টুকরো খবর |
সুভাষ ঘাইকে জমি ছাড়তে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফিল্ম ইনস্টিটিউট তৈরির জন্য মহারাষ্ট্র সরকার তাঁকে ২০ একর জমি দিলেও সেই জমি ফিরিয়ে দিতে বলিউড পরিচালক সুভাষ ঘাইকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০৪ সালে মুম্বই শহরতলি এলাকায় ওই জমি পেতে তাঁকে সাহায্য করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ।
কিন্তু সুপ্রিম কোর্ট আজ বম্বে হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনও মুখ্যমন্ত্রী কাউকে বিশেষ সুবিধা দিতে পারেন না। মহারাষ্ট্র সরকার তার পছন্দের লোককে প্রচুর টাকার বিনিময়ে জমি দিয়েছিল। বিচারপতি এইচ এল দত্তু এবং বিচারপতি সি কে প্রসাদের বেঞ্চ আজ বলেছে, “ওই জমি দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। সুভাষ ঘাই বড় পরিচালক হতে পারেন কিন্তু এমন আরও বড় পরিচালক আছেন। তাঁকেই কেন পছন্দ করে জমি দেওয়া হল?” তবে ওই জমির জন্য নিলামে তিনি অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছে কোর্ট।
|
পরিচারিকাকে নিগ্রহ, জেলে দম্পতি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পরিচারিকাকে ফ্ল্যাটে আটকে রেখে তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন যে চিকিৎসক দম্পতি, আজ তাঁদের দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রচারিত হতেই দেশে ফিরে আসেন সঞ্জয় ও সুনীতা বর্মা নামে ওই দম্পতি। গোপন সূত্রে খবর পেয়ে এক শপিং মলের সামনে থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। কাল ওই দম্পতির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ১৩ বছরের পরিচারিকাকে আটকে রেখে মারধর করার অভিযোগ আছে ওই দম্পতির বিরুদ্ধে।
|
টু-জি বণ্টন স্বত্ব বাতিলে কোর্ট অনড় |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি দুর্নীতি নিয়ে শীর্ষ আদালতের রায়ে ফের মুখ পুড়ল ইউপিএ সরকারের। একই সঙ্গে দুর্নীতি-প্রশ্নে আবারও অস্বস্তি বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের। টু-জি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জমা পড়া সমস্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং এস রাধাকৃষ্ণনের বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করে। উল্লেখ্য, খারিজ হওয়া সাতটি আবেদনের মধ্যে একটি এসেছিল খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই। খারিজ হয় পাঁচ সংস্থা-সহ এ রাজার আবেদনও। টুজি কেলেঙ্কারিতে চিদম্বরমের ভূমিকা নিয়ে তদন্তের আবেদনের শুনানিও শুরু করেছে সুপ্রিম কোর্ট। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করে, টুজি বণ্টন সংক্রান্ত সমস্ত দুর্নীতির ব্যাপারে প্রথম থেকেই জানতেন চিদম্বরম। তাই এই মামলায় তাঁকেও জেরা করা হোক। এ দিনই বিচারপতি সিঙ্ঘভি ও রাধাকৃষ্ণনের বেঞ্চ ওই স্বেচ্ছাসেবী সংস্থার বক্তব্য শোনে। ফলে সিবিআই আদালতে ‘ক্লিনচিট’ পেলেও চিদম্বরমের জন্য অস্বস্তির কাঁটা থাকছেই।
|
টাকা সমেত এটিএম উপড়ে নিল চোরেরা |
