চলছিল। কোন পাড়ায় ট্রান্সফর্মার বসবে, তা নিয়ে চাপান-উতোরেই সংঘর্ষ। যায় পুলিশ, র্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশ জানিয়েছে, কেউ হতাহত হয়নি। ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু এলাকায় বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। সেই কাজে বাধা দিতেই এলাকার কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্যে বাইরের কিছু দুষ্কৃতী এনে গোলমাল পাকিয়েছে।” হাওড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “কেউ গ্রেফতার হয়নি। তদন্ত চলছে।”

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকালে পুড়শুড়ার সোদপুর এলাকার বাসিন্দা পিন্টু সামন্ত (৩০) নামে ওই যুবক বাড়ি থেকে খেতে যাচ্ছিলেন। পুলিশ জানায়, তখনই ওই দুর্ঘটনা। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.