লস্কর-ই-তইবা প্রধান মহম্মদ হাফিজ সইদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে রাজি নয় পাকিস্তান। পাক সরকার জানিয়েছে, আমেরিকার হাতেও সইদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার কোনও প্রমাণ নেই। প্রমাণ না থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। লস্কর প্রধান সম্পর্কে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কারের কথা ঘোষণা করেছে আমেরিকা। বুধবার মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, হাফিজ কোথায় আছেন তা সবাই জানে। যদি আদালতে তাঁর বিরুদ্ধে পেশ করার মতো সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারেন তবেই তাঁকে পুরস্কার দেওয়া হবে। এই সূত্রেই আজ পাক বিদেশ দফতরের মুখপাত্র আব্দুল বাসিত বলেন, আমেরিকার ঘোষণা থেকেই বোঝা যাচ্ছে তাদের হাতেও সইদের বিরুদ্ধে প্রমাণ নেই। ‘সঠিক’ প্রমাণ পেলে পাকিস্তানও সইদের বিরুদ্ধে মামলা শুরু করতে পারে। বাসিতের দাবি, আমেরিকার কাছে সইদের বিরুদ্ধে প্রমাণ চেয়েছে পাকিস্তান। ওসামা বিন লাদেনের সঙ্গেও সইদের যোগ ছিল বলে সম্প্রতি দাবি করেন সিআইএ-র এক প্রাক্তন অফিসার। তা নিয়ে মন্তব্য করতে নারাজ পাক বিদেশ দফতর। উল্টে আন্তর্জাতিক আইনে কোনও ব্যক্তির মাথার দাম ঘোষণা স্বীকৃত কি না, তা নিয়ে প্রশ্ন তুলে বাসিত বলেন, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কোনও কাজ পাক সরকারের পক্ষে করা সম্ভব নয়।
|
ব্রিটেনে পড়াশুনো শেষের পর আরও দু’বছর সে দেশে কাজ করার যে সুযোগ এত দিন বিদেশি ছাত্রদের দেওয়া হত, তা বন্ধ করে দিল ক্যামেরন-সরকার। অভিবাসন কমাতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার থেকে নয়া নির্দেশিকা চালু হতে চলেছে। স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত তো বটেই, ইউরোপের বাইরের সব দেশের ছাত্রছাত্রীর ক্ষেত্রেই নয়া নিয়ম বর্তাচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন অনেকেই। বিশেষ করে ব্রিটেনে পড়ার খরচ তুলতে যাঁরা শেষের ওই দু’বছরের উপর নির্ভর করেন। পড়ার সময়কার খরচ তুলতে পাঠক্রম শেষের পর অনেকেই ওই দু’বছর ব্রিটেনে কাজ করেন। তা ছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে ভারতে গিয়ে চাকরি পেতেও সুবিধা হয়। কিন্তু এই সব সুযোগ-সুবিধায় জল ঢেলে দিল ব্রিটেন। এ বছর ব্রিটেনে পড়ার জন্য আবেদন জানিয়ে ব্যর্থ হন বহু ছাত্রছাত্রী। নয়া নির্দেশিকায় ছাত্রছাত্রীর সংখ্যা আরও কমে যাবে বলে মনে করা হচ্ছে।
|
লন্ডনে গত বছরের অগস্ট মাসে দাঙ্গা চলাকালীন চুরির দায়ে ধৃত কোটিপতি কন্যা লরা জনসনকে আজ দোষী সাব্যস্ত করা হল। তাঁর বাবা এক নামী বিপণন সংস্থার মালিক। আগামী ৩ মে লরার শাস্তি ঘোষণা করা হবে। লরার বিরুদ্ধে অভিযোগ, তিনি দাঙ্গাকারীদের সঙ্গে সারা শহর ঘুরে বেড়িয়েছিলেন। এমনকী লুঠ হওয়া বিভিন্ন জিনিসও নিজের গাড়িতে তোলেন তিনি। গত অগস্টে পুলিশের গুলিতে মার্ক দুগ্গান নামে এক যুবকের মৃত্যু হয়। তার পরই সারা শহর জুড়ে লুঠপাট শুরু হয়।
|
ফের হ্যাকিং বিতর্কের কেন্দ্রে রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য। ফোন হ্যাকিং বিতর্কে আপাতত বন্ধ মার্ডকের নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। এরই মধ্যে এ দিন মার্ডকেরই আর একটি প্রতিষ্ঠান স্কাই নিউজের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণে তারা দু’বার ই-মেল হ্যাক করে তার তথ্য তদন্তের জন্য ক্লিভল্যান্ড পুলিশের হাতে তুলে দিয়েছিল। তবে একই সঙ্গে স্কাই নিউজের দাবি, তারা কোনও মতেই ই-মেল হ্যাক করার পক্ষপাতী নয়। ওই দু’টি মেলের সঙ্গে জনস্বার্থ জড়িত থাকায় তারা ওই কাজ করেছিল।
|
৯/১১ কাণ্ডে ষড়যন্ত্রী হিসেবে খালেদ শেখ মহম্মদ-সহ পাঁচ জনের নাম ঘোষণা করল ওবামা প্রশাসন। এ দিন প্রতিরক্ষা দফতর সূত্রে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও শ্যাঙ্কসভিলে ৯/১১-হানায় ২৯৭৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে খালেদদের বিরুদ্ধে। আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন নৌ সেনার দফতর গুয়ান্তানামো বে-র বিশেষ সেনা আদালতে এদের বিচার শুরু হবে।
|
করাচিতে বন্দুকবাজদের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় কবি মঞ্জর ভোপালি ও ইকবাল আশহার। করাচিতে একটি কবি সম্মেলনে যোগ দিতে এসেছেন ভারতীয় কবিরা। রবিবার রাতে করাচির ক্লিফটনে যেখানে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে গিয়েছিলেন তাঁরা। তখনই হামলা চালায় বেশ কয়েক জন বন্দুকবাজ। ওই হামলায় অন্তত এক জন নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে মিনিট দশেক মাটিতে শুয়ে থাকতে হয়েছিল দুই কবিকে। |