সংবাদসংস্থা • আমদাবাদ |
নিছক টাকা লুঠ নয়, আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে গেল এক দল চোর। সোমবার রাত তিনটে নাগাদ এই ‘অভিনব’ চুরির ঘটনাটি ঘটেছে আমদাবাদের মণিনগরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের একটি শাখায়। সে সময় মেশিনটিতে ২১ লক্ষ টাকা তো ছিলই, সেই সঙ্গে চোরদের উপরি পাওনা আড়াই লাখেরও বেশি দামি মেশিনটি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চুরির সময় সেখানে অন্তত চার জন ছিল। ডিসিপি মণীন্দ্র পওয়ার জানান, চোরেরা প্রথমে এটিএমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে যোগাযোগ কেটে যায় প্রধান অফিসের সঙ্গে। এটিএমের সিসিটিভি-ও ছিল অকেজো। ছিলেন না কোনও নিরাপত্তা রক্ষীও। ফলে অনায়াসেই টাকাভর্তি মেশিন উপড়ে সেটিকে ট্রাকে তুলে চম্পট দেয় চোরেরা। প্রতি শনিবার ৩০ লক্ষ টাকা ভরা হত ওই এটিএমে। পুলিশের ধারণা, চোরেদের কাছে এই খবর ছিল। এবং সে ক্ষেত্রে ব্যাঙ্কেরই কেউ এর সঙ্গে জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের। এসবিআইয়ের কোনও এটিএমের যোগাযোগ বিচ্ছিন্ন (অফলাইন) হলেই সঙ্গে সঙ্গে স্থানীয় শাখা তো বটেই, মুম্বইয়ে ব্যাঙ্কের সদর দফতরেও সতর্কবার্তা যায়। এ ক্ষেত্রেও তা-ই হওয়ার কথা। কিন্তু এই বন্দোবস্ত সত্ত্বেও অনায়াসেই ‘কাজ সেরেছে’ চোরেরা। ফলে পুলিশ মনে করছে, গোটা বিষয়টিতে ফাঁক রয়েছে বিস্তর।
|
৮ মাওবাদী-সহ ২৭ জনকে মুক্তি দেবে ওড়িশা |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
শেষ পর্যন্ত মাওবাদীদের শর্ত মেনে নিল ওড়িশা সরকার। বিজেডি বিধায়ক ঝিনা হিকাকা এবং ইতালির পযর্টক পাওলো বোসুস্কোর মুক্তি নিশ্চিত করতে আট মাওবাদী-সহ ২৭ জন জেলবন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিধায়কের মুক্তির ব্যাপারে মাওবাদীরা রাজ্য সরকারকে ৫ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল। হিকাকাকে সুস্থ অবস্থায় মুক্তি দেওয়ার জন্য মাওবাদীদের আবেদন জানাল ওড়িশা বিধানসভা। নবীন পট্টনায়ক বলেন, “মাওবাদীদের হাতে বন্দি হিকাকাকে নিয়ে বিধায়করা গভীর উদ্বিগ্ন। আমরা সকলেই তাঁকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছি। ইতালির পর্যটক পাওলো বোসুস্কোর মুক্তি নিয়েও ফের মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। শনিবার আলোচনা থেকে সরে দাঁড়িয়েছিলেন মধ্যস্থতাকারী বি ডি মিশ্র এবং দণ্ডপাণি মহান্তি। সোমবারই মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডা হুমকি দিয়েছিলেন, তাঁদের দাবি মানতে দেরি হলে পাওলোর ব্যাপারে ‘চরম’ সিদ্ধান্ত নেবেন তাঁরা। মাওবাদীদের এই হুমকির পরই স্বরাষ্ট্রসচিব ইউ এন বেহরার নেতৃত্বে তিন সদস্যের একটি দল আলোচনা শুরু করে মধ্যস্থতাকারীদের সঙ্গে।
|
