হোসে রামিরেজ ব্যারেটোকে মরসুমের শেষ ম্যাচে বিদায়-সংবর্ধনা জানাবে মোহনবাগান। যুবভারতীতে পুণেএফসি-র বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচে বা কলকাতা লিগের শেষ ম্যাচে এই অনুষ্ঠান হবে। সচিব অঞ্জন মিত্র বুধবার বলেন, “ব্যারেটোকে মরসুমের শেষ ম্যাচে সংবর্ধনা জানাব। ওর সঙ্গে আলোচনা চলছে।” সুনীল ছেত্রী এ দিন ক্লাবের শো-কজের জবাব দিয়েছেন। লিখেছেন, “কোচের (প্রশান্ত বন্দ্যোপাধ্যায়) অনুমতি নিয়েই দুবাইতে গিয়েছিলাম।” সচিব বললেন, “ক্লাবের নিয়ম হল কর্তাদের কাছে ছুটির আবেদন করতে হয়। যিনিই শৃঙ্খলাভঙ্গ করবেন তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” প্রশান্ত ‘অনুমতি’ দেওয়ার কথা মানতে চাননি। বললেন, “ওরা সবাইকেই কোচ বলে। সে জন্য সুনীল ‘কোচ’ লিখেছে। আসলে বাবলুদার কাছ থেকে অনুমতি নিয়েছিল।”
|
বিশ্বজিৎ ভট্টাচার্যের চিরাগ কেরলকে ৪-০ গোলে উড়িয়ে আই লিগে দু’নম্বরে উঠে এল সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্স। ইস্টবেঙ্গলের মতোই তাদের পয়েন্ট ৪১। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ভাল ফলের দৌলতে তারা দু’নম্বর। মাহনবাগান নেমে গেল ছয় নম্বরে। ডেম্পোর পরে রয়েছে চার্চিল (৪১), ইস্টবেঙ্গল (৪১), পুণে এফ সি (৪০), সালগাওকর (৩৯), মোহনবাগান (৩৯) প্রয়াগ (৩৫)। আর চারটি ম্যাচ বাকি। এ দিন চার্চিলের হয়ে হ্যাটট্রিক করেন ওপারা।
|
সুবার্বনের ট্রায়াল টাউন মাঠে। ৫-৭ এপ্রিল। বিকেল তিনটেয়।
রেনবো ক্লাবের ট্রায়াল বাটা মাঠে শনিবার বিকেল তিনটেয়।
|