মিশন হাসপাতালে শিশুদের হার্টের জটিল অস্ত্রোপচার |
২০০৯ সালে সংখ্যাটা ছিল ৩০। দু’বছরে তা বেড়েছে দশ গুণেরও বেশি। দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে দুঃস্থ শিশুদের হার্টের অস্ত্রোপচার এ ভাবেই বছর বছর বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মূলত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাই হার্টের সমস্যায় ভোগা দুঃস্থ শিশুদের নিয়ে আসে। দেশের বাইরে পাকিস্তান, নাইজেরিয়া থেকেও শিশুরা আসে। খরচের একাংশ বহন করে ওই সংস্থা, বাকিটা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সংস্থার চার মার্কিন প্রতিনিধি হাসপাতাল দেখে কার্যত মুগ্ধ হয়ে যান। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানান, ওই সংস্থার মাধ্যমে বর্তমানে বছরে প্রায় সাড়ে তিনশো দুঃস্থ শিশুর হার্টের জটিল অস্ত্রোপচার হচ্ছে। কয়েক বছরের মধ্যে তাঁরা সংখ্যাটা হাজারে নিয়ে যেতে চান।
|
স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরানোর দাবিতে বুধবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন বাসিন্দারা। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “পুঞ্চার বাগদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি অবহেলার শিকার। হাল ফেরানোর দাবি জানানো সত্ত্বেও স্বাস্থ্য কর্তারা নজর দেননি।” মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশিকান্ত হালদার এ দিন অফিসে ছিলেন না। তাঁর দাবি, “কলকাতায় রয়েছি। স্বাস্থ্যকর্তারা সব সমস্যার কথা জানেন।” |