আইআইটির ছাত্র নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আট দিন কেটে গেল, আজও সন্ধান মেলেনি আইআইটি গুয়াহাটির নিখোঁজ ছাত্র পি দেবদত্ত নায়ডুর। ছেলের সন্ধানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে গুয়াহাটিতে এসেছেন দেবদত্তের উদ্বিগ্ন বাবা পি শ্রীনিবাস। তিনি অন্ধ্র পুলিশে অন্যতম ডিএসপি। কিন্তু, নিখোঁজ ছাত্রের ব্যাপারে এখনও পুরোপুরি অন্ধকারে আইআইটি কর্তৃপক্ষ। আইআইটির জনসংযোগ আধিকারিক লাবানু কে রাজকোঁয়র জানান, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার বি টেক দ্বিতীয় বর্ষের ছাত্র দেবদত্ত গত ২৭ মার্চ ক্লাস শেষ হওয়ার পরে বন্ধুদের জানিয়েছিলেন, তিনি গুয়াহাটি শহরে যাচ্ছেন। এরপর, ছাত্রাবাস থেকে তিনি বের হয়ে যান। রাতে ফেরেননি। পরের দিনেও ক্লাসে না আসায় দেবদত্তের খোঁজখবর শুরু হয়। কিন্তু, এই ছাত্রের আর কোনও খোঁজ মেলেনি। এমন কী তাঁর মোবাইলটিও সেই থেকে পরিষেবা সীমার বাইরে। দেবদত্তের বাবা পি শ্রীনিবাস জানান, ২৬ মার্চ জরুরি ভিত্তিতে ৮ হাজার টাকা পাঠাতে বলেছিল ছেলে। জানিয়েছিল, খুব জরুরি দরকার। শ্রীনিবাস ৩ হাজার টাকা পাঠিয়েছিলেন। মোবাইলের সূত্র ধরে বা অন্য কোনও ভাবে দেবদত্তের সন্ধান পায়নি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, ২৭ মার্চ সন্ধ্যায় ব্রহ্মপুত্র পার হওয়ার সময় নৌকা থেকে এক যুবক জলে পড়ে গিয়েছিলেন। ওই যুবকের দেহ উদ্ধার হয়নি। দেবদত্তের ছবি মাঝিদের দেখানো হয়। কিন্তু মাঝিদের কেউই জলে পড়ে যাওয়া যুবকের সঙ্গে দেবদত্তের ছবির মিল নিয়ে নিশ্চিত নন।
|
বিস্ফোরক-সহ ধৃত দম্পতি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পশ্চিম ইম্ফলে এক দম্পতির কাছ থেকে মিলল প্রচুর পরিমাণ বিস্ফোরক। তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কাদাংবাঁধ এলাকায় বাস করছিলেন লেইচোংবাম ধনবীর ওরফে ধনা ও টংব্রাম নিংগোল লেইচোনবাম ওংবি বিনারানি। পুলিশের দাবি, এই দম্পতির সঙ্গে মাওবাদী কমিউনিস্ট পার্টির যোগাযোগ আছে। পশ্চিম ইম্ফলে অর্থ সংগ্রহের কাজ করেন তাঁরা। সম্প্রতি দুই মাওবাদী জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে ওই দম্পতির কাছে বিস্ফোরক রয়েছে। এর পরেই কাল পুলিশ ধনবীরের বাড়িতে হানা দেয়। গ্রেফতার করা হয় স্বামী-স্ত্রী দুইজনকেই। জেরায় তাঁরা জানান, মাওবাদী নেতা সানাথোই তাঁদের কাছে একটি ব্যাগ রাখতে দিয়েছেন। সেই ব্যাগে মেলে রসগোল্লার কৌটোয় রাখা দু’টি আইইডি। একটির ওজন দুই কিলো ও অন্যটি আড়াই কিলো। আর ছিল, সাতটি নেওজেল ৯০ বিস্ফোরক, নাগপুরে তৈরি ক্লাস ২, ২৫ মিলিমিটার বিস্ফোরক, পাঁচটি কর্ডেক্স ডিটোনেটর, একটি বৈদ্যুতিন ডিটনেটর। পুলিশের দাবি, ওই দম্পতি নিয়মিত অস্ত্র পাচারের কাজে জড়িত ছিলেন। সেই সঙ্গে দলের নেতাদের কথা মতো ব্যবসায়ী বা নগর পঞ্চায়েত সদস্যদের হুমকি চিঠি পৌঁছে দেওয়া ও তোলা আদায়ের কাজও করতেন তারা।
|
