টুকরো খবর
দখল হঠাতে অভিযান
পুর-উদ্যোগে শিলিগুড়ির দোমাইলে অবৈধ দোকান উচ্ছেদ। নিজস্ব চিত্র।
অভিযান চালিয়ে পুরসভার জায়গা দখল করে বসে থাকা ব্যবসায়ীদের হঠিয়ে দিলেন কর্তৃপক্ষ। বুধবার সেবক রোডে ডন বস্কো মোড়ের কাছে পুরসভার জায়গা থেকে অন্তত ৮ জন ব্যবসায়ীকে তুলে দেওয়া হয়। পুর কর্তৃপক্ষের দাবি, মাস দু’য়েক আগেও অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। ফের তারা রাস্তার ধারে পুরসভার জায়গা দখল করে বসে কারবার শুরু করেন। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “সেবক রোডে ডনবস্ক মোড়ের কাছে পুরসভার নিজস্ব জায়গা রয়েছে। রাস্তার ধারে পুরসভার ওই জায়গার একাংশ দখল করে যাঁরা ব্যবসা করছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু দখলদার রয়েছে। তাদের সরিয়ে দিতে অভিযান চলবে।”

জল শোধনে প্ল্যান্ট
জল ‘আয়রন’ মুক্ত করতে প্ল্যান্ট চালু করল শিলিগুড়ির রানিডাঙার সশস্ত্র সীমা বল কর্তৃপক্ষ। বুধবার ডাঙ্গুজোত বিওপি’তে আনুষ্ঠানিক ভাবে ওই প্রকল্পের সূচনা করেন এসএসবি’ শিলিগুড়ি ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল এস কে গৌতম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক এবং সমাজসেবার কাজে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়া হয়।” উপস্থিত ছিলেন এসএসবি’র রানিডাঙা রেঞ্জের ডিআইজি সুভাষ কুমার।

যুব-মিছিল
পুলিশ আধিকারিক দময়ন্তী সেনকে বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। বুধবার শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ দেখানোর পরে হিলকার্ট রোডে মিছিল করে তারা। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর ঘোষ বলেন, “পার্ক স্ট্রিট কান্ডে অপরাধীদের আড়াল করার জন্যই দময়ন্তী সেনকে বদলি করা হয়েছে। এটা একটি প্রতীকি মাত্র। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি যা বলবেন সেটাই শেষকথা। এতে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হবে। অপরাধীরা উৎসাহিত হবে।”

বাবাকে খুন
হাড়িয়ার নেশা করে বাড়িতে অশান্তি করছিল ছেলে। প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শামুকতলা থানার বানিয়াডাবরি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম ইলিয়াস খড়িয়া (৬০)। অভিযুক্ত ফ্রান্সিস ঘটনার পর পালিয়েছে। শামুকতলার ওসি প্রবীণ প্রধান জানান, অভিযুক্ত ফ্রান্সিসের খোঁজে তল্লাশি চলছে।

দুর্ঘটনায় মৃত্যু
রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে এনজেপি তিনবাত্তি এলাকায়। রেল পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম গোপাল বসাক (৩৭)। তাঁর বাড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের সুকানন্তপল্লিতে।

আন্দোলনে যুব কংগ্রেস
গ্রন্থাগারগুলিতে সংবাদপত্র রাখা নিয়ে সরকারি নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে সই সংগ্রহ অভিযান শুরু করে দার্জিলিং জেলা যুব কংগ্রেস। বুধবার শিলিগুড়ি সেবক মোড়ে মঞ্চ তৈরি করে সই সংগ্রহ অভিযান চালানো হয়।

সই সংগ্রহ
গ্রন্থাগারগুলিতে সংবাদপত্র রাখা নিয়ে নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে সই সংগ্রহ শুরু করল দার্জিলিং জেলা যুব কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.