টুকরো খবর
ঋণ-আদায়ে সাফল্য বলাগেড়িয়া ব্যাঙ্কের
কাঁথির বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক বিগত আর্থিক বছরে (২০১১-১২) ৯৭ শতাংশেরও বেশি কৃষি-ঋণ আদায়ে সক্ষম হল। ব্যাঙ্কের সহকারী জেনারেল ম্যানেজার অনুপকুমার দাস জানান, ওই আর্থিক বছরে ব্যাঙ্ক ১২৮টি সমবায় কৃষি-উন্নয়ন সমিতির মাধ্যমে ৫০ কোটি ৯১ লক্ষ ৩২ হাজার টাক ঋণ দিয়েছিল চাষিদের। গত ৩১ মার্চের মধ্যে আদায়কৃত কৃষি-ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৪২ লক্ষ ৬ হাজার টাকা। অর্থাৎ কৃষি-ঋণ আদায়ের শতকরা হার হয়েছে ৯৭.০৭। অনুপবাবুর কথায়, “আগের আর্থিক বছরেও (২০১০-১১) বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ৯৭.১৫ শতাংশ কৃষিঋণ আদায় করে নিতে সক্ষম হয়েছিল। তার জেরে রাজ্যের ১৭টি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মধ্যে প্রথম স্থানও অধিকার করেছিল।” গত মাসে তমলুক ব্যাঙ্ক খণখেলাপিদের সম্পত্তি নিলামের নোটিস দিলে মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেন। নিলাম বন্ধ হয়। ফলে সমবায় ব্যাঙ্কগুলি কী ভাবে ঋণ আদায় করবে, সে নিয়ে সংশয় তৈরি হয়। ঋণগ্রহীতাদের একাংশ ঋণ-শোধ না করে বরং ব্যাঙ্কে-ব্যাঙ্কে বন্ধকী সম্পত্তির দলিল ফেরতের জন্য বিক্ষোভ শুরু করেন। বলাগেড়িয়া ব্যাঙ্কের এক আধিকারিকও বিক্ষোভের মুখে পড়েছিলেন। জেনারেল ম্যানেজার অনুপবাবুর কথায়, “ওই ঘটনার পর ব্যাঙ্ক কতৃর্পক্ষ কিছুটা হতাশ হলেও শেষ পর্যন্ত সমবায় সমিতি এবং ঋণগ্রহীতাদের সাহায্যেই পরিস্থিতি সামাল দিতে পারা গিয়েছে।

টাটা স্টিলের ঋণের ঊর্ধ্বসীমা বাড়াতে সায়
ঋণের ঊর্ধ্বসীমা ২৫% বাড়াতে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেল টাটা স্টিল। ফলে আগের ৪০ হাজার কোটির পরিবর্তে এ বার ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এই ইস্পাত বহুজাতিক। মঙ্গলবার বিএসই-তে এই তথ্য দাখিল করে টাটা স্টিলের দাবি, মূলত নয়া প্রকল্প গড়া এবং ব্যবসা সম্প্রসারণে টাকা ঢালার জন্যই ওই সীমা বাড়াতে চেয়েছিল তারা। প্রসঙ্গত, ২০০৭-এ বিপুল অঙ্ক লগ্নি করে কোরাস অধিগ্রহণের পর ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টাটা স্টিলের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০,৫২৮ কোটি টাকা। তার উপর ওড়িশার কলিঙ্গনগরে ৬০ লক্ষ টনের নয়া ইস্পাত কারখানা গড়ার প্রকল্প হাতে নিয়েছে সংস্থা। বার্ষিক ২৯ লক্ষ টন উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ চলছে জামশেদপুর কারখানাতেও। মূলত এই সব প্রকল্পে টাকা জোগাতেই ঋণের ঊর্ধ্বসীমা বাড়াতে সায় চেয়েছিল তারা।

বিমান হাতে নিতে কিংফিশারকে সময় দিল এয়ারবাস
কিংফিশার এয়ারলাইন্সকে এখনই বরাত দেওয়া বিমান হাতে নিতে জোর করবে না এয়ারবাস। মঙ্গলবার ফরাসি বিমান নির্মাতা সংস্থাটি জানিয়েছে, বরাত বাতিল না-করলেও, সংস্থা ঘুরে না-দাঁড়ানো পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে। এর আগেই বিমান হাতে নেওয়ার জন্য সময় চেয়েছিল বিজয় মাল্যের কিংফিশার। এর আগে এয়ারবাসের কাছ থেকে ৬২টি বিমান কেনার বরাত দিয়েছিল সংস্থা। যার মধ্যে ১৩টি তাদের হাতে দিয়েছে এয়ারবাস। আরও ৩৮টি বিমান তুলে দেওয়ার পথে তারা। অন্য দিকে, সস্তার বিমান পরিষেবা সংস্থা কিংফিশার রেড-ও ৫৫টি বিমানের বরাত দিয়ে এ পর্যন্ত ১২টি নিয়েছে। এয়ারবাসের বিপণন বিভাগের এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কিরণ রাও জানান, তাদের পক্ষে সব সাহায্য করা হচ্ছে।

