টুকরো খবর
পরপর দু’দিন ডাকাতির চেষ্টা ব্যাঙ্কে
পরপর দু’দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতির চেষ্টা হল দুর্গাপুরে। তবে দু’দিনই অবশ্য দুষ্কৃতীরা সফল হয়নি। দুর্গাপুরে বি-জোনের ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের ভবন লাগোয়া একটি এটিএম কাউন্টার রয়েছে। মঙ্গলবার গভীর রাতে সেই এটিএম থেকে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু এটিএম ভাঙতে না পারায় তারা সফল হয়নি। বুধবার সকালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দেখেন, এটিএম কাজ করছে না। এর পরেই পুলিশের কাছে অভিযোগ করেন তাঁরা। বুধবার রাতে ফের হানা দেয় দুষ্কৃতীরা। এ বার তারা ব্যাঙ্কের একটি জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক খোলার সময়ে এক কর্মী দেখতে পান একটি জানালার গ্রিল খানিকটা ভাঙা। পুলিশকে খবর দেওয়া হয়। পরপর দু’দিন দুষ্কৃতী হানার খবর পেয়ে ব্যাঙ্কে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (ইস্ট) শুভঙ্কর সিংহ সরকার। ছিলেন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার সমীর ভট্টাচার্য। পুলিশ সমীরবাবু-সহ ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলে। এডিসিপি জানান, রাতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

জুলুম করে চাঁদা, অভিযুক্ত সিপিএমের ৬
ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠল সিটু নেতা তথা প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার, সিটু নেতা দিলীপ ঘোষ, স্বজন সিংহ রনধাওয়া-সহ ৬ সিপিএম নেতার বিরুদ্ধে। আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অলুহওয়ালিয়ার অভিযোগ, বার্নপুর বাসস্ট্যান্ডে কার্যত নথিগতভাবে সংখ্যাগরিষ্ঠ অংশই তাঁদের সংগঠনের সদস্য। তা সত্ত্বেও দিলীপবাবুরা ভয় দেখিয়ে জোর করে পরিবহণ কর্মীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ওই ছয় নেতার প্ররোচনাতেই ৫০ জন পরিবহণ কর্মী কিছু সমাজবিরোধী কাজ করছে বলে বৃহস্পতিবার হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।এ দিকে দিলীপ সরকারের পাল্টা অভিযোগ, সিটুর সঙ্গে সংসর্গ রাখার জন্য পরিবহণ কর্মীদের নানা রকম হুমকি দিচ্ছে আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যেরা। এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

রাজস্ব আদায়ে জোর, প্রাপ্তিও
আর্থিক বছর শেষ হতেই রাজস্ব আদায় নিয়ে কৃতিত্ব দাবি করছে জেলার নানা সরকারি দফতর। ভূমি ও ভূমি সংস্কার দফতর যেমন গত বারের ২৪ কোটির জায়গায় এ বছর ৫৬ কোটি টাকা আয় করেছে বলে জানান জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। বালি খাদান, ইটভাটা থেকে ইসিএলের কয়লাখনি, সর্বত্রই আয় বেড়েছে। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষারানি এ জানান, মহকুমা পরিহণ দফতরের আয় প্রায় ৪ কোটি ৮ লক্ষ টাকা বেড়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসা ইস্তক রাজস্ব আদায় বাড়ানোর প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

ক্লাস বন্ধ, ক্ষোভ অন্ডালে
মাসখানেক ধরে ক্লাস বন্ধ উখড়ার শুকোবাঁধ বাউরিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিকার চেয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, এক কর্মী ছুটিতে। পরিবর্তে অন্য এক কেন্দ্রের কর্মী রোজ এসে হাজিরা নেওয়ার পরে স্বয়ম্ভর গোষ্ঠীকে মিড-ডে মিলের সামগ্রী দিয়ে চলে যান। ভারপ্রাপ্ত কর্মী রাখীদেবীর কথায়, “একা দু’টো কেন্দ্রে কী ভাবে ক্লাস নেব? এটা যে সম্ভব নয়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানেন।” অন্ডালের সিডিপিও রুমান আঞ্জুম জানান, এক জন অতিরিক্ত কর্মীকে শুক্রবার থেকে ওই কেন্দ্রে পাঠানো হবে।

মাফিয়াকে জেরা
একটি পুরনো মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সিবিআইয়ের একটি দল বারাবনিতে যায়। নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট শান্তনু কর। ওই অবৈধ কয়লা কারবারের মামলায় অভিযুক্ত জয়দেব মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। সিবিআই অফিসারেরা এ দিন ইসিএলের সালানপুর কার্যালয়েও খোঁজ খবর করতে যান।

প্রেক্ষাগৃহে আগুন
বন্ধ থাকা অরুণ টকিজ প্রেক্ষাগৃহ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে বৃহস্পতিবার দুপুরে। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল আধিকারিক পরিমল ঘোষ বলেন, “অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধ থাকা প্রেক্ষাগৃহে শর্ট সার্কিটের কারণে যে এ সব ঘটেনি তা আমরা নিশ্চিত।”

ব্লক অফিসে ক্ষোভ
তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে দ্রুত জাতিগত শংসাপত্র প্রদান-সহ ২০ দফা দাবিতে বৃহস্পতিবার ব্লক অফিসে বিক্ষোভ দেখাল আদিবাসী অধিকার মঞ্চের রানিগঞ্জ জোনাল কমিটি। বিডিও-র হাতে দাবিপত্র তুলে দেয় তারা। বিক্ষোভকারীদের আরও দাবি, বিভিন্ন ভাতা প্রদান তরান্বিত করতে হবে। বিডিও সুবোধ ঘোষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্রটি পাঠিয়ে দেওয়া হবে।

দুর্গাপুরে পুর নির্বাচন ২৭ মে
দুর্গাপুর পুরসভার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হল। আগামী ২৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, ২৫ এপ্রিল নিবার্চনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার শেষ দিন ২ মে। পরের দিন তা পরীক্ষা করে দেখা হবে। তবে ভোট গণনার দিন এখনও চূড়ান্ত হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.