গাড়ির ধাক্কায় আহত চিতাবাঘের মৃত্যু হল সাঁতালি চা বাগানে। মঙ্গলবার বন দফতরের সাঁতালি চাবাগানে চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান চা শ্রমিকেরা। বন দফতপরের পশু চিকিৎসক অশোক কুমার সিংহ জানান, এদিন দুপুরে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটির মৃতদেহ চা গাছের ঝোপের মধ্যে পাওয়া গিয়েছে। চিতাবাঘটির পিছনের ডান পা এবং কোমর ভাঙা ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গত সোমবার রাতে চা বাগান সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটি আহত হয়। পরে বাগানে ঢুকে সেটি মারা যায়।
|
চিতাবাঘের হানায় জখম হলেন এক চা শ্রমিক। মঙ্গলবার সকালে কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানের ১৯ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতির রেঞ্জ অফিসার নারায়ণ আচাযর্র্ জানান, এদিন মাতেল ওরাঁও নামে ওই চা শ্রমিক বাগানে কাজ করার সময় চিতাবাঘটি তাঁকে আক্রমণ করে। তাঁর কাঁধে ও ডান হাত জখম হয়েছে। তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতলে ভর্তি করানো হয়েছে। বনকর্মীরা এলাকায় নজর রাখছেন। প্রয়োজনে চা বাগানে খাঁচা পাতা হবে।
|
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বীরকুলটি গ্রামের বাউরিপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অচিন্ত্য বাউরি (১৫)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ অচিন্ত্যকে ছোবল মারে সাপটি। তাকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয়েছে।
|
পুলিশের হাতে ফের ধরা পড়ল দুই গন্ডার-শিকারি। এ বারেও নাগাল্যান্ড থেকে খড়্গ কারবারিদের দেওয়া .৩০৩ রাইফেল-সহ কাজিরাঙায় ঢোকার চেষ্টায় ছিল তারা। পুলিশ জানায়, বিষ্ণু পেগু ও নগেন পেগু নামে দুই ব্যক্তিকে যোরহাট পুলিশ টিওক এলাকায় গত কাল গ্রেফতার করে। জেরায় তারা জানিয়েছে, ডিমাপুর থেকে খড়্গ কারবারিরা তাদের জন্য রাইফেল, গুলি, সাইলেন্সারের ব্যবস্থা করে দিয়েছিল। শিকারের পরে খড়্গটি ছোট টুকরো করে ডিমাপুর পাঠানোর কথা ছিল। এ ভাবেই ডিমাপুর থেকে মণিপুরের মোরে সীমান্ত দিয়ে খড়্গ মায়ানমারে চোরাচালান হয়। পরে তা পাড়ি দেয় চিন বা ভিয়েতনাম। গত সপ্তাহেও,শোণিতপুরের সুতিয়া থেকে দুটি .৩০৩ রাইফেল, সাইলেন্সার ও গুলি-সহ দুই শিকারি ধরা পড়েছিল। তাদের জেরা করেও একই ধরনের তথ্য মিলেছিল। কাজিরাঙা কর্তৃপক্ষ জানান, বিষ্ণু ও নগেন বেশ কিছু গন্ডার হত্যায় জড়িত। দীর্ঘদিন তাঁদের খুঁজছিল পুলিশ। |