গৃহঋণে সুদ কমলো
নতুন গ্রাহকদের ক্ষেত্রে গৃহঋণে পরিবর্তনশীল সুদ ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল আইডিবিআই ব্যাঙ্ক। ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে হল ১০.৭৫%। ২৫-৭৫ লক্ষের ক্ষেত্রে তা কমছে ৫০ বেসিস পয়েন্ট ও তার উপরে ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমাচ্ছে ব্যাঙ্কটি। ৩০-৭৫ ও ৭৫ লক্ষের উপরে ঋণে সুদ যথাক্রমে ১১.২৫% ও ১১.৫০%।

শেয়ার ছাড়ছে না ভেল
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশে ফের শেয়ার ছাড়ার বিষয়টি স্থগিত রাখল রাষ্ট্রায়ত্ত ভেল। এ জন্য বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে জমা দেওয়া প্রাথমিক কাগজপত্রও প্রত্যাহার করেছে তারা। বিলগ্নিকরণ দফতরের এই সিদ্ধান্তের কারণ নিয়ে সংস্থা মুখ না-খুললেও, বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের তেমন চাহিদা না-থাকাই এর কারণ বলে অনেকের ধারণা।

মামলা মার্কিন মুলুকে
টাটা সন্স এবং তার শাখা সংস্থা টিসিএসের বিরুদ্ধে তার দুই প্রাক্তন কর্মীর মামলা-কে ‘ক্লাস অ্যাকশন’ শ্রেণিভুক্ত করল ক্যালিফোর্নিয়ার জেলা আদালত। যার অর্থ, আদালতে ওই সংস্থার বিপক্ষে অভিযোগ জানাতে পারবেন আমেরিকায় সংস্থার ১০,০০০ বর্তমান ও প্রাক্তন ভারতীয় কর্মী। ২০০৬ সালে টিসিএসের বিরুদ্ধে অভিযোগ আনেন সংস্থার দুই প্রাক্তন কর্মী গোপী বেদাচলম ও কঙ্গনা বেরি। অভিযোগ ছিল, মার্কিন মুলুকে কর ফেরত বাবদ প্রাপ্য অর্থের চেক সংস্থার নামে লিখতে বাধ্য করা হয় সব কর্মীকে। কেটে নেওয়া হয় ভারতে বেতন বাবদ প্রাপ্যও। সেই কারণেই সংস্থার বিরুদ্ধে কর্মীদের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন ও ক্যালিফোর্নিয়ার শ্রম আইন ভাঙার অভিযোগ আনেন তাঁরা। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বেদাচলম। তবে, টিসিএস মুখপাত্রের দাবি, “এটি প্রথামাফিক পদক্ষেপ। এই অভিযোগের যে কোনও ভিত্তি নেই, তা শীঘ্রই স্পষ্ট হবে।”

শনিবার ব্যাঙ্ক খোলা পুরো সময়
আমজনতার স্বার্থে শনিবার (৭ এপ্রিল) পুরো সময় খুলে রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল অর্থ মন্ত্রক। শনিবার ব্যাঙ্কে সাধারণ মানুষ লেনদেন করতে পারেন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। কিন্তু সোমবার বার্ষিক হিসাবের জন্য লেনদেন বন্ধ ছিল। বৃহস্পতি এবং শুক্রবারও যথাক্রমে মহাবীর জয়ন্তী ও গুড ফ্রাইডের জন্য পুরোপুরি সম্ভব হবে না লেনদেন। সেই কারণেই ওই নির্দেশ।

গ্রাহক পরিষেবায়
বিএসএনএল মোবাইল গ্রাহকদের সুবিধা দিতে মধ্যমগ্রামে পরিষেবা কেন্দ্র চালু করল সেরকো। ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে, এই বিপিও কেন্দ্রের মাধ্যমে কলকাতা-সহ রাজ্য সার্কেলে প্রায় ৫২ লক্ষ প্রিপেড, পোস্টপেড ও থ্রি-জি গ্রাহককে পরিষেবা দেওয়া হবে। ৩১৪ জন এজেন্ট বাংলা, হিন্দি ও ইংরাজিতে গ্রাহকের সমস্যা-সহ সব প্রশ্ন শুনে তা সমাধানের পথ বাতলাবেন।

মেট্রো রেলের আয়
সদ্য সমাপ্ত ২০১১-’১২ অর্থবর্ষে আয় ও যাত্রী সংখ্যায় আগের নজির ভাঙল কলকাতা মেট্রো রেল। সংস্থা জানিয়েছে, ওই সময়ে আয় আগের বছরের ৩.৪২ কোটি টাকা বেড়ে হয়েছে ১০৬.৫৮ কোটি। বছরে প্রায় ১৬.৭৪ কোটি যাত্রী সফর করেছেন। আগে তা ছিল ১৫.৯০ কোটি।

নতুন নিয়োগ
পরিচালন পর্ষদে দু’জন ডিরেক্টর নিয়োগ করল টিসিএস। ও পি ভট্ট স্বাধীন ডিরেক্টর হলেন। আর সাইরাস মিস্ত্রি ডিরেক্টর। ভট্ট স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি এবং মিস্ত্রি টাটা সন্সের ডেপুটি চেয়ারম্যান। এ দিকে বিএসই-র সিইও মধু কন্নন টাটা সন্স-এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হচ্ছেন।

ব্যাঙ্কের নয়া শাখা
কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে বোড়ালে এবং বেহালা চৌরাস্তার কাছে রাজা রামমোহন রায় রোডে শাখা খুলল স্টেট ব্যাঙ্ক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.