টুকরো খবর
সব্যসাচীর স্ত্রীকে মুক্তি দেবে ওড়িশা সরকার
মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডার স্ত্রী মিলি ওরফে শুভশ্রী পণ্ডাকে মুক্তি দেওয়া হবে বলে জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ইতালির পর্যটক পাওলো বোসুস্কো এবং বিজেডি বিধায়ক ঝিনা হিকাকার মুক্তি সুনিশ্চিত করতে কালই নবীন জানিয়েছিলেন আট মাওবাদী-সহ ২৭ জনকে মুক্তি দেওয়া হবে। আজ সেই ২৭ জনের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে আছে মাওবাদী নেত্রী শুভশ্রীর নাম। নবীন বলেন, “২৭ জনকে ছাড়ার জন্য আইনি পদক্ষেপ করবে ওড়িশা সরকার। আমাদের আশা মাওবাদীরাও পাওলো এবং হিকাকাকে মুক্তি দেবে।” ইতালির রাষ্ট্রদূতও আজ ভুবনেশ্বরে বৈঠক করেন নবীনের সঙ্গে। ইতিমধ্যেই হিকাকার মুক্তি নিয়ে সময়সীমা ৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে মাওবাদীরা। তাদের আগের দেওয়া সময়সীমা শেষ হল আজই।

বিলাসরাও ফের জমি-বিতর্কে
ফের জমি বণ্টন নিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ। পরিচালক সুভাষ ঘাইকে মহারাষ্ট্রে জমি দেওয়া নিয়ে তাঁর নির্দেশ বুধবার বাতিল করে সুপ্রিম কোর্ট। তার পরেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর একটি ফাঁস হওয়া রিপোর্ট নিয়ে শুরু হয়েছে হইচই। রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রী থাকার সময়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিলাসরাও কম দামে জমি ন। ‘মঞ্জরা চ্যারিটেবল ট্রাস্ট’ নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির তিনিই প্রতিষ্ঠাতা। সিএজি রিপোর্টে জানিয়েছে, মুম্বইয়ের বরিভেলির ওই জমি প্রথমে ডেন্টাল কলেজের জন্য দেওয়া হলেও চার বছরে কাজে একটুও এগোয়নি সংগঠনটি। ২০১১ সালের এপ্রিলে জমি অন্য কাজে ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে তারা। সিএজি-র রিপোর্ট এখনও মহারাষ্ট্র বিধানসভায় পেশ হয়নি। তার আগে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন বিলাসরাও। প্রত্যাশিত ভাবেই বিলাসরাওয়ের ইস্তফা দাবি করেছে বিজেপি। দলীয় মুখপাত্র নির্মলা সীতারামন বলেছেন, বিলাসরাওয়ের মন্ত্রী থাকার কোনও নৈতিক অধিকার নেই।

অন্ধ্রেও ঘাইয়ের জমি নিয়ে অনিয়ম
বিতর্ক পিছু ছাড়ছে না সুভাষ ঘাইয়ের। গত কালই মুম্বইয়ের শহরতলিতে তাঁর ফিল্ম ইনস্টিটিউটের জন্য বরাদ্দ ২০ একর জমি ফেরত দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিলাসরাও দেশমুখ ওই জমি সুভাষ ঘাইকে পেতে সাহায্য করেছেন বলে অভিযোগ উঠেছিল। আজ অন্ধ্রেও একই ঘটনা। সিএজি রিপোর্টে জানিয়েছে, কংগ্রেসেরই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির জমানায় নিয়ম লঙ্ঘন করে এই রাজ্যেও ঘাইয়ের ফিল্ম ইনস্টিটিউটের জন্য ২০.১০ একর জমি বরাদ্দ করা হয়। সরকারি নির্দেশে ২০০৯-এর ১৯ অগস্ট ঘাইকে জমি দেওয়া হয়। পরের বছর জানুয়ারিতে এক আবেদনের ভিত্তিতে অন্ধ্র হাইকোর্ট ওই সরকারি নির্দেশে স্থগিতাদেশ দেয়। অনিয়মের অভিযোগ ওঠায় জমি বণ্টনের বিষয়টি রাজ্য খতিয়ে দেখতে চায় বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