চারতলা থেকে পড়ে মৃত্যু ছাত্রের |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মোবাইলে আসক্তি আবার হয়ে উঠল মৃত্যুর কারণ। জামশেদপুর এনআইটির প্রথম বর্ষের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র তিন দিন আগে মোবাইল ফোনে কথা বলতে বলতে পড়ে যায় ছাত্রাবাসের চারতলা থেকে। গুরুতর জখম অবস্থায় উত্তম কুমার নামে ওই তরুণকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে তিনদিন লড়াই করার পর আজ সকালে তার মৃত্যু ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্রটির বাড়ি ধানবাদে। গত রবিবার ছুটির দিনে ছাত্রাবাসের চারতলা থেকে পা ঝুলিয়ে সে কারও সঙ্গে মোবাইলে কথা বলছিল। ফোনে কথা বলতে সে এতটাই অন্যমনস্ক হয়ে পড়ে যে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায়।
|
মিজোরামে চিদম্বরম |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করতে ও বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখার উদ্দেশে মিজোরাম এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। আজ শিলচর বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে আইজল যান তিনি। রিয়াং শরণার্থীদের ত্রিপুরা থেকে দফায় দফায় মিজোরাম পাঠানো হচ্ছে। সেই কাজ সরেজমিনে দেখতেই চিদম্বরমের সফর। আজকের রাত রাজভবনে কাটিয়ে আগামী কাল পশ্চিম মিজোরামের যে সব গ্রামে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে সেগুলি চিদম্বরম ঘুরে দেখবেন। শরণার্থীদের সঙ্গেও কথা বলবেন তিনি। রাজভবনে চিদম্বরম রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পুলিশ ও আধা-সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন।
|
জঙ্গি-পুলিশ গুলির লড়াই ধানবাদে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মাওবাদী জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে কেঁপে উঠল পাহাড়-জঙ্গলে ঘেরা ধানবাদের টুন্ডি ব্লক। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় গুলির লড়াই। পাহাড়ের উপরে থাকায় প্রথম দিকে লড়াইয়ে সুবিধাজনক জায়গা পেয়ে যায় জঙ্গিরা। পাহাড়ের উপর থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। সিআরপি জওয়ান সঞ্জীত সিংহের পেটে গুলি লাগে। ধানবাদ সেন্ট্রাল হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কপ্টারে করে রাঁচিতে এনে রিজিওন্যাল ইনস্টিটিউট এফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। জঙ্গিদের হতাহত হওয়ার খবর নেই।
|
সংবাদপত্র বাছাই নিয়ে জবাব চান কাটজু |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সাংবাদিক ইউনিয়নের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাইলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই)-র চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে নির্দিষ্ট কয়েকটি সংবাদপত্র রাখার ফতোয়া জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অভিযোগ পেয়ে রাজ্যের তথ্যসচিবকে চিঠি দেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব এর উত্তর দেওয়ার কথাও জানিয়েছেন কাটজু। সম্প্রতি রাজ্যের একটি নির্দেশিকায় সরকারি অনুদানপ্রাপ্ত ২,৫০০ গ্রন্থাগারকে বহুল প্রচারিত বাংলা এবং ইংরেজি সংবাদপত্রগুলির বদলে আটটি নির্দিষ্ট সংবাদপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাটজু বলেছেন, “মনে হচ্ছে রাজ্য সরকার জনগণকে নিজেদের বাছাই করা সংবাদপত্র পড়াতে চায়। গণতান্ত্রিক সমাজে এমনটা মানা যায় না। কারণ এমন নির্দেশ মৌলিক অধিকার বিরোধী।”
