স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে বরাহনগর মঠের সংস্কারের জন্য এক কোটি টাকা অনুদান দেবে রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দের সঙ্গে এক সৌজন্য-সাক্ষাৎকারে বেলুড় মঠে এসে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেলুড় মঠে আসেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যান স্বামী আত্মস্থানন্দের ঘরে। তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। সেখান থেকে বেরিয়ে মমতা যান বিবেকানন্দের ঘর ও মূল মন্দিরে। ৭টা ১০ মিনিটে বেলুড় মঠ থেকে বেরোন মুখ্যমন্ত্রী। মমতা এ দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও বেলুড় মঠ সূত্রে খবর, ১০০ বছরের পুরনো বরাহনগর মঠের সংস্কার করতে হলে মঠ সংলগ্ন দোকান ও কিছু পরিবারকে পুনর্বাসন দিতে হবে। এ জন্য আট কোটি টাকা প্রয়োজন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে আট কোটি টাকার আবেদন করেছিলাম। উনি জানান, এক কোটি দেবেন।” এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। |
বেলুড় মঠ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রামকৃষ্ণ মিশনের তরফে রেলের জায়গায় পার্কিং লট তৈরির আবেদন জানানো হয়। মমতা তা অনুমোদনও করেন। সেই মতো বেলুড় মঠের উল্টো দিকে জি টি রোডে তৈরি হয় পার্কিং লট। স্বামী সুবীরানন্দ বলেন, “ওই পার্কিং লটে এখন ১৫০টি গাড়ি থাকতে পারে। কিন্তু আমাদের প্রয়োজন প্রায় ৪৫০টি গাড়ি রাখার জায়গা। আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছি।” মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীকে বিষয়টি দেখতে বলেন। মুকুলবাবুও এ ব্যাপারে আশ্বাস দেন। এর পাশাপাশি, এ বারের বাজেটে বেলুড় পর্যন্ত মেট্রো সম্প্রসারণের যে প্রস্তাব রয়েছে, তা যাতে বেলুড় মঠ পর্যন্ত করা হয়, সেটিও রেলমন্ত্রীকে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। |