টুকরো খবর
চ্যাম্পিয়ন মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ
ছবি: গৌতম প্রামাণিক।
জেলা বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বহরমপুরের মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ। বুধবারের ফাইনালে বহরমপুর গোয়ালজান রিফিউজি হাইস্কুলকে ৩ উইকেটে হারিয়ে দেয়। এই নিয়ে পর পর দু-বার তারা চ্যাম্পিয়ানের খেতাব পেল। এ দিন নির্ধারিত ৪৫ ওভারের বদলে ৩০ ওভার খেলা হয়। মণীন্দ্রচন্দ্র ৭ উইকেটে ১৫২ রান তোলে। তাসিরুল শেখ অর্ধশতরান করেন। ৩৬ বলে তাঁর ৫০ রান ছাড়াও কৌশিক প্রামাণিক ১৯ বলে ২৫ রান করেন। উল্লেখযোগ্য রান করেন জিনারুল শেখ ২০ ও মানজারুল শেখ ১৫। গোয়ালজানের পক্ষে দোলন মণ্ডল ও ইনজামামুল হক ২টি করে উইকেট পান। গোয়ালজান রিফিউজি মাত্র ১০.৫ ওভারে ২৯ রান তুলে সকলেই আউট হয়ে যায়। মণীন্দ্রচন্দ্রের সফল বোলার তাসিরুল শেখ। তাসিরুল ৪ ওভারে ১০ রানে ৫টি উইকেট নেন। এ ছাড়াও সৌভিক ঘোষ ও বিপ্লব দাস ২টি করে এবং কৌশিক প্রামাণিক একটি উইকেট পান।

শ্মশানযাত্রীদের মার, ধৃত ১
কয়েক জন শ্মশানযাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ বান্টি সাহা নামে এক জনকে গ্রেফতার ও করেছে। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।” ধৃতকে এই দিন নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে নবদ্বীপ শ্মশানে এক আত্মীয়ের দাহ করে ফিরছিলেন আমতলার বাসিন্দা তাপস দেবনাথ এবং তাঁর পরিজনেরা। আচমকাই পাঁচেক যুবক তাপসবাবুদের ধরে তাঁদের কাছ থেকে মদ খাওয়ার টাকা দাবি করতে থাকেন বলে অভিযোগ। তাপসবাবুর সঙ্গী বিশ্বনাথ দেবনাথের স্ত্রী কল্পনাদেবী বলেন, “আপত্তি করায় ওই যুবকদের এক জন মদের বোতল বার করে স্বামীর মাথায় মারে। তিনি পড়ে যেতেই শুরু হয়ে যায় কিল-চড়-লাথি।” নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা বলেন, “নবদ্বীপে অনেক জায়গা থেকেই শ্মশানযাত্রীরা আসেন। পুলিশকে বলেছি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”

পুরপ্রধানের পদত্যাগ
পুরসভার ‘বোর্ড অফ কাউন্সিল’-এ নয়, বহরমপুরে এসে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেলেন মুর্শিদাবাদের পুরপ্রধান সৌমেন দাস। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ গোরাবাজারের বাসভবনে দেখা করে জেলা কংগ্রেস সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। এ ব্যাপারে অধীর চৌধুরী বলেন, “পুর-উন্নয়নে গতি আনতেই পুরপ্রধান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পতদ্যাগ করে দলের কর্মী হিসেবে সৌমেন দৃষ্টান্ত তৈরি করল।” তবে অনাস্থা এনে ওই পুরসভার কংগ্রেস কাউন্সিলরেরা যে ‘ঠিক কাজ’ করেননি পাশাপাশি তাও জানিয়েছেন তিনি। নতুন কে পুরপ্রধান হবে সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

বাস দুর্ঘটনায় জখম ১৮ যাত্রী
বাস দুর্ঘটনায় জখম হয়েছেন ১৮ জন। বুধবার বেলডাঙার কালীতলা মোড়ে রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা বেলডাঙা গ্রামীন হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ভিড়ে ঠাসা ওই বেসরকারি বাসটি আমতলা থেকে বেলডাঙা যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের একটি গর্তে পড়ে যায় বাসটি। এর পর উত্তেজিত জনতা রাস্তা ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে। তাদের অভিযোগ, বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে মেরামতির কাজ চলছে। প্রায় অর্ধেক রাস্তা জুড়ে কাজ চলতে থাকায় পর্যাপ্ত জায়গা না পেয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। পরে পুলিশ এসে বাসটিকে গর্ত থেকে তুলেছে।

জাল নোট-সহ গ্রেফতার দুই
চার লক্ষ টাকার জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলা পুলিশের ‘স্পেশাল অপারেশন স্কোয়াড’ (এস ও এস)। বুধবার সকালে বহরমপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাসের কাছ থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায় ধৃতদের নাম, আজাবুল শেখ ও সামিউল ইসলাম। ২২ বছর থেকে ২৫ বছর বয়সের ওই দুই যুবকের বাড়ি মালদহের কলিয়াচকে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিশেষ সূত্রে আগাম খবর পেয়ে ওদের গ্রেফতার করা হয়। ওদের কাছে হাজার টাকার ৪০০টি নোট মিলেছে।” এই নিয়ে দু’মাসে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রায় ১৫ লক্ষ জাল টাকা বাজেয়াপ্ত করেছে।

পুকুরে মিলল মহিলার দেহ
পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কান্দির বেলুনগ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কাত্যায়নী ঘোষ (৫১)। তাঁর বাড়ি বেলুনগ্রামেই। মঙ্গলবার সকালে ওই জলাশয়ের ধারে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর পর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে ওই জলাশয়ের জলে তাঁর মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশের অমুমান, পুকুরে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধর্ষণের নালিশ, গ্রেফতার যুবক
পাঁচ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবলু মণ্ডল। বাড়ি জলঙ্গির কাজিপাড়ায়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই মেয়েটিকে ধর্ষণ করে বাবলু। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। ওই দিন রাতেই মেয়েটির বাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই দিন রাতেই বাবলুকে গ্রেফতার করে পুলিশ।

অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। বুধবার সকালে এলেমনগরের কাছের একটি পেট্রোল পাম্পের কাছের একটি মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। অনুমান, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.