|
মাওবাদী নেতার আত্মসমর্পণ |
সংবাদসংস্থা • মালকানগিরি |
ওড়িশার মালকানগিরি জেলায় আজ আত্মসমর্পণ করলেন শীর্ষ স্তরের এক মাওবাদী নেতা সন্ন্যাসী পূজারি। পাপলুর মাওবাদী দলমের এরিয়া কমান্ডার মধ্য তিরিশের পূজারি এ দিন ধরা দেন জেলার পুলিশ সুপার অনিরুদ্ধ সিংহের কাছে। আত্মসমর্পণের পর দীর্ঘ এগারো বছর বনজঙ্গলে কাটানো এই জঙ্গি নেতা বলেন, “মাওবাদীদের আদর্শ ও কার্যকলাপ দেখে আমি বীতশ্রদ্ধ। সে জন্যই এ বার ফিরতে চাই জীবনের মূল স্রোতে।” পুলিশ সুপার জানান, আত্মসমর্পকারী জঙ্গিদের জন্য সহায়তা দানের যে সরকারি নীতি আছে, পূজারিকেও সেই সাহায্য দেওয়া হবে।
|
নৌবাহিনীতে আইএনএস চক্র |
সংবাদসংস্থা • বিশাখাপত্তনম |
ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল যুদ্ধজাহাজ অকুলা ২ শ্রেণির নেরপা-আইএনএস চক্র। রুশ প্রযুক্তিতে তৈরি পরমাণুশক্তি চালিত এই ডুবোজাহাজটি রাশিয়া থেকে ১০ বছরের লিজে ভারতে আনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বিশাখাপত্তনম বন্দরে এই কথা ঘোষণা করেন। পরমাণুশক্তি চালিত ডুবোজাহাজ অল্প দেশেই আছে। তালিকায় যুক্ত হল ভারতও।
|
বৃদ্ধাকে ধর্ষণে উদ্বিগ্ন আদালত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বয়স যা-ই হোক না কেন, রাজধানীতে কোনও মহিলাই সুরক্ষিত নন, এ কথা আজ স্বীকার করে নিল আদালত। আজ একটি ধর্ষণ মামলার রায় ঘোষণা প্রসঙ্গে এই মন্তব্য করেন অতিরিক্ত দায়রা বিচারপতি সঞ্জীব কুমার। ৭৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ২২ বছরের যুবককে। রিকশাচালক যুবকটি তাঁর যাত্রী ওই বৃদ্ধা মহিলার নাকে রাসায়নিক লাগানো রুমাল চাপা দিয়ে তাঁকে অচেতন করে ফেলে। পরে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে যুবকটি।
|
হেরোইন উদ্ধার |
হেরোইন কারখানার সন্ধান মেলার সপ্তাহখানেকের মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলে উদ্ধার হল প্রায় তিন কিলোগ্রাম হেরোইন। যার বাজার মূল্য চার কোটি পঁচিশ লক্ষ টাকা। এনসিবি, মণিপুরে মাদক কারখানার সন্ধান পাওয়ার পরেই মণিপুর-নাগাল্যান্ড-মায়ানমার জুড়ে হেরোইন ব্যবসার জাল ও প্রসার সম্পর্কে সতর্ক হয় পুলিশ। নাগাল্যান্ড পুলিশের গোয়েন্দা বিভাগের মাদক দমন শাখার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে ইম্ফল থেকে ডিমাপুরগামী বাসে নিয়মমাফিক তল্লাশি চালানো হচ্ছিল। তখনই মহম্মদ সাজাদ খান নামে এক যাত্রীর স্যুটকেসে মেলে হেরোইন। গোপন কুঠুরি বানিয়ে চারটি প্যাকেটে ওই হেরোইন রাখা ছিল। সাজাদকে জেরা করে পুলিশ ফাঁদ পাতে। ধরা পড়ে দ্বিতীয় ব্যক্তি। রিয়াজুদ্দিন নামে ওই ব্যক্তির হেরোইন নিয়ে গুয়াহাটির একটি হোটেলে পৌঁছে দেওয়ার কথা ছিল। জেরায় ধৃতরা জানিয়েছে, যাতায়াত বাবাদ ৫ হাজার টাকা ও হেরোইন পৌঁছে দেওয়ার পরে ১৫ হাজার টাকা পেত তারা। এর আগেও সাজাদ ও রিয়াজুদ্দিন দুইবার এইভাবে হেরোইন পৌঁছে দিয়েছে। |
|