টুকরো খবর
মেট্রোর নিষিদ্ধ এলাকায় ঢুকে যুবক পাকড়াও
নিরাপত্তার ফাঁক গলে এক যুবক ‘নিষিদ্ধ’ বলে চিহ্নিত এলাকায় ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল মেট্রো রেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে এসপ্লানেড স্টেশনে। যুবকটিকে পুলিশের হাতে তুলে দেন কর্মীরা। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, যুবকটির নাম আমির হুসেন। তার বাড়ি গার্ডেনরিচ রোড এলাকায়। কিন্তু কী উদ্দেশ্যে সে মেট্রোর ভিতরে ঢুকে ‘প্রবেশ নিষেধ’ এলাকায় ঘোরাঘুরি করছিল, গভীর রাত পর্যন্ত তাকে জেরা করেও তা জানা যায়নি। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার (সাধারণ) প্রত্যুষ ঘোষ জানান, তাঁদের এক কর্মীই প্রথমে দেখতে পান, ‘এসি প্যানেল’ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এক অপরিচিত যুবক। সে মানসিক ভারসাম্যহীন কি না বা নেশাগ্রস্ত ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রাতেই তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রেল পুলিশের নজর এড়িয়ে সে ‘নিষিদ্ধ’ এলাকায় ঢুকে পড়ায় মেট্রোর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

ইন্ডোরের বিদ্যুৎ-বিভ্রাটে সাসপেন্ড দুই ইঞ্জিনিয়ার
বিদ্যুৎ-বিভ্রাটে মঙ্গলবার বিকেলে ইমামদের সম্মেলনে আচমকাই অন্ধকার হয়ে গিয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চে বসে। পাশে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায় এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। ওই ঘটনায় বৃহস্পতিবার দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে রাজ্যের পূর্ত দফতর। তাঁরা হলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপন ভট্টাচার্য এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোককুমার ঘোষ। সেই সঙ্গে ওই বিভ্রাটের তদন্তে একটি কমিটিও তৈরি করেছে রাজ্য সরকার। সে-দিন অবশ্য মিনিট দশেকের মধ্যেই গোটা স্টেডিয়ামে আলো ফিরে এসেছিল। তত ক্ষণ ক্যামেরার ফ্ল্যাশ এবং মোবাইল ‘অন’ করে খানিকটা আলো আনার চেষ্টা করেন সম্মেলনে হাজির প্রতিনিধিরা। সিইএসসি-র তরফে সে-দিনই জানিয়ে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ-বিভ্রাটের জন্য তাদের কোনও দায় নেই। অভ্যন্তরীণ কারণেই ওই ঘটনা ঘটেছে। তার পরেই তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

অটো ভাঙচুর করে বোমাবাজি
জমি কব্জা করা নিয়ে দুই প্রোমোটারের রেষারেষিতে উত্তপ্ত হয়ে উঠল দমদম থানার এয়ারপোর্ট-২ নম্বর গেট সংলগ্ন এলাকা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ একটি অটোরিকশায় ওই এলাকায় আসে জনা চারেক দুষ্কৃতী। তারা সেখানে একটি অটোরিকশা ভাঙচুর করে। তার পরে বোমা ছুড়তে ছুড়তে চলে যায়। ব্যারাকপুর কমিশনারেট সূত্রের খবর, প্রোমোটারি নিয়েই রেষারেষির জেরেই এই হামলা। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটির চালকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টেশন পরিদর্শন
যাত্রী স্বাচ্ছন্দ্য দেখতে বৃহস্পতিবার হাওড়া স্টেশন পরিদর্শনে যান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জি সি অগ্রবাল। সেখানে গিয়ে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেল আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গ্রীষ্মকালে স্টেশনে যাতে পানীয় জল সরবরাহের কোনও সমস্যা না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

‘আত্মহত্যার চেষ্টা’
মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে ‘আত্মহত্যার চেষ্টা’ করলেন এক মহিলা। পুলিশ জানায়, তাঁর বাড়ি বেলেঘাটায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তাকর্মীরা অনুমতি দেননি। এর পরেই তিনি একটি ক্লাবের সামনে গিয়ে বড়ি জাতীয় কিছু খেয়ে নেন। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় তিনি পিজি-তে ভর্তি।

নিজের অফিসে তাপস
আগাম জামিন মঞ্জুরের পরে বৃহস্পতিবার রাজারহাট-গোপালপুর পুরসভায় এলেন পুর-চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়। বুধবার বারাসত আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করে। এ দিন পুরসভায় তাপসবাবুকে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা। তাপসবাবু বলেন, “আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। ধর্মঘটের দিন গোলমালে আমার হাত থাকার কথা কেউ প্রমাণ করতে পারলে পুর-প্রধানের পদ থেকেই ইস্তফা দেব না, যে কোনও শাস্তি মাথা পেতে নেব।” তিনি আরও বলেন, “এক মাসের বেশি পুরসভায় না এলেও আমি আইনের আশ্রয়েই ছিলাম। অনেক কাজ জমে আছে। সেগুলি শেষ করতে হবে।” প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বামেদের ডাকা ধর্মঘটের দিন রাজারহাটে একটি স্কুল খোলাকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়। রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী চক্রবর্তীর দেহরক্ষী স্বপন মৃধার রিভলভার ছিনতাই ও এলাকায় গোলমাল করার অভিযোগে দু’টি মামলা হয় তাপসবাবুর বিরুদ্ধে।

তালা ভেঙে চুরি
ঘরের তালা ভেঙে অ্যাকোয়ারিয়াম চালানোর দামি পাম্প ও ৫০০০ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে, বিধাননগরের একটি বাড়িতে। বাড়ির সদস্য শুভ্রদীপ ঘোষ জানান, তাঁর ভাই অ্যাকোয়ারিয়ামের ব্যবসা করেন। বাড়িতেই তাঁর অফিস। বৃহস্পতিবার সকালে তাঁরা দেখেন, অফিসঘর লণ্ডভণ্ড। প্রায় দেড় লক্ষ টাকার জিনিস উধাও। এ দিনই দুপুরে রাজারহাট এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে চালককে মারধরের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। পুলিশ জানায়, বিধাননগরের একটি বিজ্ঞাপন সংস্থার মালিক ও এক তরুণী চিংড়িহাটা থেকে বিধাননগরের দিকে যাচ্ছিলেন। তখনই দু’জন মোটরবাইকে এসে গাড়ি থামিয়ে চালককে মারে ও গাড়ির কাচ ভেঙে দেয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তখন মোটরবাইক আরোহী গাড়ির চাবি খুলে ইস্টার্ন ড্রেনেজ ক্যানালে ফেলে পালায়।

মহাবীরের নামে
মহাবীর জৈনের নামে একটি মেট্রো স্টেশনকে চিহ্নিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল জৈন সমাজ। সমাজের এক প্রতিনিধিদল বৃহস্পতিবার মহাবীরের জন্মদিন উপলক্ষে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে দলের তরফে শান্তিলাল জৈন বলেন, “বৈঠকে রেলমন্ত্রী মুকুল রায়ও উপস্থিত ছিলেন। দু’জনেই আমাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন।” জৈন সমাজের অনুরোধ, বেলগাছিয়া স্টেশনের নাম চিহ্নিত করা হোক মহাবীরের নামে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.