আমদানি আইন আরও কঠোর করতে চায় কেন্দ্র |
আমদানি-রফতানিতে কর ফাঁকি রুখতে শুল্ক আইন আরও কঠোর করার প্রস্তাব দিল কেন্দ্র। এই প্রস্তাব অনুযায়ী, কেউ নিষিদ্ধ পণ্য আমদানি করলে বা এক কোটি টাকার বেশি দামের পণ্যে শুল্ক ফাঁকি দিলে কিংবা ৩০ লক্ষ টাকার বেশি অঙ্কের শুল্ক এড়িয়ে গেলে, তাকে এর আওতায় আনা হবে। সে ক্ষেত্রে তিন বা তার বেশি বছরের জেলের শাস্তিতে জামিন পেতে শুল্ক কর্তৃপক্ষের বদলে আদালত বা ম্যাজিস্ট্রেট-এর কাছে আবেদন করতে হবে। ২০১২-র অর্থবিলে এই প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
|
গোবর ও বিভিন্ন জৈব বর্জ্য থেকে রান্নার গ্যাস তৈরি করবে ফোনেক্স ইন্ডিয়া গোষ্ঠী। কর্তৃপক্ষের দাবি, ওই গ্যাস এলপিজি-র মতোই সিলিন্ডারে ভরে বিক্রি হবে। সিইও জ্যোতিপ্রকাশ দাস জানান, উত্তর ২৪ পরগনার সোনাপুকুরে ও দক্ষিণ ২৪ পরগনার মকরমপুরে তাঁরা দু’টি কারখানা গড়েছেন। শীঘ্রই সেগুলি চালু হবে।
|
ভারতে এই প্রথম শুধুমাত্র তাদের ছোট গাড়ি ‘মিনি’-র জন্যই আলাদা শোরুম খুলল বিএমডব্লিউ। বৃহস্পতিবার মুম্বইয়ে এটির উদ্বোধনে এসে এই ব্র্যান্ডের গাড়ি প্রদর্শনে বিএমডব্লিউ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আন্দ্রে স্কাফ। এর পর দিল্লি-সহ অন্যান্য শহরেও তারা এমন শোরুম খুলবে বলে দাবি জার্মান গাড়ি বহুজাতিকটির।
|
দু’বছরে ৪০০ কোটি টাকা লগ্নি করবে কলকাতার শ্রী বদ্রীনারায়ণ অ্যালয়জ অ্যান্ড স্টিলস্। অভিনেতা দেবকে শ্রীকন ব্র্যান্ডের টিএমটি বারের বিপণন দূত নিযুক্ত করেছে সংস্থা। |
কে ডি দিওয়ান হিন্দুস্তান কপারের নতুন সিএমডি হচ্ছেন।
|
বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল। তাই শেয়ার দর প্রকাশিত হল না। শুক্রবারও গুড ফ্রাইডে উপলক্ষে বাজার বন্ধ। তাই ফের বাজারে ফের লেনদেন হবে আগামী সোমবার। |