সংস্থা ঢেলে সাজতে ২,০০০ ছাঁটাই ইয়াহুতে |
সংস্থা ঢেলে সাজার অন্যতম পদক্ষেপ হিসেবে প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করল সার্চ ইঞ্জিন সংস্থা ইয়াহু। সংস্থার দাবি, এর ফলে বছরে প্রায় ৩৭ কোটি ৫০ লক্ষ ডলার সাশ্রয় করা যাবে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ইয়াহুর কর্মী সংখ্যা ছিল ১৪ হাজারের কাছাকাছি। সার্চ ইঞ্জিন ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের চাহিদা পূরণ করতে ইয়াহু পুনর্গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে বুধবার দাবি করেন সংস্থার সিইও স্কট থম্পসন। তিনি বলেন, “আজকের সিদ্ধান্ত নতুন ও আরও সাহসী ইয়াহু তৈরির পথে অন্যতম জরুরি পদক্ষেপ। এর ফলে গ্রাহক ও শিল্পের দ্রুত বদলে যাওয়ার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রূপ পাবে আরও ছোট কিন্তু দক্ষ, লাভজনক ও উদ্ভাবনে পারদর্শী এক সংস্থা।” সে ক্ষেত্রে নিজেদের মূল ব্যবসাগুলিতেই আরও বেশি করে নজর দেওয়ার পাশাপাশি সংস্থার যাবতীয় সম্পত্তি অগ্রাধিকারের ভিত্তিতে কাজে লাগানোর পথেও তাঁরা হাঁটতে শুরু করেছেন বলে জানান স্কট। জানিয়েছেন সংস্থার উন্নয়ন নিশ্চিত করে শেয়ার মূল্য বাড়াতে লগ্নির ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর কথাও। বস্তুত, গুগ্লের মতো প্রতিদ্বন্দ্বীর কাছে ইতিমধ্যেই খোয়ানো বিশাল বাজার পুনরুদ্ধারেই যে সংস্থা উঠেপড়ে লেগেছে, তা এ দিন স্পষ্ট স্কটের কথায়। আর লক্ষ্যে পৌঁছনোর এই মরিয়া যাত্রায় প্রয়োজনে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেই দাবি তাঁর।
|
শহরে চতুর্থ প্রজন্মের মোবাইল পরিষেবা শীঘ্র |
চলাফেরার মধ্যেই প্রতি সেকেন্ডে ১০০ এমবি তথ্য চলে আসবে হাতে ধরা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে। অথবা এক জায়গায় বসে থাকলে একটি সিনেমা ডাউনলোড করতে লাগতে পারে এক সেকেন্ডেরও কম সময়। এ ক্ষেত্রে তথ্য ডাউনলোড করার সেই গতি পৌঁছতে পারে সেকেন্ডে ১ জিবি-তেও। স্বপ্ন নয়! তবে, এ জন্য প্রয়োজন ৪-জি বা চতুর্থ প্রজন্মের পরিষেবা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যা দেশের মধ্যে প্রথম কলকাতায় চালু করতে চলেছে মোবাইল পরিষেবা সংস্থা এয়ারটেল। ২০১০ সালে দেশ জুড়ে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে ব্রডব্যান্ড ওয়্যারলেস স্পেকট্রাম নিলাম করে কেন্দ্র। ৩৩১৪.৩৬ কোটি টাটা দিয়ে দেশে মোট ২২টি সার্কেলের মধ্যে কলকাতা-সহ চারটিতে (মহারাষ্ট্র, কর্নাটক এবং পঞ্জাব) এই ৪-জি পরিষেবা দেওয়ার সুযোগ পায় এয়ারটেল। আর রিলায়্যান্স ইনফোটেল (তৎকালীন ইনফোটেল ব্রডব্যান্ড সার্ভিসেস) সুযোগ পায় সব কটি সার্কেলেই। তবে এর মধ্যে এয়ারটেলই কলকাতায় প্রথম এই পরিষেবা চালু করতে চলেছে। ৪-জি প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ছবি দেখা, ভিডিও কনফারেন্সিং, গেম খেলা-সহ নানা পরিষেবারই সুবিধা পাবেন গ্রাহক। এয়ারটেল জানিয়েছে, কলকাতায় এই পরিষেবা চালু করতে চিনা সংস্থা জেডটিই-র সঙ্গে চুক্তি করেছে তারা। এয়ারটেলের সিইও সঞ্জয় কপূরের দাবি, আগামী দু’বছরের মধ্যে দেশের ৬% গ্রাহকই ৪-জি পরিষেবা ব্যবহার করবেন। তবে এ ক্ষেত্রে পরিষেবা পেতে গ্রাহককে কত টাকা দিতে হবে তার কোনও হিসাব এখনও জানায়নি সংস্থা।
|
রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘সাম্মানিক ফেলোশিপ’ দেবে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট’। ইনস্টিটিউটের প্রাক্তনী পার্থবাবুকে শনিবার এক অনুষ্ঠানে সম্মানিত করা হবে। আটের দশকে এখানেই এমবিএ পড়েছিলেন পার্থবাবু। বুধবার শিল্পমন্ত্রী বলেন, “যেখানে এমবিএ পড়েছি, সেই শিক্ষায়তন থেকেই আমাকে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হবে জেনে গৌরব বোধ করছি।” এর আগে মানবসম্পদ উন্নয়নের কাজে দক্ষতার জন্য ‘আন্তর্জাতিক স্বীকৃতিও পান তিনি। শ্রীলঙ্কার ‘ইন্সস্টিটিউট অফ পার্সোনেল ম্যানেজমেন্ট’ ও হংকঙের একটি প্রতিষ্ঠান পার্থবাবুকে সম্মানিত করছে।
|
আজ বৃহস্পতি -বার ব্যাঙ্ক খোলা থাকছে পশ্চিমবঙ্গে। তবে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে না-হলেও অন্য কিছু রাজ্যে ছুটি। ফলে সেই সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী কাল গুড ফ্রাইডে উপলক্ষে অবশ্য পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকছে। ছুটির ব্যাপারে সংবাদপত্রে কয়েকটি ব্যাঙ্কের দেওয়া বিজ্ঞাপনকে ঘিরে বুধবার বিভ্রান্তি সৃষ্টি হয়।
|
এ বার থেকে ‘যতটুকু ব্যবহার ততটুকুই মাশুল’। সেকেন্ডের হিসাবে মোবাইল পরিষেবার খরচ দিতে পারবেন টাটা ডোকোমোর গ্রাহকেরা। সংস্থার দাবি, ২৩ শতাংশ সাশ্রয় হবে। টাটা টেলি সার্ভিসেসের মার্কেটিং কর্তা গুরিন্দর সিংহ সান্ধু বলেন, “গ্রাহকদের জানাতে ব্র্যান্ডের এই প্রচার চলবে।”
|
এস এস নরসিংহ রাও রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়ার নয়া সিএমডি হচ্ছেন। তিনি বর্তমানে সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানির সিএমডি। |