মাদক পাচার, ধৃত ৮ জওয়ান
মাদক দমন অভিযানে মণিপুরে ধরা পড়ল আইন রক্ষকের দল। উর্দি গায়ে নিষিদ্ধ মাদক ট্যাবলেট পাচার করার দায়ে রিজার্ভ ব্যাটালিয়নের ৮ জন জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। চান্ডেল জেলায় ঘটনাটি ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও আসাম রাইফেলস সাইবম লামখাই এলাকায় ইম্ফল-মোরে রোডে হানা দেয়। সেখানেই কর্তব্যরত অবস্থায় গ্রেফতার করা হয় ৮ জওয়ানকে। এদের নেতৃত্বে ছিলেন সুবেদার মহম্মদ জাহিরুদ্দিন। ধৃত বাকি সাত জন রাইফেলম্যান। তাঁদের হেফাজত থেকে ৯৩ কিলোগ্রাম নিষিদ্ধ এফিড্রিন ট্যাবলেট ও অন্যান্য নিষিদ্ধ মাদক মেলে। সিজেএম আদালত ধৃতদের ৯ এপ্রিল অবধি পুলিশ হাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ডিএনএ পরীক্ষায় মা পেল শিশু
সদ্যোজাত এক শিশুকন্যার অভিভাবকত্ব নিয়ে বিপাকে পড়েছিলেন জোধপুরের এক সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ। আজ ডিএনএ পরীক্ষার ফল প্রকাশে সেই সংশয় কাটল। গত ২৫ মার্চ ওই হাসপাতালে দুই দম্পতির এক কন্যা ও পুত্র সন্তান জন্মায়। শিশুপুত্রটিকে দেওয়া হয় পুনম কানোয়ার নামে এক মহিলার হাতে। ঘণ্টা দুয়েক পরই হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কন্যাসন্তানের বদলে ভুল করে তাঁদের ওই শিশুপুত্রটি দেওয়া হয়েছে। শিশুপুত্রটি আসলে অন্য মহিলা রেশমী দেবীর। এর পর শিশুপুত্রটির অধিকার নিয়ে কার্যত লড়াইয়ে নামেন ওই দুই দম্পতি। পুনম ও তাঁর স্বামী চয়ন সিংহ জানান ডিএনএ পরীক্ষা না হলে তাঁরা কন্যাসন্তানটিকে নেবেন না। গত এগারো দিন তাই মা-কে ছাড়াই ছিল ওই সদ্যোজাত। শেষে ডিএনএ পরীক্ষায় দেখা যায় কন্যাসন্তানটির জন্ম দিয়েছেন পুনমই। রাজস্থান হাইকোর্টে ওই রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। এর পরে শিশুকন্যাটির ভার নিতে রাজি হন ওই দম্পতি। কাদের গাফিলতিতে এই ভুল হল, তার তদন্ত শুরু করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংসদকে সম্মান সম্ভব নয়, জানালেন অণ্ণা-ঘনিষ্ঠ
অপরাধী-সাংসদের সংখ্যা যে ভাবে বাড়ছে, তাতে তাঁর পক্ষে সংসদের প্রতি আর সম্মান দেখানো সম্ভব নয় বলে জানালেন অরবিন্দ কেজরিওয়াল। অণ্ণা-ঘনিষ্ঠ কেজরিওয়ালকে সম্প্রতি অধিকারভঙ্গের নোটিস পাঠানো হয়েছিল। তারই জবাবে তিনি এ কথা জানান। কেজরিওয়াল বলেন, সংসদে অপরাধীর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলই দায়ী। তিনি হিসেব দিয়ে বলেন, ১৬২ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। এর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে খুন, ২০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ১৩ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সংসদের ভিতরে বসার চেয়ে বাইরে বসা সম্মানজনক বলে জানিয়েছেন কেজরিওয়াল।

ব্যবসায়ী অপহৃত অরুণাচলে
দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ করল দুষ্কৃতীরা। গত কাল, অরুণাচলের চাংলাং জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, কাল চারজন সশস্ত্র দুষ্কৃতী ইনাও শহরের বাজারে হানা দেয়। দুই দুষ্কৃতী যায় বিক্রম অগ্রবালের দোকানে, অপর দুইজন রাজীব অগ্রবালের দোকানে। রাজীববাবুকে ভয় দেখিয়ে, শূন্যে গুলি চালিয়ে অপহরণের চেষ্টা করা হলেও তিনি দোকান থেকে বের হননি। জনরোষের ভয়ে দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালায়। অন্য দুইজন অবশ্য বিক্রমবাবুকে ভয় দেখিয়ে অপহরণ করে । পরে বিক্রমবাবুকে নিয়ে তারা মানাভূম জঙ্গলের দিকে যায়। চাংলাং-এর এসপি তুম্মে আমো জানান, পুলিশ, সিআরপি ও আসাম রাইফেলস মিলিতভাবে অপহৃত ব্যবসায়ীর সন্ধান চালাচ্ছে। তবে, ঘটনার পিছনে নাগা জঙ্গিদের হাত নেই বলেই পুলিশের ধারণা।

তিন ভাইকে কুপিয়ে খুন
তিন ভাইকে নৃশংস ভাবে খুন করল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। নিহতদের মধ্যে বড় ভাই সোনু (২০) বাসের কন্ডাক্টর। বাকি দু’ভাই নরেন্দ্র (১৫) এবং মনজিত (১০) ছাত্র। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় পরিবারের বয়স্ক এক জনের। অন্ধকারের মধ্যে কেউ যেন পাঁচিল টপকে পালিয়ে গেল বলে মনে হয় তাঁর। কাছেই গোয়ালঘর। সেখানে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে খাটিয়ায় শুয়ে থাকা তিন ভাইয়ের দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় ও শরীরের অন্যান্য অংশে আঘাত করা হয়েছে।

