নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
চার দাঁতালের হামলায় মঙ্গলবার রাতভর জেগে কাটাল গঙ্গাজলঘাটি থানার বড়বাইদ ও ডাংজুড়িয়া গ্রাম। মঙ্গলবার রাতে বাসিন্দারা মশাল, পটকা নিয়ে হাতিদের পিছু ধাওয়া করেন। শেষে গম ও কুমড়ো খেত তছনছ করে দুর্লভপুরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া একটি সিমেন্ট কারখানার পাঁচিল ভেঙে বুধবার ভোরে তারা জঙ্গলে ঢোকে। |
বিষ্ণুপুর রেঞ্জে দলমার হাতি। ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
বড়বাইদের বাসিন্দা তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নিমাই মাজির অভিযোগ, “এক রাতেই আমাদের এলাকার প্রচুর জমির ফসলের ক্ষতি হয়েছে।” ডিএফও (উত্তর) এস কুলান ডেইভাল বলেন, “দলমার দলছুট চারটি দাঁতাল ওই এলাকায় ঢুকে গোলমাল করে বলে শুনেছি। বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে।” এ দিকে বিষ্ণুপুর শহরের কাছে বাসুদেবপুরে ২২ টি হাতির দল চলে আসায় সতর্কতা জারি করেছে বন দফতর। ডিএফও (বিষ্ণুপুর) বিদ্যুৎ সরকার বলেন, “হাতির দলের সামনে না যাওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রাতে গাছ কেটে পর পর চুরির ঘটনা ঘটে চলেছে দক্ষিণ দিনাজপুরে হিলি থানার বিনশিরা এলাকায়। এক মাস ধরে রোজ নিয়ম করে কাঠচোর, দুষ্কৃতীদের হানায় এলাকার খাঁড়ি ও রাস্তার ধার থেকে বন দফতরের লাগানো আকাশমণি, কদম, ইউক্যালিপ্টাস গাছ কাটা পড়ছে বলে অভিযোগ। পরিবেশ প্রেমী বাসিন্দাদের অভিযোগ, বন দফতর এবং স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও ব্যবস্থা হচ্ছে না। বালুরঘাটের বন দফতরের বিট অফিসার আব্দুর রেজ্জাক ওই এলাকা থেকে প্রতি রাতে গাছ কাটার খবর পেয়েছেন। তাঁর বক্তব্য, “গাছগুলি গত ১৫-২০ বছর আগে লাগিয়ে স্থানীয় পঞ্চায়েতকে হস্তান্তর করা হয়েছে। পঞ্চায়েত প্রধানকে পুলিশের কাছে অভিযোগ করে এ বিষয়ে নজরদারি রাখতে বলা হয়েছিল।” তবে ব্যাপারটি তিনি দেখছেন বলে বিট অফিসার আশ্বাস দিয়েছেন। বিনশিরা গ্রাম পঞ্চায়েতের আরএসপি প্রধান আঙুর লাহা বলেন, “বিষয়টি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি। পুলিশকেও জানানো হয়েছে।” পরিবেশ প্রেমীদের অভিযোগ, পঞ্চায়েত ও বন দফতর তৎপর না হলে অচিরেই ওই এলাকা থেকে সবুজ উধাও হয়ে যাবে।
|
প্রকৃতিপাঠ শিবিরে চা তৈরির প্রক্রিয়া ও ভেষজের উপকারিতা সম্পর্কে সচেতন হল অরবিন্দনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। বুধবার ২২ ছাত্রী কার্তিকা চা বাগান ও রাজাভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে যায়। চা তৈরির প্রক্রিয়া ও পরে ভেষজের উপকারিতা সম্পর্কে তাদের সচেতন করা হয়। |