পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও জেলায় এক জন মহিলাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ করা হল। খাস মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম পুলিশ-জেলার এসপি হচ্ছেন সেই ভারতী ঘোষ। তিনি বর্তমানে ওই জেলারই অতিরিক্ত পুলিশ সুপার।
আইজি, ডিআইজি, এসপি এবং অতিরিক্ত এসপি স্তরের মোট ৬০ জন পুলিশ অফিসারের পদোন্নতি ও বদলির নির্দেশে বুধবার সই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধদমন শাখা) দময়ন্তী সেন ছাড়াও তালিকায় উল্লেখযোগ্য নাম হল ভারতীদেবীর। যিনি সিআইডি-তে থাকাকালীন খাদিম-কর্তা অপহরণ-তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পরে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর প্রতিনিধি হয়ে বিদেশেও গিয়েছিলেন।
ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের আরও তিন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে। মেদিনীপুর রেঞ্জের স্পেশাল আইজি/ডিআইজি বিনীত গোয়েলকে আনা হয়েছে সিআইডি-তে, তাঁর জায়গায় যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার এসপি লক্ষ্মীনারায়ণ মিনা।
দক্ষিণ ২৪ পরগনার নতুন পুলিশ সুপার হচ্ছেন প্রবীণ ত্রিপাঠী। বাঁকুড়া ও পুরুলিয়ার জেলার পুলিশ সুপার-রাও বদলি হয়েছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অশোক প্রসাদ পদোন্নতি পেয়ে মুর্শিদাবাদ রেঞ্জের পরবর্তী ডিআইজি হচ্ছেন।
এ দিকে, দার্জিলিঙের পুলিশ সুপার আনন্দকুমার দার্জিলিং রেঞ্জের ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দকুমারের কাজের প্রশংসা করে বলেছিলেন, “ও ভাল কাজ করছে। ওকে শিলিগুড়ির পুলিশ কমিশনার করা হবে।’’ |