দিল্লির স্টেশনে উদ্ধার ১৬ জন
পাচারকারীদের খপ্পর থেকে ১৬ জন বালক ও কিশোরকে উদ্ধার করল দিল্লি পুলিশ। উদ্ধার হওয়া বালকেরা পশ্চিমবঙ্গ, বিহার, ও নেপালের বাসিন্দা বলে জানায় পুলিশ। তাদের বয়স ৯ থেকে ১৬। ধরা পড়ে পাঁচ দালালও। এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে খবর পেয়ে পুরনো দিল্লি স্টেশনে অভিযান চালায় দিল্লি পুলিশ ও রেল পুলিশ। সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও ছিলেন। বিভিন্ন কারখানায় ও দোকানে কাজের টোপ দিয়ে তাদের লুধিয়ানা নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়ার পর ১৪ বছরের গিরিধর বলে, ‘‘আমার বাবা মা নেই। কিন্তু নেপালের বাড়িতে আমার আট ভাই-বোন রয়েছে। তাই কাজের খোঁজে বাইরে বেরিয়েছি।’’

ব্যাঙ্কে চুরি করে ধৃত ম্যানেজার
ব্যাঙ্ক থেকে চুরি করে ধরা পড়ে গেলেন এক ম্যানেজার। একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার সি এল এ ইয়েমনুল ভেবেছিলেন, তাঁর মতো উচ্চপদস্থ কর্মচারীকে কেউ চুরির ঘটনায় সন্দেহ করবে না। ছুটি থেকে ফিরে সিনিয়র ম্যানেজার বুঝতে পারেন চুরি গিয়েছে ২৪ লক্ষ টাকা। ব্যাঙ্কের এক মহিলা কর্মী পুলিশকে জানান, কিছু দিন আগে ম্যানেজারের হাতে দু’টি ব্রিফকেস দেখেছিলেন। ইয়েমনুলকে গ্রেফতার করে জেরা করতেই তিনি স্বীকার করেন কুকীর্তির কথা। টাকা উদ্ধার করতে তাঁর গ্রামের বাড়িতে যাচ্ছে পুলিশ।

মেঘালয়ে চার গারো জঙ্গি হত
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মেঘালয়ে চার জিএনএলএ জঙ্গির মৃত্যু হল। গত কাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, পূর্ব গারো হিলের মেন্দিপথার এলাকার কাছে গারো জঙ্গিরা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে এসডিপিও আদিত্য গোয়েঙ্কা বাহিনী নিয়ে এলাকায় হাজির হন। কেরাগালরাম গ্রামের কাছে, দুটি গাড়িতে থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশবাহিনীও পাল্টা গুলি চালায়। চার জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়, বাকিরা পালায়। নিহতদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

যন্ত্রে ওড়না জড়িয়ে মৃত্যু হল ছাত্রীর
গবেষণাগারে কাজ করার সময়ে যন্ত্রে ওড়না জড়িয়ে মৃত্যু হল এক ছাত্রীর। মঙ্গলবার রাতে তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। কাঠমান্ডু থেকে ভূমি বিজ্ঞান পড়তে এসেছিলেন সি শ্রীজনা। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কাজ করার সময়ে একটি যন্ত্রের ‘কনভেয়র বেল্টে’ ওড়না জড়িয়ে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়।

জারোয়া নিগ্রহ রোধে পদক্ষেপ
জারোয়া নিগ্রহ রুখতে, আন্দামান ট্রাঙ্ক রোড দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করল উপজাতি উন্নয়ন বিভাগ। ওই রাস্তায় কমিয়ে আনা হয়েছে সরকারি গাড়ির সংখ্যা। এক অফিসারকে নিয়োগ করা হয়েছে নজরদারির জন্য। জানুয়ারিতে এক দল বিদেশি পর্যটকের তোলা জারোয়া মহিলাদের নাচানোর ভিডিও ঘিরে বিতর্ক ছড়ায়।

হাসপাতালে নাতনিকে ফেলে গেলেন ঠাকুমা
তিন বছরের এক শিশুকন্যাকে হাসপাতালে ফেলে গেলেন তার ঠাকুমা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উপজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায়। হাসপাতাল সূত্রের খবর, চরম অপুষ্টিতে ভোগা শিশুটিকে দেখভাল করার আর্থিক ক্ষমতা না থাকায়, তাকে হাসপাতালেই ফেলে যান ঠাকুমা। শিশুটির মা-বাবা কাজের খোঁজে কিছু দিন আগে গুজরাত যাওয়ায় সে ঠাকুমার কাছেই ছিল।

সিগারেট না পেয়ে
সিগারেট চেয়ে না পাওয়ায় কারাগারের উঁচু জলের ট্যাঙ্কে চড়ে বসলেন এক বিচারাধীন বন্দি। সে সময়েই পরিদর্শনে আসার কথা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতিদের। জেল-সুপার শম্মী কুমার জানিয়েছেন, এক কর্মীর কাছে সিগারেট চেয়েছিলেন হভিন্দ্র পাল সিংহ নামের ওই বন্দি।

উদ্ধার শিশুকন্যা
এক নবজাতক শিশুকন্যাকে আজ নয়ডার সেক্টর ৬২ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাকে একটি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.