ছেলেদের সামনে শ্বাসরোধ করে মাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বেলে ধান্যকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নুরনেসা বিবি (২২)। মৃত মহিলার ছেলে ও দাদুর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাহাদাদ আলি মণ্ডলকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার পুকুরিয়া গ্রামের বাসিন্দা পেশায় রঙ মিস্ত্রি সাহাদাদ আলি মণ্ডলের সঙ্গে ন’বছর আগে বিয়ে হয়েছিল নুরনেসার। অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুক বাবদ ৩০ হাজার টাকার দাবিতে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। অত্যাচার সহ্য না করতে পেরে বছর দু’য়েক আগে দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন নুরনেসা। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে সংসার চালান নুরনেসা। মাঝে মাঝে টাকা নেওয়ার জন্য স্ত্রীর কাছে আসতেন সাহাদাদ। গত কয়েকদিন ধরে স্ত্রীর কাছে থেকে যাচ্ছিলেন সাহাদাদ। অভাবের সংসারে স্বামীর সঙ্গে বিবাদ লেগেই থাকত নুরনেসার।
এ দিন সকালে স্ত্রীকে কাজে যেতে নিষেধ করায় গোলমাল শুরু হয়। দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। বিকেলে গোলমাল বাড়ে। পুলিশের কাছে মৃতার ছেলে আলামিন জানিয়েছে, ঘরে ভাই সালাম ঘুমাচ্ছিল। ভাইয়ের পাশে খেলা করছিল সে। বাবা সে সময়ে মা’কে মারতে মারতে গলা টিপে ধরে। ধীরে ধীরে মা নেতিয়ে পড়ে। তখন তাঁকে ঝুলিয়ে দিয়ে আলামিনকে কিছু বলতে বারণ করে। মায়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আলামিন। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় আলামিনকে জানতে চায়। তারপরেই সাহাদাদকে ধরে গণপিটুনি শুরু হয়। তাকে ধরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সাহাদাদকে গ্রেফতার করে। |